Mehedi Hasan

Mehedi Hasan My name is Mehedi hasan.I am a digital marketar.Inshallah do my best to help you become a freelancer.

25/08/2024

যেখানে পুলিশ ছাড়া দেশ চলেছে,
আনসার না থাকলে খুব একটা অসুবিধা হবার কথা নয়৷❤️‍🩹

কতটা অমানবিক হইলে একটা মানুষ এই রকম ভয়াবহ বন্যায়-না একটা শব্দ উচ্চারণ, না ফটোশুট, না টিস্যু দিয়ে নাক মুছা , না শোডাউন, ন...
25/08/2024

কতটা অমানবিক হইলে একটা মানুষ এই রকম ভয়াবহ বন্যায়-
না একটা শব্দ উচ্চারণ, না ফটোশুট, না টিস্যু দিয়ে নাক মুছা , না শোডাউন, না বন্যা কবলিত এলাকা হেলিকপ্টারে পরিদর্শন করে নিজের ফোনে ভিডিও ধারন, একটা বার চোখের দেখাও দেখতে আসলো না!🙂
হুট করে এসে বললেন তোমাদের জন্য ১'হাজার কোটি টাকা ফান্ড ব্যবস্থা করলাম।
আজব!!
কেমনডা লাগে?😒
#শ্রীপুরযুবসমাজ
#সমাজসংস্কারশ্রীপুর
#৪নংশ্রীপুরচৌদ্দগ্রামকুমিল্লা

25/08/2024

একটা সময় ছিল ত্রাণের চাল/ডাল মেরে খাওয়ার প্রতিযোগিতা। আর এখন চলছে শুধু দেওয়ার প্রতিযোগিতা। এ এক অপরূপ বাংলাদেশ।

· কুমিল্লা জেলার বুড়িচং থানার  ইসাপুরা,মহেষমারা, খাড়াতাইয়া, ও মেইন বুড়িচং এদিকের অবস্থা খুবই খারাপ এখনো কিছু মানুষ আটকে ...
23/08/2024

·
কুমিল্লা জেলার বুড়িচং থানার ইসাপুরা,মহেষমারা, খাড়াতাইয়া, ও মেইন বুড়িচং
এদিকের অবস্থা খুবই খারাপ এখনো কিছু মানুষ আটকে পরে আছে এদিকে
আপনাদের যাদের নৌকা বা স্পিডবোট আছে তাদের সাহায্যে এগিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি।
-ভালো নেই বুড়িচং 😢😭😢
এবং মহেষমারা আশ্রয়কেন্দ্রে ২৫০-৩০০ লোক আছে ওখানে ত্রান পৌছে দেওয়ার অনুরোধ রইলো।

21/08/2024

মুরাদনগরের ধামঘর দিয়ে গোমতী নদীর বাঁধ ভেঙ্গে পানি লোকালয়ে প্রবাহিত হচ্ছে।

21/08/2024

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ক্যাম্পাস গুলো উন্মুক্ত করে দেওয়া হয়েছে বন্যা কবলিত মানুষেরা কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ভবনগুলোতে আশ্রয় নিতে পারবেন!'
আত্নীয়-স্বজন,বন্ধুবান্ধব,পরিচিত মানুষ জনদের জানিয়ে দিন।

21/08/2024

তিস্তা অববাহিকার জন্য সতর্কতা:
ইতোমধ্যেই ফ্ল্যাশ ফ্লাড ওয়ার্ণিং সেন্টার জানিয়েছে চলমান বৃষ্টিপাতের কারনে কুড়িগ্রামের দু একটি এলাকায় পানি বিপদসীমার উপরে প্রবাহিত হতে শুরু করেছে। আমাদের আগের পোস্টে দেয়া ম্যাপটিতে লক্ষ করলেই বুঝবেন।
এমতাবস্তায় তিস্তা ব্যারেজের উত্তর নদীসমূহে ব্যাপক পানি প্রবাহ লক্ষ্য করা যাচ্ছে। তেমন পরিস্থিতি খুবই স্বল্প সময়ের নোটিশে তিস্তা ব্যারেজের গেটসমূহ খুলে দেয়া হতে পারে যা ফ্ল্যাশ ফ্লাডের অবস্থা তৈরী করতে পারে। এমতাবস্থায় আমরা আপনাদেরকে সতর্ক ও সাবধান থাকার পরামর্শ দিচ্ছি। বিশেষত মূল্যান সম্পদ, গবাদি পশু সমূহ এবং ছোট বাচ্চা ও বৃদ্ধদের দ্রুত স্থানান্তরের ব্যবস্থা করে রাখার জন্য অনুরোধ জানাচ্ছি।
ইন শা আল্লাহ,আপনাদের সকলের সম্মিলিত প্রচেষ্টাই পারে আমাদেরকে নিরাপদে রাখতে।
ধন্যবাদ,
“আসুন দূর্যোগ থেকে বাঁচি, জীবন বাঁচাতে লড়ি একসাথে,
হাসি-আনন্দ, দুঃখ-জরায় মিলেমিশে থাকি একক বাহুবন্ধনে”
Bangladesh Weather Observation Team-BWOT

21/08/2024

"তিস্তা ব্যারেজ খুলে দিয়েছে ভারত। এবার বাংলাদেশের উত্তরবঙ্গ ডুবতে যাচ্ছে।🙂💔

21/08/2024

বন্যা একটি আসমানী আজাব।
এ ক্ষেত্রে নবিজী ‎ﷺ নির্দেশ দিয়ে বলেছেন, তোমরা মহান আল্লাহর জিকির করো, তাঁর নিকট তওবা করো।
(বুখারি ২/৩০; মুসলিম ২/৬২৮)
ইয়া আল্লাহ্ আমাদের ক্ষমা করুন 🙏🏻

16/07/2024

রক্ত দিয়ে শার্ট ভেজানো
র'ক্তে হাত বুলাই
আমার ভাইয়ের র'ক্তে রাঙানো
আজ ১৫ই জুলাই।

Address

Sreepur
Cumilla
3500

Alerts

Be the first to know and let us send you an email when Mehedi Hasan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mehedi Hasan:

Share