22/12/2025
হাদী ভাইয়ের স্ত্রীকে দেখে হিংসা হচ্ছে। পর্দার আড়ালের সেই মানুষটি না জানি কত পুণ্যবতী!
একজন শহীদের স্ত্রী হওয়ার গৌরব কত বড়, তা কেবল আল্লাহই জানেন। দুনিয়ার এই কটা দিনের বিরহ শেষে জান্নাতে যখন তাঁরা আবারও মিলিত হবেন, সেই মুহূর্তটা হবে সবচেয়ে দামী।
শহীদরা মরে না, তাঁরা বেঁচে থাকে মানুষের ভালোবাসায়। হাদী ভাই প্রমাণ করে দিলেন, আল্লাহর পথে অটল থাকলে দুনিয়া ও আখিরাত—উভয় জগতেই আল্লাহ সম্মান বাড়িয়ে দেন। 🤲
মৃ ' ত্যু তো সবারই হবে, কিন্তু এমন 'রাজকীয় বিদায়' কতজন পায়?
যে মৃ 'ত্যু ' তে পুরো দেশ কাঁদে, যে মৃ' ত্যু'তে কোটি মানুষের দোয়া আর ভালোবাসা ঝরে পড়ে—সেই মৃ' ত্যু"ই তো সার্থকতা।
হাদী ভাইয়ের বিদায়ের মর্যাদা দেখে আজ লোভ হচ্ছে। লাখো মানুষের জানাজা, প্রিয় কবির পাশে চিরনিদ্রা, আর মানুষের মুখে মুখে শুধু তাঁর প্রশংসা। আল্লাহ যাকে কবুল করেন, তাঁর শেষটা এমনই রাজকীয় হয়।
আল্লাহ আমাদেরকেও হাদী ভাইয়ের মতো ঈমানের ওপর অটল থেকে সার্থক মৃ ' ত্যু দান করুন। আমিন। ❤️✊
Copy