Gen Z BD

Gen Z BD আপনি Gen Z জেনারেশন হলে পেজটি ফলো করুন।

হাদী ভাইয়ের স্ত্রীকে দেখে হিংসা  হচ্ছে। পর্দার আড়ালের সেই মানুষটি না জানি কত পুণ্যবতী! একজন শহীদের স্ত্রী হওয়ার গৌরব কত ...
22/12/2025

হাদী ভাইয়ের স্ত্রীকে দেখে হিংসা হচ্ছে। পর্দার আড়ালের সেই মানুষটি না জানি কত পুণ্যবতী!
একজন শহীদের স্ত্রী হওয়ার গৌরব কত বড়, তা কেবল আল্লাহই জানেন। দুনিয়ার এই কটা দিনের বিরহ শেষে জান্নাতে যখন তাঁরা আবারও মিলিত হবেন, সেই মুহূর্তটা হবে সবচেয়ে দামী।
​শহীদরা মরে না, তাঁরা বেঁচে থাকে মানুষের ভালোবাসায়। হাদী ভাই প্রমাণ করে দিলেন, আল্লাহর পথে অটল থাকলে দুনিয়া ও আখিরাত—উভয় জগতেই আল্লাহ সম্মান বাড়িয়ে দেন। 🤲

​মৃ ' ত্যু তো সবারই হবে, কিন্তু এমন 'রাজকীয় বিদায়' কতজন পায়?
যে মৃ 'ত্যু ' তে পুরো দেশ কাঁদে, যে মৃ' ত্যু'তে কোটি মানুষের দোয়া আর ভালোবাসা ঝরে পড়ে—সেই মৃ' ত্যু"ই তো সার্থকতা।

হাদী ভাইয়ের বিদায়ের মর্যাদা দেখে আজ লোভ হচ্ছে। লাখো মানুষের জানাজা, প্রিয় কবির পাশে চিরনিদ্রা, আর মানুষের মুখে মুখে শুধু তাঁর প্রশংসা। আল্লাহ যাকে কবুল করেন, তাঁর শেষটা এমনই রাজকীয় হয়।

​আল্লাহ আমাদেরকেও হাদী ভাইয়ের মতো ঈমানের ওপর অটল থেকে সার্থক মৃ ' ত্যু দান করুন। আমিন। ❤️✊

Copy

মেকআপ ছাড়া নাকি মেকআপ দিয়ে কোন লুকে শুভশ্রী কে বেশি সুন্দর লাগছে..?? দুই বা'চ্চার মা হওয়া সত্বেও কিন্তু শুভশ্রী কে দেখতে...
22/12/2025

মেকআপ ছাড়া নাকি মেকআপ দিয়ে কোন লুকে শুভশ্রী কে বেশি সুন্দর লাগছে..?? দুই বা'চ্চার মা হওয়া সত্বেও কিন্তু শুভশ্রী কে দেখতে এখনো অনেক সুন্দর মায়াবী লাগে...
আর মেকআপ ছাড়াও শুভশ্রী দেখতে অনেক সুন্দর...! ❤️ তবে দেবের চো'খে কিন্তু শুভশ্রী এখন আর সুন্দরী নেই... শুভশ্রীর গ্ল্যামার নাকি ন'ষ্ট হয়ে গেছে..! 😀

আসলেই কি বা'চ্চার মা হয়ে গেলে গ্ল্যামার ন'ষ্ট হয়ে যায়..?? শুভশ্রী কে মেকআপ ছাড়াও তো অনেক সুন্দরী লাগছে কিন্তু দেবের কাছে নাকি রুক্মিণী কে সুন্দরী লাগে শুভশ্রীর থেকে...
কিন্তু এই রকম মেকআপ ছাড়া যদি রুক্মিণী কে দেখা হয় তাহলে মনেহয় চেনাই যাবেনা...!😀
দুই বা'চ্চার মা হয়েও শুভশ্রী যতটা সুন্দর রুক্মিণী তার ধারে কাছেও নেই... আর তাছাড়া রুক্মিণী ও কোন ছো'ট বা'চ্চা নয়.. তারও যথেষ্ট বয়স হয়েছে...! 😐

সেরা ৬ জন  টিকটকার😉😆
22/12/2025

সেরা ৬ জন টিকটকার😉😆

ভাইয়ের ক ব 'রে গিয়ে এক বোনের  গ" গ"ন" বি"দা "রি  চিৎকার।। ওসমান বলে এতো জোরে চিৎকার করছিলো মনে হচ্ছিলো আল্লাহর আরশে সেই ...
22/12/2025

ভাইয়ের ক ব 'রে গিয়ে এক বোনের গ" গ"ন" বি"দা "রি চিৎকার।। ওসমান বলে এতো জোরে চিৎকার করছিলো মনে হচ্ছিলো আল্লাহর আরশে সেই ডাক স্পষ্ট পৌঁছে যাচ্ছিলো।। সাংবাদিকদের কথায় যেইটুকু বুঝলাম হাদি ভাইয়ের
দা "ফ"নে"র দিন এই বোন আসতে পারেননি ।। তাই পরদিন ভাইয়ের কাছে এসে আর যেতেই চাইছিলেন না।। মায়ের পরে এক ভাইকে যদি কেউ নিরস্বার্থ ভালোবাসে সেটা হলো বোন।। বোন থাকা মানে বিনা স্বার্থে ভালোবাসার, মন থেকে দোয়া করার একজন মানুষ থাকা।। আহারে কতো আদরের ভাই ছিলো ওসমান হাদি।। সব ভাই বোনের মধ্যে সব থেকে ছোট ছিলো সে কিন্তু আল্লাহ সবার আগে তাকেই নিয়ে গেলেন।। বড় ভাই বোনদের জন্য এটা অনেক ক "ষ্টের।। এক ভাই হারা বোনই জানে ভাই হারানোর য ন্ত্র না কি।। আমার ভাই কোথাও একটু গেলে আমি ভাবি কখন বাড়ি ফিরবে।। ওদের তো ছোট্ট ভাইটা একেবারে চলে গেছে ওদের ক "ষ্ট পরিমাপ করার ভাষা আমার জানা নেই।। এ দৃশ্য দেখে সত্যি মনের ভিতর ভাই হারানোর এক অজানা ব্যা "থা নাড়া দিয়ে উঠলো।। যাদের ভাই আছে তারাই বুঝবে ভাই একটা বোনের জন্য কতো আদরের
💔

নিচের শব্দগুলো সঠিকভাবে মিলিয়ে দেখাতে পারলে বিকাশ।
22/12/2025

নিচের শব্দগুলো সঠিকভাবে মিলিয়ে দেখাতে পারলে বিকাশ।

দিতে পারলে খাওয়াতে পারলে আসলে সবাই ভালো হয়ে যায়...  শিমুলের বউ ছতরের এই ভিডিও টা দেখলাম দুইটা মেয়ে তার সাথে দেখা করতে এস...
22/12/2025

দিতে পারলে খাওয়াতে পারলে আসলে সবাই ভালো হয়ে যায়... শিমুলের বউ ছতরের এই ভিডিও টা দেখলাম দুইটা মেয়ে তার সাথে দেখা করতে এসেছে আর তারা সাথে করে অনেকগুলো ভালো ভালো জিনিস নিয়ে এসেছে...
জিনিসগুলো দেখে ছতর আপা অনেক খুশি হইছে.. আর খুশি হয়ে মেয়ে দুইটার পেইজের নামটাও প্রমোট করে দিলো...!!😊

অথচ এই ছতর আপারই কয়েকটা ভিডিও দেখেছি যে তার বাড়িতে মানুষ গেলে সে বি'রক্ত হয়... এতই বি'রক্ত হয় যে ঠিকমত কথাই বলেনা...!!
এমনকি ছতর আপা ভিডিও করেও বারবার বারন করে তার বাড়িতে যেনো কেউ না যায়... কিন্তু আজকে এই মেয়ে দুইটার সাথে অনেক ভালো ব্যবহার করা দেখে সবাই বলতেছে জিনিস নিয়ে গেছে তাই এত ভালো ব্যবহার করেছে..!😊

আসলে এটাতো বাস্তব যে আমরা বাঙালি এমনই.. যে দিতে পারে সে ভালো হয় আমাদের কাছে... তবে এটাও সত্যি যে মানুষ জন গিয়ে একটু বেশিই জ্বা"লা"তন করে ছতর আপাকে...!
এতো জ্বা"লা"ত"ন করলে রা"গ হবে সেটাই স্বাভাবিক...!! 😊 যাই হোক ছতর আপাকে আমার অনেক ভালো লাগে... আপনার কাছে কেমন লাগে..??

১৭ বছরের চাচাতো বোনের বাচ্চা হওয়ার খুশিতে মিষ্টি খাওয়া ২১ বছরের অবিয়াইত্তা,  আমি.! 🙂
22/12/2025

১৭ বছরের চাচাতো বোনের বাচ্চা হওয়ার খুশিতে মিষ্টি খাওয়া ২১ বছরের অবিয়াইত্তা, আমি.! 🙂

"কেঁচো খুঁড়তে সাপ" বেরিয়ে এলো,,,কে এই জাফরিন (মেজর সাদিকের স্ত্রী) একটা ছোট্ট ১০ মাসের বাচ্চাটা....see more....
22/12/2025

"কেঁচো খুঁড়তে সাপ" বেরিয়ে এলো,,,
কে এই জাফরিন (মেজর সাদিকের স্ত্রী) একটা ছোট্ট ১০ মাসের বাচ্চাটা....see more....

ফিরনাস। 💔শহীদ ওসমান হাদী ভাইয়ের ছেলে।ফিরনাস বলতে বোঝায়—চতুর, বুদ্ধিমান ও সাহসী ব্যক্তিযে ব্যক্তি নতুন কিছু উদ্ভাবনে আগ্...
22/12/2025

ফিরনাস। 💔
শহীদ ওসমান হাদী ভাইয়ের ছেলে।

ফিরনাস বলতে বোঝায়—
চতুর, বুদ্ধিমান ও সাহসী ব্যক্তি
যে ব্যক্তি নতুন কিছু উদ্ভাবনে আগ্রহী
কৌশলী ও প্রখর মেধাসম্পন্ন মানুষ

বগুড়ায় প্রতি মণ ফুলকপি ৮০ টাকা, ঢাকায় ১ পিস ৪০
22/12/2025

বগুড়ায় প্রতি মণ ফুলকপি ৮০ টাকা, ঢাকায় ১ পিস ৪০

নিচের শব্দগুলো সাজাতে পারলেই বিকাশ করে দিব
22/12/2025

নিচের শব্দগুলো সাজাতে পারলেই বিকাশ করে দিব

আমার হাজবেন্ড আমার নিজেরই বানানো ফেইক আইডির সাথেই সম্পর্কে জড়িয়েছে।সে আমাকে আমার বাচ্চাসহ বিয়ে করতে চাচ্ছে আমার স্বাম...
22/12/2025

আমার হাজবেন্ড আমার নিজেরই বানানো ফেইক আইডির সাথেই সম্পর্কে জড়িয়েছে।সে আমাকে আমার বাচ্চাসহ বিয়ে করতে চাচ্ছে আমার স্বামী কে ছেড়ে দিয়ে তার কাছে চলে যেতে বলছে।

আমার ফেইক আইডি তে বলছে তার বউ নাকি তার যোগ্য না আমি বোকা মানসিকভাবে অসুস্থ আমি বাচ্চা পালতে পারি না। ভুলভাল কাজ করি সে আমার ফেইক আইডি টাকে বিয়ে করবে এজন্য 🤗 আর তার ফ্ল্যাট জমি লিখে দিচ্ছে অলরেডি।

প্রেগন্যান্ট অবস্থায় যদি তার গায়ে একটু পা দিছি তখনো পা সরিয়ে দিত এতে নাকি স্বামীর অসম্মান হয় আর এখন বলছে আমার পা এর নিচে নাকি তার জীবন হবে যদি আমি তাকে বিয়ে করি।আমার পায়ের ছবি দেখে বলে সে নাকি এত সুন্দর হাত পা জীবনেও দেখেনি অথচ এই হাত দিয়েই তাকে প্রতিদিন রান্না করে খাওয়াই সে একবারও আমাকে খুশি করার জন্য দুইটা কথা বলে না।অথচ ফেইক আইডিতে নিজের স্ত্রীর পায়ের ছবি দেখেই সে খুশি।

আমার চোখের মত এত সুন্দর চোখ নাকি পৃথিবীতে কারোরি হওয়া সম্ভব না আমার চোখ হাত এত সুন্দর ফর্সা না জানি আমার চেহারা কত সুন্দর হবে এইসব কথা বলে। আর আমি বে%*হায়ার মত তার একটু মনোযোগ এর জন্য পিছনে পিছনে ঘুরি 😅 আর সে আমাকে কতটা অবহেলা করে সে তার বউ ভয়েজ চোখ হাত পা কিছুই চিনতে পারছে না ধুমছে পর***য়া করে যাচ্ছে নিজের বউ এর ফেইক আইডির সাথে।

ভাবছে খুব জিতে গেছি নিজের বউ বাচ্চা ফেলে নতুন বিয়ে বসে যাব মজাই মজা হবে ।হাজবেন্ড খরচ দেয় কিন্তু দুইটা কথা কখনো বলবে না নিজে থেকে একটু প্রশংসা ও করবে না।আমি নাকি তার কাজের ব্যাঘাত ঘটাই চুপচাপ যেন পাশে বসে থাকি।

অফিস থেকে এসেই আমাদের মেয়েকে নিয়ে বাইরে যাবে হাঁটতে কখনো আমাকে বলবেও না চলো একসাথে একটু হেঁটে আসি।আমি তো গাড়ি ঘোড়ায় চড়তে চাই না একটু তো পাশে হাঁটতেই চাই।নিজে থেকে কিছু শেয়ার করে না মেয়েদের কাছে এতকিছু শেয়ার করা যায় না।আমি বেশিদিন এই ফেইক আইডির কাহিনী চালাবো না ধরা পড়ে যাবো তো।

কিন্তু এত কষ্ট লাগছে এত ইফোর্ট দিলাম আর সে বলে আমি নাকি পাগল সংসার হয় না আমাকে দিয়ে।তবে ভালো একটা কাজ করেছি এই কয়েকদিন এ ১৩ হাজার টাকা মে'রে দিয়েছি ওর থেকে 🙂।

এখন কি করনীয় আমার...? এমন একটা ছেলের জন্য সারাজীবন ক্যারিয়ার সবকিছু স্যাক্রিফাইস করে এই প্রতিদান আমি এখন পাগলপ্রায় !!!
( ইনবক্স থেকে )

Address

Cumilla

Telephone

+8801403670515

Website

Alerts

Be the first to know and let us send you an email when Gen Z BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share