দাওয়াহ - Dawah

দাওয়াহ - Dawah দাওয়াহ রিলেটেড ভিডিও, ছবি, পোস্ট শেয়ার করা হয়

আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ 💛🌸Abdul Malek
02/02/2024

আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ 💛🌸
Abdul Malek

28/01/2024

প্রজন্ম গঠনে বিরাট ভূমিকা রাখে পাঠ্যবই। পাঠ্যবইয়ে ইসলামবিরোধী বিষয় আমাদের সন্তানদের ভবিষ্যৎকে অন্ধকারাচ্ছন্ন করে তুলবে। এর বিরুদ্ধে এখনই আমাদের সোচ্চার হতে হবে। ✊

ভিডিও কার্টেসি : শায়খ আহমাদুল্লাহ (হাফি.)

19/12/2023

আপনার স্ত্রী আপনাকে পাওয়ার পরেও সর্বদা বাবা-মা ভাই বোনকে নিয়ে চিন্তা করে। সবার খবরা খবর সে নেয় আপনার টাকা খরচ করে, সে মোবাইলে সবার সাথে যোগাযোগ রাখে। এ হলো কৃতজ্ঞ নারী স্বামী পেয়েও তার বাবা মা সহ সবাইকে মনে রেখেছে।

আর আপনি স্ত্রী-কে পেয়ে আপনার পরিবারের সবাইকে ভুলে গেলেন, অবহেলায় অযত্নে ছেড়ে দিলেন। আপনি বোকা এবং বোকা অবশ্যই বোকা। এ বিষয়ে কৃতজ্ঞতা বউ থেকে শিখে নিও। মা মা মা এবং বাবা ভাইবোন জীবনের অবিচ্ছেদ্য অংশ। এরা প্রিয়জন এরাই প্রয়োজন।

অকৃতজ্ঞ কোথাকার!
আপনি খুবই অকৃতজ্ঞ।

কল্পনা করা যায়!!!😡😡😡কিভাবে ধ্বংস হয়ে যাচ্ছে একেকটা পরিবার সুদের ফাঁদে??? ২০,০০০ ঋনে,এক বছরের সুদ দিতে হবে,৫২,০০০ টাকা।ঋন...
03/07/2023

কল্পনা করা যায়!!!😡😡😡
কিভাবে ধ্বংস হয়ে যাচ্ছে একেকটা পরিবার সুদের ফাঁদে???
২০,০০০ ঋনে,এক বছরের সুদ দিতে হবে,৫২,০০০ টাকা।
ঋনের ২০,০০০ টাকা যায়গামত ঠিকই থাকবে। আল্লাহ মাফ করুক আমাদের।

আল্লাহ আমাদের এই ধ্বংস থেকে মুক্তির রাস্তা দেখান।

#সুদ #জীবন #কিস্তি

কুরআনে ধৈর্যের নির্দেশ বিসমিল্লাহির রাহমানির রাহীম"হে বিশ্বাসীগণ! তোমরা ধৈর্য ও নামাযের মাধ্যমে সাহায্য প্রার্থনা কর। নি...
28/05/2023

কুরআনে ধৈর্যের নির্দেশ

বিসমিল্লাহির রাহমানির রাহীম

"হে বিশ্বাসীগণ! তোমরা ধৈর্য ও নামাযের মাধ্যমে সাহায্য প্রার্থনা কর। নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে থাকেন।"
- সূরা আল বাকারা, আয়াত ১৫৩

তাফসীর:
মানুষের দু'টি অবস্থা হয়, আরাম ও স্বস্তি এবং কষ্ট ও অস্বস্তি।
আরাম ও স্বস্তির সময় আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন এবং কষ্ট ও অস্বস্তির সময় ধৈর্য ধারণ ও আল্লাহর নিকট সাহায্য কামনার তাকীদ করা হয়েছে।

হাদীসে এসেছে, "মু'মিনের ব্যাপারটা আশ্চর্যজনক। তার জন্য আনন্দের কোন কিছু হলে, সে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে। আর ক্ষতিকর কোন কিছু হলে, সে ধৈর্য ধারণ করে। এই উভয় অবস্থা তার জন্য কল্যাণকর।"
- (মুসলিম ২৯৯৯নং হাদীস)

ধৈর্য দু'প্রকারের।
প্রথম হল, হারাম ও পাপ কাজ ত্যাগ করা ও তা থেকে দূরে থাকার উপর এবং লোভনীয় (অবৈধ) জিনিস বর্জন ও সাময়িক সুখ ত্যাগ করার উপর ধৈর্য ধারণ করা।
দ্বিতীয় হল, আল্লাহর নির্দেশাবলী পালন করতে গিয়ে যে কষ্টের সম্মুখীন হতে হয়, তা ধৈর্য ও সংযমের সাথে সহ্য করা।

কেউ কেউ সবর ও ধৈর্যের ব্যাখ্যা এইভাবে করেছেন, আল্লাহর পছন্দনীয় কর্মসমূহ সম্পাদন করা; তাতে দেহ ও আত্মায় যতই কষ্ট অনুভব হোক না কেন। আর আল্লাহর অপছন্দনীয় কর্মসমূহ থেকে দূরে থাকা; তাতে প্রবৃত্তি ও কামনা তাকে সেদিকে যতই আকৃষ্ট করুক না কেন। (ইবনে কাসীর)

আল্লাহ আমাদেরকে ধৈর্যশীল এবং সালাত কায়েমকারীদের তালিকায় রাখুন, আমিন।

15/05/2023
হয়ত এভাবেই দৌড়ে আসবে কেউ,আমার শেষ বিদায়ে।
12/05/2023

হয়ত এভাবেই দৌড়ে আসবে কেউ,
আমার শেষ বিদায়ে।

14/04/2023

ক্বাতাদা (রঃ) বলেন, 'সন্দেহ থেকে দূরে থাক। কারণ, যে ব্যক্তি সন্দেহ রাখা অবস্থায় ইন্তিকাল করবে, সে সেই অবস্থায় পুনরুত্থান করবে এবং যে ব্যক্তি প্রত্যয় রাখা অবস্থায় ইন্তিকাল করবে, সে কিয়ামতের দিন প্রত্যয় রাখা অবস্থায় পুনরুত্থান করবে।'

Address

Cumilla
3526

Telephone

+8801985308470

Website

Alerts

Be the first to know and let us send you an email when দাওয়াহ - Dawah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share