SFNews24.com

SFNews24.com রাজনীতিবিদ হিসাবে নিজেকে তেমন প্রকাশ করতে চাই না,,,আমি একজন মানবিক কর্মী হিসাবে নিজেকে বিলিয়ে দিতেচাই

আসন নিয়ে এত আন্দোলন এটার শেষ কোথায়? হোমনা +তিতাস সুন্দর একটা আসন।
07/08/2025

আসন নিয়ে এত আন্দোলন এটার শেষ কোথায়? হোমনা +তিতাস সুন্দর একটা আসন।

“স্বপ্নে যাব ভাড়ি আমার…” 😭— ওমান এয়ারপোর্টে দাঁড়িয়ে এই ক্যাপশন দিয়ে পোস্ট দিয়েছিলেন প্রবাসী ভাই বাহার উদ্দিন।দেশে ফে...
06/08/2025

“স্বপ্নে যাব ভাড়ি আমার…” 😭— ওমান এয়ারপোর্টে দাঁড়িয়ে এই ক্যাপশন দিয়ে পোস্ট দিয়েছিলেন প্রবাসী ভাই বাহার উদ্দিন।

দেশে ফেরার আনন্দ, প্রিয়জনদের বুকে জড়িয়ে ধরার স্বপ্ন—সব কিছু ছিলো চোখে ভেসে ওঠা এক স্বপ্নের মতো। বাবা-মা, স্ত্রী ও সন্তানদের সঙ্গে কিছুটা শান্তিময় সময় কাটিয়ে আবার ফিরে যাওয়ার ইচ্ছা ছিল তাঁর।

কিন্তু সেই স্বপ্ন মুহূর্তেই দুঃস্বপ্নে রূপ নিলো…🥹

দেশে ফেরার পর, বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে তার চোখের সামনে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা—মাইক্রোবাস খালে পড়ে তার পরিবারের ৭ জন সদস্য জীবন হারালেন।

এই বেদনা ভাষায় প্রকাশ করা যায় না।

হে আল্লাহ, তুমি এমন মৃত্যু কাউকে দিও না।
তুমি প্রবাসী এই ভাইকে অশেষ ধৈর্য ও শক্তি দান করো।
আর তাঁর পরিবারের নিহত সকল সদস্যকে জান্নাতুল ফিরদাউস দান করো। আমিন। 🤲

আজকের এই দিন শুধু বাহার উদ্দিন ভাইয়ের জন্য নয়,
সমস্ত প্রবাসীর জন্যই এক শোকাবহ দিন। 🥹
✍🏻প্রবাস কন্ঠ সামি 🇧🇩🇲🇾

তিনি আমাদের গ্রামের তাই একটু লিখতে হয়। আবদুল মতিন। গ্রাম বারকাউনিয়া, সাতানী, তিতাস,কুমিল্লা। সে একজন বি,এন,পি কর্মি বা এ...
05/08/2025

তিনি আমাদের গ্রামের তাই একটু লিখতে হয়। আবদুল মতিন। গ্রাম বারকাউনিয়া, সাতানী, তিতাস,কুমিল্লা। সে একজন বি,এন,পি কর্মি বা একজন ভালো নেতাও বলা যায়। বর্তমানে যাএাবাড়ি থাকে তৎকালীন মেয়র সাদেক হোসেন খোকার সাহেবের সাথে রাজনীতি করতেন। বর্তমানেও তার ধারাবাহিকতা রক্ষার আছেন। যদিও গ্রামের মানুষ তেমন ওনাকে চিনে না।গ্রামে আসা যাওয়া একেবারে কম। আমার গ্রামের বাড়ি তিতাস থানায় নিজ অর্থায়নে গরিব-অসহায়দের মাঝে শাড়ী ও লুঙ্গি বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি তৎকালীন পরিকল্পনা, কল্যাণ ও স্বাস্থ্য মন্ত্রনালয় এর মাননীয় মন্ত্রী ডঃ খন্দকার মোশাররফ হোসেন এমপি (২৯ শে জুলাই, ২০০৫) আমার যতটুকু মনে আছে তিনি ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন করে ছিলেন ১নং সাতানী ইউনিয়ন থেকে। মরহুম সালাহউদ্দিন চেয়ারম্যানসহ অনেক নেতৃবৃন্দদের সাথে তার ছিলো অনেক সুসম্পর্ক। ঐ সময়ে মতিন সাহেবের ছেলের আমন্ত্রণে সাবেক ক্রিকেটার শাহাদাৎ হোসেন রাজিব ও আমাদের গ্রামে এসেছিলেন। তখন আমরা তেমন বুঝি না। কিন্তু কিছু স্মৃতি মনে আছে। তাই স্মৃতিগুলো তুলে ধরলাম।কারণ একটা গ্রামের ভালো একজন রাজনীতিবিদ থাকলে ঐ গ্রামের জন্য ভালো কিছু বয়ে আনে।

05/08/2025

বৃষ্টির দিনে,,,,

03/08/2025

কুমিল্লা০১ আসন,, দাউদকান্দি +মেঘনা,ড.খন্দকার মোশাররফ হোসেন স্যার। কুমিল্লা ০২ আসন,,হোমনা +তিতাস, এম,এ,মতিন খান। এটা হলে আমার কাছে ভালো লাগত।

একটা সময় প্রাইভেট প্রতিষ্ঠান কিন্ডার গার্ডেন এলাকায় তেমন ছিলো না। অধিকাংশ ছেলে মেয়েরা প্রাইমারি স্কুলে পড়ালেখা করত।মোটাম...
30/07/2025

একটা সময় প্রাইভেট প্রতিষ্ঠান কিন্ডার গার্ডেন এলাকায় তেমন ছিলো না। অধিকাংশ ছেলে মেয়েরা প্রাইমারি স্কুলে পড়ালেখা করত।মোটামুটি একটা হৈচৈ ছিলো প্রাইমারি স্কুলে। কিন্তু পরবর্তীতে কিন্ডারগার্টেনগুলোর আবির্ভাব হয় তখন প্রাইমারি গুলোর শিক্ষার্থী দিন দিন কমে যায়। প্রাইমারি স্কুলের শিক্ষকদেরও গাফিলতি ছিলো অনেক। তার পাশাপাশি অভিভাবকরা প্রাইমারি স্কুল থেকে তার ছেলে সন্তানদের কিন্ডারগার্ডেন গুলো নিয়ে যায়। কিন্তু ইদানিং এসে দেখতে পারলাম সাতানী প্রাইমারি স্কুল দৃষ্টান্ত মাইল ফলক তৈরি করেছে। শিক্ষার মান উন্নয়ন ও ছাত্র-ছাত্রীদের মান উন্নয়নের লক্ষে কাজ করে যাচ্ছেন সাতানী প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক তৌফিক ওমর স্যার এবং সকল শিক্ষকবৃন্দ।শিক্ষকরা আসলে চাইলে পরিবর্তন করা ছাত্রছাত্রীদের সম্ভব। প্রাইমারি স্কুলগুলোতে শিক্ষার্থীদের ভর্তি বাড়াতে হলে শিক্ষার মান আরো উন্নত করতে হবে। সাতানী প্রাইমারি স্কুলের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাই এরকম একটি শিক্ষাবান্ধব প্রাইমারি স্কুল তৈরি করার জন্য সংশ্লিষ্ট সকলকেই ধন্যবাদ জানাই।

27/07/2025

বি,এন,পি , আওয়ামীলীগ, জামাত, এনসিপি ও গণ অধিকার পরিষদ এই দলগুলো মধ্যে সংসদ আসনে যে প্রার্থী ঘোষণা করেছে।সবচেয়ে শিক্ষিত প্রার্থী কোন দলে বেশি?

২৩টি মামলার আসামি কুখ্যাত অপরাধী মামুনকে কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাত ব্যক্তিরা। জিয়ারকান্দি ইউনিয়নের শোলাকান্দি গ্রামের এক...
26/07/2025

২৩টি মামলার আসামি কুখ্যাত অপরাধী মামুনকে কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাত ব্যক্তিরা। জিয়ারকান্দি ইউনিয়নের শোলাকান্দি গ্রামের একজন আতংকের নাম ছিল সে। যুগে যুগে এই ইউনিয়নেই সবচেয়ে শীর্ষ সন্ত্রাসের জন্ম হয়। আমরা এতটাই হতভাগা যে ২৩টি মামলার আসামির বিচার হয় দেখতে পারি নাই। মামুনের অত্যাচার সহ্য করেও ভিকটিমরা নীরবে চোখের পানি ফেলছে। মামুন জীবিত থাকার অবস্থায় কোনো সাংবাদিকরাও কোনো নিউজ প্রচার করেন নি। অপরাধীরা অপরাধ করে সমাজের ঘৃনার পাএ হয়।আর আমি বা আপনি অপরাধীদের বিরুদ্ধে প্রতিবাদ পর্যন্ত করি না।তাহলে আমরা কেমন সুশীল সমাজের লোক হলাম। একজন অপরাধীদের সর্বোচ্চ সংবাদ প্রচার করুন। তাহলে মামুনদের মত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি হবেই হবে।আমরাও অন্যায়ের বিরুদ্ধে লিখতে বা বলতে ভয় পাই। এই মামুনের মত আরো অনেক মামুন আছে যারা প্রতিনিয়ত নানান অপরাধ সাথে সম্পৃত আছে।তাদের বিরুদ্ধে অবস্থান নিতে হবে।

25/07/2025

পল্লী বন্ধু উন্নয়ন সংস্থা পক্ষ থেকে প্রীতি ম্যাচ ফুটবল এর আয়োজন,, জোনাল ম্যানেজার, এরিয়া ম্যানেজার এবং ফিল্ড অফিসার সকলে মিলে সুন্দর আয়োজন,,,,

কুষ্টিয়া, কুমারখালী, চাঁদপুর ইউনিয়নে,,জুংগলী গ্রামে নদীতে পাট জাগ দিতে গিয়ে ছেলে নিখোঁজ, ছেলেকে নদীতে খুঁজতে যেয়ে বাবাও ...
22/07/2025

কুষ্টিয়া, কুমারখালী, চাঁদপুর ইউনিয়নে,,
জুংগলী গ্রামে নদীতে পাট জাগ দিতে গিয়ে ছেলে নিখোঁজ, ছেলেকে নদীতে খুঁজতে যেয়ে বাবাও নিখোঁজ হয়। অতঃপর বাবা ছেলের লাশ উদ্ধার।

20/07/2025

আওয়ামী লীগ, বি,এন,পি এবং জাতীয় পার্টি তো দেশ পরিচালনায় ছিলো। ভালো খারাপ দুটিই দেখেছি। নতুন কাউকে সুযোগ দেওয়া উচিত।

19/07/2025

জামায়েত ইসলামের প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

Address

তিতাস উপজেলা
Cumilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when SFNews24.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SFNews24.com:

Share