News All Bangla TV

News All Bangla TV journalist
(4)

04/08/2025

কুমিল্লার বরুড়া পৌর সদর বাজারে ভ্রাম্যমাণ আদালত ৭ টি ঔষধ দোকানে আজ ৪ আগষ্ট ২৫ ইং৬১ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার নু এমং মারমা মং।

04/08/2025

বরুড়া উপজেলা পরিষদের অর্থায়নে ' বরুড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিস্ঠানের কৃতি শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ফলজ গাছের চারা বিতরণ অনুস্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার নু এমং মারমা মং ৷

01/08/2025

আমি সাংবাদিকদের প্রেসিডন্ট ' আমি কুমিল্লার ব্যান্ড সাংবাদিক ' আমি চন্দিনার সাংবাদিক নেতা আমি জাতীয় পএিকার সাংবাদিক ' আমি দরবারি সাংবাদিক ' কেউ আবার কালে ভাদ্রে একদিন প্রকাশিত হয়না এমন নামধারী পএিকার সম্পাদকের নিকট থেকে ৫ / ৭ টাকা দিয়ে কার্ড কিনে নিয়ে এলাকায় গিয়ে নাম্বার বিহীন হোন্ডায় সাংবাদিক লিখে পুরো জেলা উপজেলা দাপিয়ে বেড়ানো৷ ওরা কয়েকজনের একটি সাংবাদিক নামধারী সাংঘাতিক চক্র৷ ওদের কাজ হলো জেলা উপজেলার বিভিন্ন এলাকা থেকে জুয়াড়ীদের নিকট থেকে চাঁদাবাজি করা৷ এবং মানুষ কে বিভিন্ন ভাবে হয়রানি করা ৷ এবং নিবন্ধন বিহীন অনলাইন নিউজ পোর্টাল থেকে টাকার বিনিময়ে কার্ড কিনে কিংবা ঢাকার নিলক্ষেত মার্কেট থেকে দু- নম্বর কার্ড কিনে গলায় ঝুলিয়ে আমি সাংবাদিক আমাকে ভয় করুন৷ নাম্বার বিহীন হোন্ডা নিয়ে ঘুরে বেড়ানো এদের কাজ৷ এদের অনেক এস এস সি ' পর্যন্ত পাস করেনি এমন অনেক অভিযোগ আমার হাতে সংরক্ষিত৷ কেউ কাঠ মিস্তিরি 'কেউ কারেন্ট মিস্তিরি ' কেউ চা বিক্রেতা ' কউ আবার কবিরাজ ' কেউ দালাল দরবারি ' রংবেরঙের ভিজিটিং কার্ড বানিয়ে বিলি করে ' কেউ কেউ আবার নিজেকে স্বঘোষিত সাংবাদিক সংঘটনের প্রেসিডেন্ট দাবী করে৷ এদের কারনে আজ প্রকৃত পেশাজীবি সাংবাদিকগন নিজ কে সাংবাদিক পরিচয় দিতে লজ্জাবোধ করেন - বিস্তারিত লাইভে দেখুন ---

28/07/2025

বরুড়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মিটিং এবং বাজার কমিটির মিটিংএ সিদ্ধান্ত ছিল দিনের বেলায় বাজারে কোন ট্রাক প্রবেশ করতে পারবে না ' কিন্তুু এ সিদ্ধান্ত শুধু কাগজেই সীমাবদ্ধ !!! গত দু-মাসে বরুড়া সদর বাজারে ট্রাক চাকায় পিষ্ট হয়ে অকালে ঝড়ে দুটো তাজা প্রান ' এর দায়ী কে সচেতন মহলের প্রশ্ন ?

20/07/2025

সাংবাদিক নামধারী ওরা কারা ? মাননীয় তথ্য উপদেষ্টাসহ সারা দেশের জেলা প্রশাসক মহোদয়গনের দৃষ্টি আকর্ষণ করে বলছি ' ওদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিন৷

15/07/2025

সারাদেশে ২০২৫ সালের প্রথম ছয় মাসে খুন হয়েছে এক হাজার ৯৩৩টি ' ডাকাতির ঘটনা ঘটেছে ৩৬৭টি, এবং ধর্ষণের ঘটনা ঘটেছে দুই হাজার ৭৪৪টি। এ সময় নারী নির্যাতন ছয় হাজার ১৪৪টি এবং শিশু নির্যাতনের দুই হাজার ১৫৯টি ঘটনা ঘটেছে।

14/07/2025

সারাদেশর আইন-শৃঙ্খলা পরিস্থিতি প্রায় প্রতিদিন দেশের কোন না কোন জেলা উপজেলায় হচ্ছে খুন ' ধর্ষণ ' অপহরন ' চাঁদাবাজীর ঘটনা উদ্বেগজনক ভাবে সংঘটিত৷ যার কারনে জনমনে নিরাপত্তাহীনতা ও আতঙ্ক ছড়াচ্ছে। রাজনৈতিক সহিংসতা, চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি এবং পারিবারিক কলহের মতো বিভিন্ন কারণে এই হত্যাকাণ্ড বৃদ্ধি পাচ্ছে। এতে জনমনে তৈরি হওয়া উদ্বেগ ও ক্ষোভ দুটোরই প্রকাশ দেখা যাচ্ছে।

11/07/2025

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কার্যালয়ে ঋণের টাকা পরিশোধ না করায় এক নারীকে অফিসের বারান্দায় তালাবদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা পুলিশে খবর দেন। রাত ৮টার দিকে জীবননগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তালা খুলে ওই নারীকে উদ্ধার করে।

10/07/2025

ফেনীর চার উপজেলার শতাধিক গ্রাম ইতোমধ্যে প্লাবিত হয়েছে। ফেনীতে ১৩৯টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রয়েছে। ৫০টির বেশি আশ্রয়কেন্দ্রে ইতোমধ্যে ৮ হাজারের বেশি মানুষ আশ্রয় নিয়েছেন।
নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর, রামপুর ও চর এলাহী ইউনিয়নের ছোট ফেনী নদী ও বামনী নদীর তীরবর্তী এলাকা বৃষ্টি ও জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। মুছারপুর ইউনিয়নের বেশির ভাগ সড়ক ডুবে গেছে। জলমগ্ন হয়ে পড়েছে অনেক বাড়িঘর ও শিক্ষাপ্রতিষ্ঠান। এতে লোকজন সীমাহীন ভোগান্তির মধ্যে পড়েছে।
অপরদিকে, জেলা শহর মাইজদীর বিভিন্ন সড়ক পানিতে ঢুবে গেছে। পাড়া-মহল্লায় বাসিন্দারা পানিবন্দি হয়ে পড়েছে।নোয়াখালী জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ১০ থেকে ১২ জুলাই পর্যন্ত সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে।

07/07/2025

কুমিল্লার মুরাদনগরের ট্রিপল মার্ডারের ঘটনা মোবাইল ফোন চুরির ঘটনাকে কেন্দ্র করেই পরিকল্পিতভাবে তিনজনকে খুন করা হয়েছে।
নিহত রাসেলের স্ত্রী মীম আক্তার অভিযোগ৷
মুরাদনগরের নিহত রাসেলের স্ত্রী মীম আক্তার বলেন মোবাইল ফোন চুরির ঘটনাকে কেন্দ্র করেই পরিকল্পিতভাবে তিনজনকে খুন করা হয়েছে। নিহত রাসেলের স্ত্রী মীম আক্তার অভিযোগ করেন, এই ঘটনার পেছনে প্রধান ইন্ধনদাতা চেয়ারম্যান শিমুল বিল্লাল ও মেম্বার বাচ্চু মিয়া। আর হামলার নেতৃত্বে ছিলেন বাছির উদ্দিন। ঘটনার পর থেকেই বাচ্চু মিয়া ও বাছির এলাকা ছেড়ে পালিয়ে গেছেন। তাঁদের মুঠোফোনও বন্ধ।

04/07/2025

কুমিল্লা জেলার লালমাই উপজেলার শিকারীপাড়া ( পাড়া বাবকপাড়া) গ্রামের রেমিট্যান্স যোদ্ধা রুহুল আমিন 'সর্বস্ব হারিয়ে প্রানের ভয়ে অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছেন৷ অসহায় রেমিট্যান্স যোদ্ধা রুহুল আমিন ' বর্তমান সরকারের নিকট বিচারের দাবি জানিয়েছেন৷

03/07/2025

কুমিল্লার মুরাদনগর উপজেলায় ‘মাদক সংশ্লিষ্টতার’ অভিযোগ এনে দুই সন্তানসহ নারীকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার বাংগরা বাজার থানার কড়ইবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বাংগরা বাজার থানার ওসি মাহফুজুর রহমান।
নিহতরা হচ্ছেন- ওই গ্রামের জুয়েল মিয়ার স্ত্রী রোকসানা আক্তার রুবি (৫৫), তার ছেলে রাসেল মিয়া (২৮) এবং মেয়ে জোনাকি আক্তার (২২)।
এছাড়া পিটুনিতে একজন আহত হয়েছেন বলে জানা গেলেও তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।

Address

Cumilla
3500

Alerts

Be the first to know and let us send you an email when News All Bangla TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share