Asif Mahmud Fan

Asif Mahmud Fan সত্যের সন্ধানে

অনেক ক্ষমতাবান ছিলেন, অনেক বিশেষনে ভূষিত, কত প্রোটকল চাইলেই সব কিছু হাতের মুঠোয় এনে ভোগ বিলাসিতা করতো!!কিন্তু হায়!!বার্ধ...
29/05/2025

অনেক ক্ষমতাবান ছিলেন, অনেক বিশেষনে ভূষিত, কত প্রোটকল চাইলেই সব কিছু হাতের মুঠোয় এনে ভোগ বিলাসিতা করতো!!

কিন্তু হায়!!
বার্ধক্য ও মৃত্যুর কাছে মানুষ কত অসহায়!!
বিভিন্ন দলের হয়ে রাজনীতি যারা করছেন তারা তোফায়েল আহমেদের এই করুণ, নিঃসঙ্গ ছবি থেকে যদি শিক্ষা না নেন তাহলে আপনিও এই কাতারে আসতে বেশি বছর লাগবে না!!
কাউকে পাবেন না, প্রয়োজন ও সময় ফুরিয়ে গেলে আপনার বাড়ি কেউ আসবে না সময় ও সঙ্গ দিতে।

রাজনীতি হোক শুধুই জনতার জন্য।
তোফায়েল থেকে শিক্ষা নিন!

27/05/2025

"দুর্নীতি করলেই বরখাস্ত" এই সিদ্ধান্তের বিরোধিতা করার মানেই হলো আপনি দুর্নীতিবাজ!

23/05/2025

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না।

অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূস এর ক্ষমতা প্রয়োজন নেই, কিন্তু বাংলাদেশের জন্য, বাংলাদেশের শান্তিপূর্ণ ডেমোক্রেটিক ট্রাঞ্জিশনের জন্য ড ইউনূস স্যার এর দরকার আছে।

বরং ক্যাবিনেটকে আরও গতিশীল হতে হবে। সরকারকে আরো বেশি ফাংশনাল হতে হবে, উপদেষ্টাদের আরো বেশি কাজ করতে হবে, দৃশ্যমান অগ্রগতি জনতার সামনে উপস্থাপন করতে হবে- এ ব্যাপারে কোন দ্বিমত থাকতে পারে না। আমাদেরকে দেখাতে হবে যে, গণঅভ্যুত্থান পরবর্তীতে জনতার সম্মতিতে ক্ষমতায় এসে প্রফেসর সাফল্য দেখিয়েছেন।

বিশ্ব সম্প্রদায়ের কাছে ডঃ মুহাম্মদ ইউনূস এর সম্মান আছে, এটা রক্ষা করা আমাদের দায়িত্ব।

আমি মনে করি, সরকারকে এখন থেকে রাজনৈতিক দলগুলোর সাথে আরও নিবিড়ভাবে আলোচনায় বসতে হবে, নিয়মিত বসে এবং বিভিন্ন বিষয়ে তাদের মতামত চাইতে হবে। কোন ধরনের বিচ্ছিন্নতা কাম্য নয়।

পাশাপাশি সেনাবাহিনীও রাজনীতিতে নাক গলাতে পারবে না। আজকের দুনিয়ায় কোন সভ্য দেশের সেনাবাহিনী রাজনীতি করেনা। তাই ডিসেম্বরের মধ্যে নির্বাচনের বক্তব্যে সেনাপ্রধান জুরিশডিকশনাল কারেক্টনেস রক্ষা করতে পারেননি। তবে সেনাবাহিনীকে প্রাপ্য সম্মান দেখাতে হবে, আস্থায় রাখতে হবে। সেনাবাহিনী প্রশ্নে হুট করে কিছু করা যাবে না, হঠকারী কিছু করা যাবে না। তেমনি, ইনক্লুসিভনেসের নাম করে আওয়ামী লীগের পুনর্বাসনও চাওয়া যাবে না। বাংলাদেশ সেনাবাহিনী আমাদের গর্ব এবং আস্থার জায়গা- সেটা কেউ ভঙ্গ করবে না।

সকল দরকারি প্রস্তুতি শেষ করে নির্বাচন এপ্রিল-মে'র কোন সময়ে অনুষ্ঠিত হবে বলেই আশা করি। এসময়ে সকল যৌক্তিক সংস্কার সম্পন্ন করতে হবে, করতে হবে জুলাই সনদ। তবে ডিসেম্বর থেকে জুনে দেয়া রোডম্যাপ মতে নির্বাচনের এক্সাক্ট ডেট ঘোষণার এখতিয়ার শুধুমাত্র স্যারের। স্যারের এখতিয়ার অন্য কেউ হাইজ্যাক করতে পারবে না।

জুলাই-আগস্ট'২৫ এ আমরা জাতীয়ভাবে দুই মাস জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তির উদযাপন করব, ইনশাল্লাহ। এবং আগস্টের মধ্যেই স্বৈরাচারী খুনি হাসিনার বিচারের প্রথম রায়টি আলোর মুখ দেখতে পাবে বলেও আশা প্রকাশ করি।

ইনশাআল্লাহ আমরা হারবো না, আমাদের হারানো যাবে না।

ইনকিলাব জিন্দাবাদ।
প্রফেসর ইউনূস জিন্দাবাদ।
বাংলাদেশ জিন্দাবাদ।

21/05/2025

আমি ২৫ বছর বয়সে এসে হাঁপিয়ে গেছি বাস্তবতার কাছে।

আর আমার বাবা ৫০ বছর বয়সে এসে ও বলে, চিন্তা করিস না,
আমি তো এখনো বেঁচে আছি!!🙂

20/05/2025

মানুষকে খুশি রাখতে পারার মতো কঠিন কাজ পৃথিবীতে আর নেই। সামান্য স্বার্থে আঘাত লাগলেই পূর্বের সব উপকারের কথা ভুলে যায়।

20/05/2025

কার উছিলায় সিন্নি খাইলা মোল্লা চিনলা না।
ফেক্ট : দেশের বর্তমান অবস্থা.....

19/05/2025

"আল্লাহ যদি তোমাকে অপেক্ষায় রাখেন,
তবে জেনে নিও—তিনি তোমার জন্য সেরাটাই রেখেছেন।"

19/05/2025

শ্বাস নিচ্ছি - আলহামদুলিল্লাহ
ভালো আছি - আলহামদুলিল্লাহ
-বেঁচে আছি - আলহামদুলিল্লাহ

18/05/2025

পল্লী বিদ্যুৎ বিলে প্রতি মাসে ডিমান্ড চার্জ ও মিটার চার্জ বন্ধে প্রচারণা চলছে। আপনি একমত হলে পোস্টটি শেয়ার করুন!

18/05/2025

ভারতের হায়দরাবাদে ভবনে ভয়া*বহ আ*গুন, নারী-শিশুসহ নি*হত ১৭

18/05/2025

সকাল দশটার আগে কোন কিন্ডারগার্টেন,স্কুল নয়।
প্রজন্মকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে মসজিদে মসজিদে "মক্তব" চালু করুন!

Address

Cumilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when Asif Mahmud Fan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share