Kafil Kawsar

Kafil Kawsar Is the page created especially for Web designer's and Web developer's.

স্টিব জবস যখন Apple কোম্পানি খুলেন তখন তার সাথে আরো দুজন শেয়ার হোল্ডার ছিলেন। তার মধ্যে একজন Ronald wayne. তার মতো অভাগা...
31/08/2023

স্টিব জবস যখন Apple কোম্পানি খুলেন তখন তার সাথে আরো দুজন শেয়ার হোল্ডার ছিলেন। তার মধ্যে একজন Ronald wayne. তার মতো অভাগা বোধহয় পৃথিবীতে খুব কম মানুষ আছেন। তিনি ১৯৭৬ সালে Apple কোম্পানিতে তার ১০% শেয়ার মাত্র ৮০০ ডলারে বিক্রি করে দেন। সেই শেয়ারের বর্তমান মার্কেট মূল্য ১২০ বিলিয়ন মার্কিন ডলার।
যেটা তোমার জন্য নির্ধারিত যত বাধাই আসুক তুমি সেটা পাবেই। আর যেটা তোমার জন্য না সেটা তোমার হাতের মুঠোয় থাকলেও তুমি পাবে না।

স্টুডেন্ট লাইফে যে দশটা কাজ করতেই হবে ১. ইনকাম এবং পার্সোনাল মানি ম্যানেজমেন্ট: তুমি কোটিপতির সন্তান হলেও- স্টুডেন্ট লাই...
17/07/2023

স্টুডেন্ট লাইফে যে দশটা কাজ করতেই হবে
১. ইনকাম এবং পার্সোনাল মানি ম্যানেজমেন্ট: তুমি কোটিপতির সন্তান হলেও- স্টুডেন্ট লাইফে তোমাকে কিছু না, কিছু ইনকাম করতেই হবে। নিজের স্কিল, নিজের মেধা, নিজের শ্রম দিয়ে অল্প হলেও ইনকাম করার চেষ্টা করতে হবে। এতে রেস্পন্সিবিলি কিভাবে নিতে হয়। অন্যকে কিভাবে সার্ভ করতে হয়। কাজ দিয়ে হ্যাপি রাখতে হয় সেটা শিখবে। এই ইনকাম টিউশনি দিয়ে, কোচিং সেন্টারে ক্লাস নিয়ে, পার্টটাইম চাকরি, ভিডিও এডিটিং, ডিজাইন, ওয়েবসাইট তৈরি, কনটেন্ট রাইটিং, এফিলিয়েট মার্কেটিং, এফ-কমার্স, ডিজিটাল মার্কেটিং, বা অন্য কোন কিছু দিয়ে হতে পারে। তারপর নিজের পকেট খরচ নিজে চালানোর চ্যালেঞ্জ নিবে। এতে পার্সোনাল ফাইন্যান্স এবং মানি ম্যানেজমেন্ট অনেক গুরুত্বপূর্ণ লেসন ঠেকে ঠেকে শিখবে। যেটা কোন ভার্সিটি তোমাকে শেখাবে না।
২. বেসিক কমিউনিকেশন স্কিল: তুমি দেশের সেরা ভার্সিটি বা সবচেয়ে খারাপ কলেজে পড়ো না কেন। ইংরেজি নরমাল কথা বার্তা চালিয়ে যাওয়ার যোগ্যতা অর্জন করতেই হবে। নিজের সম্পর্কে বা কোন একটা টপিক সম্পর্কে এক দেড় পাতা ইংরেজিতে লেখার যোগ্যতা তৈরি করতে হবে। কেউ ইংরেজিতে একটা ইমেইল বা মেসেজ দিলে সেটার রিপ্লাই দিতে জানতে হবে। ইউটিউব বা অন্য কোথাও ইংরেজি টিউটোরিয়াল দেখে বুঝতে পারার সামর্থ্য লাগবেই লাগবে। প্রচুর ফ্রি কোর্স আছে ইংরেজিতে। সেগুলা দেখে বুঝতে এবং কাজে লাগানোর এবিলিটি তৈরি করতে হবে।
৩. ইভেন্ট ম্যানেজমেন্ট/ লিডারশীপ: বন্ধুদের ঘুরতে যাওয়া হোক কিংবা ক্যাম্পসে কোন ইভেন্ট হোক- সেটা ইফতার পার্টি, বৈশাখী মেলা, rag পার্টি, জব ফেয়ার, এলামনাই রিউনিয়ন। যেটাই হোক তোমাকে ইভেন্টের একজন মেইন অর্গানাইজার হতেই হবে। তাহলে তুমি বুঝতে পারবে কিভাবে বিভিন্ন ধরনের মানুষ হ্যাডেল করতে হয়। কিভাবে বাজেট করতে হয়। প্লানিং করতে হয়। মানুষের কাজ থেকে হেল্প আদায় করতে হয়। ১৫-২০ টা জিনিস একসাথে কম্বাইন করার প্রাকটিক্যাল লিডারশীপ ট্রেনিং ফ্রি ফ্রি আর কোথাও পাবা না।
আরেকটু বেশি কনফিডেন্ট হতে চাইলে মিনিমাম ৫০জন মানুষের সামনে বক্তৃতা, ডিবেট, উপস্থাপনা বা নাচ, গান/নাটক কিছু পারফর্ম করার চেষ্টা করবে। এতে তোমাকে পাবলিকের সামনে দাঁড়ানোর ভয় কেটে যাবে।
৪. গুগল সার্চ এবং chatGPT: কিভাবে ইন্টারনেট থেকে দরকারি জিনিস খুঁজে বের করবে সেই এবিলিটি তোমাকে তৈরি করতে হবে। লেটেস্ট যে টেকনোলজি (chatGPT ) সেটা ইউজ করা জানতে হবে। যাতে তোমার ফিল্ডের কোন টপিক এর রিসার্চ বা অন্য ফিল্ডের কোন কিছু খুঁজে বের করতে দিলে সেটা খুঁজে বের করতে পারো। গুছিয়ে একটা রিপোর্ট তৈরি করতে পারো। দরকার হলে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বা গুগল স্লাইড দিয়ে প্রেজেন্টেশন বানিয়ে ফেলতে পারলে তো কোন কথা ই নাই।
আর তুমি যেই লাইনেই পড়ো কেন। কিছু না কিছু সফটওয়্যার তোমার লাগবেই। সেগুলা কিভাবে ইউজ করে। কিভাবে কাজে লাগায় সেটা জানতেই হবে। দরকার হলে ইউটিউবে সার্চ দিয়ে টিউটোরিয়াল খুঁজে বের করে শিখে ফেলবে।
৫. এরিয়া অফ ইন্টারেস্ট: তুমি যে সাবজেক্টেই পড়ো না কোন। যে ফিল্ডেই পড়ো না কেন। তোমাকে সেই ফিল্ডের যেকোন একটা এরিয়াতে তোমার টেক্সট বইয়ের/ ক্লাসের পড়ার বাইরে বেশি জানতে হবে। সেটার জন্য তুমি এক্সট্রা বই পড়তে পারো। নিজের ভিতরে কিউরিসিটি গ্রো করতেই হবে। তারপর যা যা শিখছো সেগুলা একটা একটা করে সামারি লিখতে হবে। সেই সামারি কোথাও না কোথাও পাবলিশ করার চেষ্টা করবা। ডিপার্টমেন্টের ম্যাগাজিন। সেটাও না পারলে বিশ্বের সেরা পাবলিশার ফেইসবুকে পাবলিশ করে দিবা। দুই একজন বন্ধু টিটকারি মারলেও তুমি কী কী শিখছো সেটা ফেইসবুকে পোস্ট করে দিবা।
৬. বেস্ট ফ্রেন্ড: তোমার একজন বেস্ট ফ্রেন্ড বানাতেই হবে। একটা ফ্রেন্ড সার্কেল থাকবে। তবে ফ্রেন্ড সার্কেলের মধ্যে বা বাইরে তোমার একজন বেস্ট ফ্রেন্ড থাকবেই। যার সাথে মিলে তুমি অনেক কিছু করবে। অনেক জায়গায় যাবে। দুজনের ইন্টারেস্ট লেভেল কাছাকাছি থাকবে। একজন আরেকজনকে হেল্প করবে। এই ক্লোজনেস তোমাকে ডাউন টাইমে হেল্প করবে। ফিউচার ঠিক করতে হেল্প করবে। কারণ সব বন্ধুর সাথে সব শেয়ার করা যায় না। বেস্ট বাডি না থাকলে- ইয়াং লাইফে নিজের ভিতরের ইমোশনাল অত্যাচারটা বড্ড রকমের বেশি হবে।
৭. নেটওয়ার্কিং: তুমি যে ফিল্ডে কাজ করতে চাও। সেই ফিল্ডের কমপক্ষে দশজনের সাথে তোমার কানেকশন থাকতে হবে। তারা হতে পারে তোমার সিনিয়র। অন্য ভার্সিটির সিনিয়র বা অন্য কোথাও থেকে পাশ করা প্রফেশনাল হতে পারে। দেশের বাইরের কেউ হতে পারে। হয়তো কোন ওয়ার্কশপ বা সেমিনারে এ গিয়ে তাদের সাথে পরিচয় হইছে। তাদের সাথে তোমার যোগাযোগ থাকবে। তারা জানবে তুমি কোন কোন জিনিসে ভালো। তোমার প্যাশন কি। ফিউচার প্ল্যান নিয়ে তাদের সাথে ডিসকাস করবা।
৮. বিল্ড ইউর রেজুমি: চার বছর ভার্সিটি পড়ার পর যদি দেড় পাতা রেজুমি লেখার মেটেরিয়াল তোমার লাইফে না থাকে তাইলে তুমি কি করলা, নাবিলা? তোমাকে এক্সট্রা কারিকুলার এর সাথে জড়িত থাকতেই হবে। যেকোন একটা অর্গানাইজেশনের সাথে। সেরকম কোন অর্গানাইজেশন না থাকলে তুমি এবং তোমার বন্ধুরা মিলে একটা দিয়ে ফেলবে। সিনিয়র ভাইদের কাছ থেকে তাদের সিভি/রেজুমি জোগাড় করে ফেলবা। দরকার না থাকলেও সেকেন্ড ইয়ারে/থার্ড ইয়ারে তোমার একটা রেজুমি বানিয়ে ফেলবে। LinkedIn এ গিয়ে দুই একটা জব সার্কুলার দেখে ঠিক করবে তারা কী কী চায়। তাহলে বুঝতে পারবে কোন কোন জায়গায় গ্যাপ আছে। তখন সেই গ্যাপগুলার এরিয়াতে ইমপ্রুভ করে ফেলবে।
৯. এক্সটা নলেজ: পাঠ্য বইয়ের বাইরের জগতে তোমাকে হানা দিতেই হবে। সেটা হতে পারে কিছু বিখ্যাত বই পড়ে (বাংলায় বা ইংরেজিতে)। উপন্যাস বা আত্ন উন্নয়নমূলক বা অন্য কোন ক্যাটাগরির বই। হতে পারে কিছু অস্কার বিজয়ী সিনেমা। মোস্ট পপুলার TED talks গুলা দেখলে। অন্য ডিপার্টমেন্টের ছেলেপুলেরা কী কী নিয়ে পড়তেছে সেটা নিয়ে মাঝে মধ্যে গল্প করলা। তাইলে তুমি তোমার জগতের বাইরের কিছু জিনিস সম্পর্কে অবগত হলে। এর মধ্যেই হয়তো তুমি তোমার ইন্টারেস্ট খুঁজে পাবে। সেটাতে আরো ফোকাস করলে সেই ফিল্ডে সিরিয়াস একটা স্কিল তৈরি করে ফেলতে পারলেও তো কথা ই নাই।
১০: নিজেকে গাইড করার এবিলিটি: ভার্সিটি ইন্ডিপেন্ডেন্ট হওয়ার জায়গা। এইখানে ফ্যামিলি তোমাকে গাইড করবে না। তাই নিজের টাইম ম্যানেজমেন্ট, ইমোশন ম্যানেজমেন্ট, রিলেশন ম্যানেজমেন্ট এইগুলা নিজের ভিতরে ডেভেলপ করতে হবে। কোন একটা রুটিন বানিয়ে সেটা ফলো করার এবিলিটি। কোন টার্গেট সেট করে সেটার পিছনে লেগে থাকার সামর্থ তৈরি করতে হবে। অপরিচিতদের সাথে কথা বলতে পারা। ধীরে ধীরে প্রফেশনাল লাইফের দিকে যাওয়া। লাইফ গুছানোর কথা চিন্তা করতে হবে।
একটা ব্যাংক একাউন্ট থাকতে হবে। টিউশনি করে হোক বা যেভাবেই হোক পাশ করার পর ছয় মাস চলার মতো টাকা তোমার ব্যাংকে থাকতে হবে। কারণ পাশ করার পরের দিনই সবাই চাকরি পেয়ে যাবে না। তোমাকে দুই জোড়া ফর্মাল ড্রেস কিনে রাখতে হবে। ইন্টারভিউ দিতে যাওয়ার সময় কাজে লাগবে।
মনে রাখবে---তোমার ভার্সিটি তোমাকে গড়ে দিবে না। ভার্সিটি একটা প্লাটফর্ম। সেই প্লাটফর্ম কাজে লাগিয়ে নিজেকে গড়ে নেয়ার দায়িত্ব তোমার।

Jhankar Mahbub./🙂

15/07/2023

Every Computer Engineer's Dream...🖱⌨️🖥

- The age of 16, 17, 18, 19, 20, 21, 22, and 23 isn't easy. You lose friends, you make mistakes, you fall, you fail, you...
14/07/2023

- The age of 16, 17, 18, 19, 20, 21, 22, and 23 isn't easy. You lose friends, you make mistakes, you fall, you fail, you realize things, you hit reality, and you lose yourself but in the end you find yourself and you become stronger In Shaa'Allah..❤️

Alhamdulillah for everything.✨ Alhamdulillah Ala'kulli Hal.🌹🌸

10/07/2023

Before posting your photo, watch this video.

-- ২ টি ঘটনা: ১. Yahoo কোম্পানি Google কে প্রত্যাখ্যান করেছিল ২. Nokia কোম্পানি Android কে প্রত্যাখ্যান করেছিল কি শিখলাম...
28/06/2023

-- ২ টি ঘটনা:
১. Yahoo কোম্পানি Google কে প্রত্যাখ্যান করেছিল
২. Nokia কোম্পানি Android কে প্রত্যাখ্যান করেছিল
কি শিখলাম:
২টি কোম্পানি আজ মার্কেটে খুব খারাপ অবস্থায় আছে
- সময়ের সাথে নিজেকে আপডেট করুন, অন্যথায় আপনি টিকতে পারবেন না।
- কোন ঝুঁকি না নেওয়া সবচেয়ে বড় ঝুঁকি। ঝুঁকি নিন এবং নতুন প্রযুক্তি গ্রহণ করুন।
-- আরো ২ টি ঘটনা:
১. Google কোম্পানি YouTube এবং Android কিনে নিয়েছে।
২. Facebook কোম্পানি Instagram এবং WhatsApp কিনে নিয়েছে।
কি শিখলাম:
- এত শক্তিশালী হয়ে যান যে আপনার শত্রুরা আপনার মিত্র হয়ে যায়।
- দ্রুত বড় হয়ে উঠুন। প্রতিযোগিতা আপনাথেকেই নির্মুল হয়ে যাবে।
-- আরো ২ টি ঘটনা:
১. বারাক ওবামা একজন আইসক্রিম বিক্রেতা ছিলেন।
২. এলন মাস্ক ছিলেন একটি কাঠের কারখানার শ্রমিক।
কি শিখলাম:
- মানুষের অতীত কাজের ভিত্তিতে বিচার করবেন না।
- আপনার বর্তমান আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে না, আপনার সাহস এবং কঠোর পরিশ্রম তা নির্ধারণ করে।
-- আরো ২ টি ঘটনা:
১. কর্নেল স্যান্ডার্স ৬৫ বছর বয়সে KFC তৈরি করেছিলেন।
২. KFC কর্তৃক প্রত্যাখ্যাত জ্যাক মা আলিবাবা প্রতিষ্ঠা করেন।
কি শিখলাম:
- বয়স শুধুমাত্র একটি সংখ্যা - আপনি যে কোন বয়সে সফল হতে পারেন।
- জীবনে কখনো হাল ছাড়বেন না - কেবল মাত্র তারাই জয়ী হবেন যারা কখনো হাল ছাড়েননি।
-- ২ টি শেষ ঘটনা:
১. ফেরারির মালিক একজন ট্রাক্টর প্রস্তুতকারককে অপমান করেছিলেন।
২. সেই ট্র্যাক্টর নির্মাতা ল্যাম্বোরগিনি তৈরি করেছেন।
কি শিখলাম:
- কখনই কাউকে অবমূল্যায়ন করবেন না বা অসম্মান করবেন না।
- সাফল্য হল সেরা প্রতিশোধ।
// আপনি যে কোন বয়সে এবং যেকোনো পটভূমি থেকে সফল হতে পারেন।
//বড় স্বপ্ন দেখুন, লক্ষ্য স্থির করুন,কঠোর পরিশ্রম করুন।
কখনোই হাল ছাড়বেন না, জীবনে আশা হারাবেন না। জয় নিশ্চিত।
ইনশাআল্লাহ ।🙂

27/06/2023

Hajj is a divine call, a call of Allah. May Allah call you Ameeeen.

Full Stack Web Developer RoadMap................Follow for more Kafil Kawsar....Hashtags:                               ...
23/06/2023

Full Stack Web Developer RoadMap................
Follow for more Kafil Kawsar....
Hashtags:

16/06/2023

অন্যের উত্তম রিজিক দেখলে আপনার গা জ্বলে? তাহলে এই ভিডিও আপনার জন্য।

--This balance sheet is the game-changer you need!✅Dedicating 8 hours each day to three categories: work, rest, and pers...
14/06/2023

--This balance sheet is the game-changer you need!
✅Dedicating 8 hours each day to three categories: work, rest, and personal fulfillment.
✅The first 8 hours are dedicated to honest hard work.
✅Don't just go through the motions, but truly invest your time
✅And Energy into your work to achieve your personal and professional goals.
✅The second 8 hours are dedicated to good sleep.
✅Don't underestimate the importance of rest for your physical and mental well-being.
✅A good night's sleep sets the foundation for a productive day ahead.
✅Finally, the last 8 hours are divided into three parts: 3Fs, 3Hs, and 3Ss.
✅The 3Fs include family, friends, and faith, which are the pillars of our support system.
✅The 3Hs include healthy hygiene and hobbies, which are crucial for maintaining a healthy and happy lifestyle.
✅And lastly, the 3Ss include soul service and smiles, which involve helping others and spreading positivity around us.
✅Incorporating this balance sheet into my daily routine has brought me more joy and fulfillment in my life.
✅I encourage you to give it a try and see how it transforms your life too.
✅Remember, life is all about balance.

ইলন মাস্কের স্পেসএক্সে যোগ দিল ১৪ বছরের বাংলাদেশি বংশোদ্ভূত কিশোর! 💥❤️মাত্র ১৪ বছর বয়সী কাইরান কাজী ইলন মাস্কের মহাকাশবি...
11/06/2023

ইলন মাস্কের স্পেসএক্সে যোগ দিল ১৪ বছরের বাংলাদেশি বংশোদ্ভূত কিশোর! 💥❤️
মাত্র ১৪ বছর বয়সী কাইরান কাজী ইলন মাস্কের মহাকাশবিষয়ক প্রতিষ্ঠান স্পেসএক্সের প্রকৌশলী হিসেবে যোগ দিয়েছে। স্পেসএক্সের ‘প্রযুক্তিগতভাবে চ্যালেঞ্জিং’ ও আনন্দঘন সাক্ষাৎকার সফলতার সঙ্গে উতরে গিয়ে এই চাকরি পেয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত এ কিশোর।
চাকরি পাওয়ার পর সামাজিক মাধ্যম লিঙ্কডইনে কাইরান লিখেছে, ‘পৃথিবীর সেরা কোম্পানিতে আমি প্রকৌশলী হিসেবে যোগ দিতে যাচ্ছি; কোম্পানির স্টারলিংক প্রকৌশলী দলে যোগ দিচ্ছি আমি। এরা বিশ্বের সেই বিরল কোম্পানিগুলোর একটি, যারা বয়সের মতো পুরোনো মানদণ্ড দিয়ে সক্ষমতা ও পরিপক্বতা বিবেচনা করেনি।’

চলুন, পাঁচটি গুরুত্বপূর্ণ সফটস্কিল সম্পর্কে একটু চর্চা করি। কমিউনিকেশন স্কিলস (Communication Skills): সফটস্কিলের কথা আসল...
30/05/2023

চলুন, পাঁচটি গুরুত্বপূর্ণ সফটস্কিল সম্পর্কে একটু চর্চা করি।
কমিউনিকেশন স্কিলস (Communication Skills):
সফটস্কিলের কথা আসলে আপনা আপনি যেই স্কিলটা সবার প্রথমে চলে আসে সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিল। আমাদের মধ্যে অনেকেরই ধারণা সফটস্কিল বলতে শুধু কমিউনিকেশন স্কিলকেই বোঝায়। সফটস্কিলের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ স্কিল হচ্ছে এই কমিউনিকেশন স্কিল। কমিউনিকেশন বলতে আবার আমরা অনেকে নেটওয়ার্কিং করাকেই বুঝি। কিন্তু বিষয়টা শুধু নেটওয়ার্কিং এর মধ্যেই সীমাবদ্ধ না।
Communication is usually defined as the transmission of information. সহজ কথায় বললে আপনার কাছে যেই ইনফরমেশন আছে সেই ইনফরমেশন অন্যকে দেওয়া এবং অন্যের কাছে থাকা ইনফরমেশন নিজের কাছে নেওয়া। তার মানে এটা একটা দেওয়া নেওয়ার সম্পর্ক। এই দেওয়া নেওয়ার সম্পর্কটা মৌখিক ভাবেও হতে পারে আবার লিখিত ভাবেও হতে পারে। যেমন কথা বলা বা শোনা, চিঠি লেখা বা পড়া। এমনকি আমার লেখা প্রতিটি পোস্ট, প্রতিটি ভিডিও এক একটা কমিউনিকেশনের উদাহরণ যার মাধ্যমে আমি আমার চিন্তা আপনাদের সাথে শেয়ার করি।
একটি শক্তিশালী কমিউনিকেশন স্কিল যে কোনো ব্যক্তিকে সাধারণ থেকে প্রফেশনাল হতে সাহায্য করে। তাকে এবং তার আইডিয়া গুলোকে গ্রহণযোগ্য করে তোলে। অন্যকে বুঝতে সাহায্য করে এবং তার সাথে কলাবোরেশন সহজ করে তোলে। কমিউনিকেশন কোনো একটি নির্দিষ্ট স্কিল নয়, এটি হচ্ছে অনেক গুলো স্কিলের সমষ্টি। যেমন - পরিষ্কার ভাবে কথা বলা, স্টোরি টেলিং, ফর্মাল ভাবে কোনো কিছু লেখা, অন্যের কথা মনোযোগ দিয়ে শোনা, গুরুত্বপূর্ণ প্রশ্ন করা এই রকম কিছু গুণের সমন্বয়ে তৈরি হয় কমিউনিকেশন স্কিলস।
📖 কমিউনিকেশন স্কিল বৃদ্ধি করার কিছু বই এর সাজেশনঃ
- Surrounded by Idiots by Thomas Erikson
- Words That Change Minds by Shelle Rose Charvet
- How to Talk to Anyone by Leil Lowndes
- The Quick and Easy Way to Effective Speaking by Dale Carnegie
লিডারশিপ (Leadership):
নেতা হওয়া, নেতৃত্ব দেওয়া। আমাদের দেশে লিডারশীপ বলতে আমরা পলিটিক্যাল লিডার বা বিজনেস ম্যানকেই বুঝে থাকি। চাকুরি করা বা জীবনের অন্য সব ক্ষেত্রেই যে লিডারশীপের দরকার হয় সেটা আমাদের বেশির ভাগেরই হয়ত ধারণার বাইরে। যে কোনো ধরনের ম্যানেজমেন্ট রোলের জন্যই এই স্কিলটা থাকা জরুরি। লিডারশীপ মানে শুধু সামনে থেকে নেতৃত্ব দেওয়া না, লিডারশীপ মানে হাত ধরে টেনে তোলা। লিডারশীপ মানে একটা ক্লিয়ার ভিশন, লিডারশীপ মানে একটা মোটিভেশনের জায়গা, লিডারশীপ মানে একটা পূর্ণাঙ্গ গাইড, সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ এবং দলের জন্য সফলতা নিয়ে আসার ক্ষমতা। লিডারশীপ মানে একটা বিশ্বাসের জায়গা।
একজন লিডার একটা কাজকে তার টিমের মধ্যে সঠিক ভাবে ডিস্ট্রিবিউট করতে পারে, কন্সট্রাক্টিভ ফিডব্যাক দিয়ে সবাইকে মোটিভেট করতে পারে, টিমের প্রতিটি মেম্বারের আত্মবিশ্বাস বৃদ্ধি করতে পারে। একজন লিডার কখনও একা জিততে চায় না, জিততে চায় সামগ্রিক ভাবে। একজন লিডার তার টিমের ভালোর জন্য স্যাক্রেফাইস করতে দুই বার চিন্তা করে না। একজন লিডার একটা কাজকে ওন করে, কাজের প্রতি দায়বদ্ধ থাকে, তার কাজের জন্য জবাবদিহি করার জন্য প্রস্তুত থাকে। তাই যার মধ্যে লিডারশীপের গুণাবলি আছে তাকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়।
📖 লিডারশিপ স্কিল বৃদ্ধি করার কিছু বই এর সাজেশনঃ
- The Five Dysfunctions Of A Team: A Leadership Fable By Patrick Lencioni
- Man’s Search for Meaning By Viktor E. Frankl
- Smarter Faster Better: The Secrets of Being Productive in Life and Business By Charles Duhigg
- The New One Minute Manager By Ken Blanchard And Spencer Johnson
- Mastering Leadership: An Integrated Framework for Breakthrough Performance and Extraordinary Business Results By Robert J. Anderson and William A. Adams
প্রব্লেম সল্ভিং (Problem Solving):
যে কোনো প্রফেশনাল ব্যক্তির জন্য এই স্কিলটা অত্যাবশ্যক। কারণ প্রব্লেম সল্ভিং এর স্কিল যে কোনো ব্যক্তিকে কমপ্লেক্স সিসুয়েশন অ্যানালাইজ করার, চ্যালেঞ্জ এবং ইফেক্টিভ সল্যুশন খুঁজে বের করার ক্ষমতা তৈরি করে। এই স্কিলের কারণে যে কোনো মানুষ ক্রিটিক্যাল থিংকিং করতে পারে, ক্রিয়েটিভ ভাবে একটা সমস্যার ভিন্ন ভিন্ন পার্সপেক্টিভ থেকে ভিন্ন ভিন্ন সমাধান খুঁজে বের করতে পারে।
প্রব্লেম সল্ভিং বলতে আসলে এখানে প্রোগ্রামিং প্রব্লেম এর কথা বোঝানো হচ্ছে না। একটা মাইন্ডসেটের কথা বোঝানো হচ্ছে। যেই মাইন্ডসেটের কারণে উদ্যোক্তারা আমাদের চারপাশের সমস্যা খুঁজে তার জন্য সমাধান তৈরি করতে পারে, সেই সমাধান দিয়ে ব্যবসা করতে পারে। যেই মাইন্ডসেটের কারণে একজন চাকুরিজীবী তার কর্মক্ষেত্রের সমস্যা গুলো আইডেন্টিফাই করে, সমাধান করে একটা সুন্দর ওয়ার্ক কালচার তৈরি করতে পারে। পৃথিবীর সমস্ত ইনোভেশন সম্ভব হয়েছে কিছু মাইন্ড ব্লোয়িং প্রব্লেম সল্ভারের হাত ধরে।
📖 প্রব্লেম সল্ভিং স্কিল বৃদ্ধি করার কিছু বই এর সাজেশনঃ
- Fixed: How to Perfect the Fine Art of Problem Solving by Amy E Herman
- Problem Solving 101: A Simple Book for Smart People by Ken Watanabe
- Cracked it!: How to solve big problems and sell solutions like top strategy consultants by Bernard Garrette, Corey Phelps, and Olivier Sibony
- What’s Your Problem?: To Solve Your Toughest Problems, Change the Problems You Solve by Thomas Wedell-Wedellsborg
- Upstream: The Quest to Solve Problems Before They Happen by Dan Heath
অ্যাডাপ্টাবিলিটি (Adaptability):
সহজ কথায় সিসুয়েশনের সাথে খাপ খাইয়ে নেওয়া, অভিযোজিত হওয়া। অ্যাডাপ্টাবিলিটি বলতে বোঝায় পরিবর্তনকে গ্রহণ করা, পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য প্রয়োজনীয় নতুন স্কিল রপ্ত করা, যে কোনো পরিবেশে নিজেকে মেলে ধরা। নতুন কর্মক্ষেত্রে, ভিন্ন ভিন্ন কালচারের মানুষের সাথে নিজেকে মানিয়ে নেওয়া। আজকাল অনেকেই আমরা রিমোট জব করছি, ভিন্ন ভিন্ন দেশের ভিন্ন ভিন্ন কালচারের মানুষের সাথে ওঠা বসা করছি। আমাদের মধ্যে অ্যাডাপ্টাবিলিটি না থাকলে আমরা হয়তো খুব বেশি দিন এদের সাথে নিজেকে মানিয়ে নিয়ে চলতে পারবো না।
যেসব ব্যক্তির মধ্যে অ্যাডাপ্টাবিলিটি স্কিল রয়েছে নিঃসন্দেহে তাদের একটা গ্রোথ মাইন্ডসেট রয়েছে। তারা খুব দ্রুত এবং ইফেক্টিভ ভাবে নতুন কিছু শিখতে পারে। নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে। যে কোনো চ্যালেঞ্জের মাঝেই তারা নতুন অপর্চুনিটি খুঁজে নিয়ে আসে। তারা অনিশ্চয়তার মধ্যেও স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়াতে পারে, যে কোনো বাঁধার মুখে তারা নিজেদেরকে স্থিতীস্থাপকের মতো সংকোচন সম্প্রসারণ করতে পারে, নতুন পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারে। তারা সব সময় যুগের থেকে দুই কদম সামনে পা বাড়িয়ে রাখে। এই জন্য তারা তাদের বন্ধুবান্ধব বা সহকর্মীদের থেকে অনেক এগিয়ে থাকে।
📖 অ্যাডাপ্টাবিলিটি স্কিল বৃদ্ধি করার কিছু বই এর সাজেশনঃ
- Adaptability: The Art of Winning in an Age of Uncertainty By Max McKeown
- Strangers to Ourselves: Discovering the Adaptive Unconscious By Timothy D Wilson
- Adapt: Why Success Always Starts with Failure By Tim Harford
ইমোশনাল ইন্টেলিজেন্স (Emotional Intelligence):
ইমোশনাল ইন্টেলিজেন্স হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ একটা সফটস্কিল যা আমরা প্রায়শই ইগনোর করে থাকি, এবং পরবর্তীতে এটার অভাবে ফ্রাস্ট্রেশনে ভুগি। ইমোশনাল ইন্টেলিজেন্স মানে হচ্ছে আবেগ উপলব্ধি করার ক্ষমতা, আবেগকে ব্যবহার করার, বোঝার এবং পরিচালনা করার ক্ষমতা। ইমোশনালি ইন্টেলিজেন্ট ব্যক্তিরা সাধারণত অল্পতেই ভেঙে পরে না। তারা সিসুয়েশনটা বোঝার চেষ্টা করে, তারা সিসুয়েশন অনুযায়ী অ্যাক্ট করার চেষ্টা করে এবং লজিক্যাল ডিসিশন নেওয়ার চেষ্টা করে। ইমোশনালি ইন্টেলিজেন্ট ব্যক্তিরা ওয়ার্ক লাইফ ব্যালেন্সে খুবই দক্ষ হয় কারণ তারা নিজেদের ক্ষমতা সম্পর্কে অবগত থাকে।
ইমোশনাল ইন্টেলিজেন্স অন্যের সাথে কমিউনিকেশন করতে, অন্যকে বুঝতে, অন্যের সাথে ঘটা ঝামেলা রিসল্ভ করতে, অন্যের বিশ্বাস অর্জন করতে এবং স্ট্রং কানেকশন বিউল্ড করতে হেল্প করে। ইমোশনালি ইন্টেলিজেন্ট ব্যক্তিরা যে কোনো চ্যালেঞ্জিং সিসুয়েশন খুব সহজে এবং পজিটিভ ওয়েতে নিজের কন্ট্রোলে নিয়ে আসতে পারে।
📖 ইমোশনাল ইন্টেলিজেন্স স্কিল বৃদ্ধি করার কিছু বই এর সাজেশনঃ
- Emotional Intelligence: Why It Can Matter More Than IQ by Dr. Daniel Goleman
- Emotional Intelligence 2.0 by Travis Bradberry, Jean Greaves, and Patrick M. Lencioni
- The 7 Habits of Highly Effective People by Stephen R. Covey

HM Nayem vai🙂

Address

Cumilla

Alerts

Be the first to know and let us send you an email when Kafil Kawsar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kafil Kawsar:

Share