01/04/2023
দীর্ঘদিন পরে বাংলাদেশে এসে যা যা উপলব্ধি করলাম!
→বিমানে উঠলে বুঝা যায় পৃথিবীর কাছে আমরা কতটা ক্ষুদ্র আর অসহায়। 🙂
→টাকা পয়সা একেবারে কাগজের মতই মনে হয়! 😐
→দ্রব্য মূল্যর দাম বেড়েছে অস্বাভাবিক ভাবে সেই তুলনায় সাধারণ শ্রমিকের মজুরি কমেছে! 😞
→সব কিছুর দাম আকাশচুম্বী🥵 জ্বালানি তেল এবং গ্যাসের দাম অনেক বেশি অন্য দেশের তুলনায়, বেড়েছে গাড়ি ভাড়া থেকে শুরু করে বিদ্যুৎ বিল এবং নিত্যপ্রয়োজনীয় পণ্য।
→নীরব দুর্ভিক্ষ চলছে বাংলাদেশে।
→সিন্ডিকেটের কাছে বন্ধি সবকিছু, যার কারণে সবকিছুর দাম তারা কন্ট্রোল করে কৃত্রিম সংকট তৈরী করে।
→যেকোনো দেশ থেকে বাংলাদেশে আসতে পারবেন, বিমান ভাড়া স্বাভাবিক পাবেন। কিন্তু বাংলাদেশ থেকে অন্য কোনো দেশে যাওয়ার সময় বিমান ভাড়া ৩-৪ গুন বৃদ্ধি হয়ে যায় 🤬
→ঘুড়তে ভালবাসে সবাই, সবাই ট্রিপ দিচ্ছে দূরে দূরে।
ভ্রমণকারীদের আকর্ষণীয় স্থান বেশিরভাগ কক্সবাজার-সেন্টমার্টিন, বান্দরবন; প্রায় মানুষ ইন্ডিয়া ভিসার জন্য আবেদন করছেন।
→ধুমপান করে না এমন লোক খুঁজে পাওয়া দুষ্কর! 💀
→সবাই নেতা 😡
→সরকারি কিংবা বেসরকারি প্রতিষ্ঠানে আপনি যদি সেবা নিতে জান তাহলে অবশ্যই আপনাকে কোন নেতার অথবা পাতি নেতার নিকট আত্মীয় দাবি করতে হবে তাহলেই আপনি সম্পন্ন সেবা পাবেন। 😇
→সবচেয়ে মজার বিষয় হলো একটা সময় ছিলো যখন আমরা দেখতাম রাস্তাঘাটে বখাটে ছেলেরা মেয়েদের দিকে তাকাতো কিন্তু এখন তার উল্টো টা হচ্ছে।
তবে বেশিরভাগ মেয়ে এখন পর্দা করে।
→সারা বাংলাদেশে রাস্তার কাজ চলতেছে আর তাই ধুলাবালি প্রচুর পরিমাণ তার পাশাপাশি কিছু কিছু রাস্তার অবস্তা করুণ, প্রকাশ করার মত না একদম বাজে অবস্থা।
→সব কিছুর দাম বাড়লেও নতুন নতুন দালান তৈরি হচ্ছে ঠিক-ই, মানুষ জায়গা কিনছে এরকম যায়গায় যেখানে কখনো মানুষ যাওয়ার কল্পনাও করেনি আবার ধান ক্ষেতের জমির মাঝখানেও বিল্ডিং লক্ষণীয়।
→ পোল্ট্রি এবং পাঙাশের দাম বাড়লেও ক্রেতার কোনো কমতি নেয়।
→মোটামুটি সবাই কর্ম করে খায়, বেকার আগের চেয়ে তুলনামূলক অনেক কম।
→খেলার মাঠের চেয়ে মোবাইলে খেলতে আসক্ত।
→রাস্তায় গাড়ির পরিমাণ আগের চেয়ে দ্বিগুণ, তাই জ্যাম স্বাভাবিক বিষয়।
→ অহরহ এক্সিডেন্ট হচ্ছে, যেনো সবার কাছে এটি এখন স্বাভাবিক। সড়ক দূর্ঘটনায় মৃত্যুর হার ৩ গুন বেড়েছে।
→ভিক্ষুক আগের মত দেখা যায়না।
চলবে...