Chandina TIMES

Chandina TIMES �সত্য প্রকাশ করাই আমাদের অঙ্গীকার �

Octopus🔥 Tripod With Ball Head-🔥🔥 অক্টোপাস ট্রাইপট আপনি বেস্ট প্রাইজে পাবেন আমাদের শপেই।🔥Order Now 🔥 Now available price...
22/03/2023

Octopus🔥 Tripod With Ball Head-
🔥🔥 অক্টোপাস ট্রাইপট আপনি বেস্ট প্রাইজে পাবেন আমাদের শপেই।
🔥Order Now 🔥 Now available price 🔥

খুব ই পরিচিত একজন রিকশারওয়ালা আমাদের বাড়ীর আশে পাশের বা বাজারের অনেকেই ওনাকে চিনেন, তো ৩/৪ দিন আগে সন্ধায় মাগরিবের নামাজ...
20/11/2022

খুব ই পরিচিত একজন রিকশারওয়ালা আমাদের বাড়ীর আশে পাশের বা বাজারের অনেকেই ওনাকে চিনেন, তো ৩/৪ দিন আগে সন্ধায় মাগরিবের নামাজের পড়ে ওনি আমাদের কোর্ট মসজিদ এর সামনে কাজ করছিলো, তখন রিকশাটা ওনার পাশেই ছিল,কাজের মাঝখানে হঠাৎ ওনার গাড়ী চোর চুরি করে নিয়ে যায় যা তিনি ততক্ষণাত টের পায়নি, আজকে ওনার সাথে কথা বললাম বললো ফ্যামিলির একমাত্র ওনিই কাজ করে আর এই রিকশার টাকায় আল্লাহ ওনার সংসার চালায়, চিন্তা করলাম ওনাকে একটা রিকশা কিনে দেই সবাই কিছু কিছু করে ডোনেশন দিয়ে, ইনশাআল্লাহ আমরা আছি ওনার পাশে সবাই সাহায্যের হাত বাড়িয়ে ওনার সহায়তা করুন।

কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনঃ সর্ব্বোচ্চ ৮৯ ভোট পেয়ে হাতি প্রতীক প্রার্থী মোঃ বজলুর রহমান চান্দিনা উপজেলা থেকে বেসরকারিভ...
17/10/2022

কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনঃ সর্ব্বোচ্চ ৮৯ ভোট পেয়ে হাতি প্রতীক প্রার্থী মোঃ বজলুর রহমান চান্দিনা উপজেলা থেকে বেসরকারিভাবে বিজয়ী।

যেকোনো বিজ্ঞাপন দিতে প্রতিষ্ঠানের নাম সহ ইনবক্স করুন।
22/09/2022

যেকোনো বিজ্ঞাপন দিতে প্রতিষ্ঠানের নাম সহ ইনবক্স করুন।

21/09/2022
20/09/2022

চান্দিনায় গ'লা'য় ফাঁ'স দিয়ে এক তরুণীর আত্মহত্যা || শক্তি দাস

20/09/2022

চান্দিনায় ডিগ্রি ১ম বর্ষে পড়ুয়া এক শিক্ষার্থীর আত্মহত্যা।
⛔ বিস্তারিত কমেন্টে

19/09/2022

চান্দিনায় ৫ বছর শিশু ধর্ষনের অভিযোগে আটক ১৩ বছর এর ধর্ষক ||

অর্ধশত তরুণীকে একই কায়দায় তুলে নিয়েছিল ঢাবি ছাত্রীর অপহরণকারী: ডিবিঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে রাজধানীর কল্যাণপুর ...
05/09/2022

অর্ধশত তরুণীকে একই কায়দায় তুলে নিয়েছিল ঢাবি ছাত্রীর অপহরণকারী: ডিবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে রাজধানীর কল্যাণপুর থেকে পুলিশ পরিচয়ে তুলে নেওয়া সেই অপহরণকারীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

শাকিল আহমেদ রুবেল নামের ২৮ বছর বয়সী ওই যুবকের বিরুদ্ধে আরও অর্ধশতাধিক তরুণীকে অপহরণ করে তাদের জিনিসপত্র ছিনতাই এবং অশালীন আচরণ করার অভিযোগ রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

রুবেলকে সহযোগিতার অভিযোগে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন, মো. আকাশ শেখ (২২), দেলোয়ার হোসেন (৫৫) ও মো. হাবিবুর রহমান (৩৫)। শনিবার রাতে রাজধানী ও আশপাশের এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

রোববার ঢাকার মিন্টো রোডে এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, রুবেলের বিরুদ্ধে বিভিন্ন থানায় ছয়টি মামলার তথ্য তারা পেয়েছেন।

“গত ১০ বছরে দেড় হাজারের মত ছিনতাই করেছে। অর্ধশতাধিক মেয়েকে অপহরণ করে তাদের সঙ্গে অশালীন আচরণ করেছে।"

রুবেলের স্থায়ী ঠিকানা হিসেবে গাজীপুরসহ তিন জায়গার নাম পাওয়া গেছে। কোন ঠিকানা সঠিক, সে বিষয়ে এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ।

হারুন অর রশীদ বলেন, ছিনতাইয়ের জন্য স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের অপহরণ করে অশালীন আচরণ করা ছিল রুবেলের ‘কৌশল’।

অধিকাংশ ক্ষেত্রে অপহরণ ও ছিনতাইয়ের শিকার হওয়ার পর শিক্ষার্থীরা বিষয়টি পুলিশকে জানাতেন না। স্বর্ণালঙ্কার, মোবাইল ও ব্যাগ খোয়া গেলেও অশালীন আচরণ করায় লোকলজ্জার ভয়ে তারা বিষয়টি গোপন করতেন। বরিশালেও এভাবে এক নারী শিক্ষার্থীকে তুলে নিয়েছিল রুবেল।”

গত ২৫ অগাস্ট পুলিশ পরিচয়ে থানায় নেওয়ার কথা বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের ওই ছাত্রীকে রাজধানীর কল্যাণপুর থেকে মোটরসাইকেলে করে তুরাগ থানার দিয়াবাড়ী এলাকায় নিয়ে যান রুবেল। সেখানে ওই তরুণীর স্বর্ণের চেইন এবং কানের দুলসহ ব্যাগ ছিনিয়ে নেন তিনি।

এ ঘটনায় রাজধানীর তুরাগ থানায় মামলা করেন ওই শিক্ষার্থী। সেখানে তিনি বলেন, ছিনতাইকারীর মোটরসাইকেলে ‘পুলিশ’ লেখা স্টিকার ছিল।

হারুন অর রশীদ বলেন, যে মোটরসাইকেলে করে গত ২৫ অগাস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থীকে তুলে নিয়েছিল রুবেল, সেই মোটরসাইকেল গত ১২ অগাস্ট তিনি ছিনতাই করেছিলেন। মোটরসাইকেল ছিনতাই করে বা ভাড়া নিয়ে তিনি এ ধরনের ঘটনা ঘটিয়ে আসছিলেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, গ্রেপ্তার বাকি তিনজন রুবেলকে মোটরসাইকেল ভাড়া দেওয়া বা অন্যভাবে সহযোগিতা করেছিলেন। তবে তারা সরাসরি অপহরণ বা ছিনতাইয়ের সঙ্গে জড়িত নন।

হারুন অর রশীদ বলেন, রুবেল সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রীকে ‘পুলিশ’ হিসেবে পরিচয় দিয়েছিলেন। তার কোমরে তখন পিস্তল ছিল, হাতে ওয়াকিটকি।

“প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে এর আগে পূর্বাচল, গাজীপুর, উত্তরা, চাঁপাইনবাবগঞ্জ, ফরিদপুরসহ বিভিন্ন এলাকায় একইভাবে নারীদের অপহরণ করার কথা স্বীকার করেছে।”

পুলিশ বলছে, ষষ্ঠ শ্রেণি পর্যন্ত পড়ালেখা করা রুবেল ঢাকায় কোনো বাসা ভাড়া নিতেন না। হোটেলে থেকে এসব অপরাধ করে আসছিলেন।একাধিকবার গ্রেপ্তার হয়ে তিনি জেলেও গেছেন।

পুলিশের লোগো সম্বলিত স্টিকার রুবেল কোথায় পেলেন, তা তদন্ত করা হচ্ছে বলে জানান অতিরিক্ত কমিশনার। রাস্তায় কেউ মোটসাইকেলে করে এসে পুলিশ পরিচয় দিয়ে ধরে নিতে চাইলে ‘সতর্ক হওয়ার’ জন্য শিক্ষার্থী ও অভিভাবকদের পরামর্শ দেন তিনি।

হারুন অর রশীদ বলেন, “পুলিশ এভাবে ধরে নেয় না। তাকে চ্যালেঞ্জ করতে হবে। প্রয়োজন হলে আশপাশের লোকজন জড়ো করে বিষয়টা জানাতে হবে।

Address

Cumilla
3510

Telephone

+8801303989621

Website

Alerts

Be the first to know and let us send you an email when Chandina TIMES posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Chandina TIMES:

Share