Jashim Uddin

Jashim Uddin wlcome to my page...
please like my page and share posts...

20/11/2023
নমস্কার।  সবাইকে জানাচ্ছি দীপাবলির শুভেচছা, শুভকামনা আর ভালবাসা।  দীপাবলির দিনে আসুন আমরা দীপাবলির আলো জ্বালিয়ে সমগ্র পৃ...
12/11/2023

নমস্কার। সবাইকে জানাচ্ছি দীপাবলির শুভেচছা, শুভকামনা আর ভালবাসা।
দীপাবলির দিনে আসুন আমরা দীপাবলির আলো জ্বালিয়ে সমগ্র পৃথিবীকে আলোকিত করে তুলি, আমাদের মনের মাঝে যে অন্ধকার রয়েছে, হিংসা-বিদ্বেষ রয়েছে তাকে দূরিভূত করার জন্য।
দীপাবলির আলোর মধ্যদিয়ে ভালোবাসার আলোতে আলোকিত করি সমগ্র বিশ্বকে, বিশ্ববাসীকে। আমরা নিজেদের মানুষ বলে জানি, কিন্তু আমরা শুধুমাত্র এক বিন্দু আলোর কনা, যাকে ছোঁয়া যায় না, ধরা যায় না, দেখা যায় না, তাকে আমরা আত্মা বলে মানি। এই আলোর কনাটি নিভে গেলে আমরাও নিভে যাই, শেষ হয়ে যায় আমাদের সংক্ষিপ্ত যাত্রা এই উজ্জ্বল পৃথিবীতে। তাই এই দীপাবলির দিনে জ্ঞানের আলোতে সেই ক্ষুদ্র আলোর কনাটিকে প্রজ্জ্বলিত করে ছড়িয়ে দেই এই সুন্দর পৃথিবীতে। ভুলে যাই সকল যুদ্ধ বিগ্রহ, ঝগড়া বিবাদ, যাত পাত, ভুলে যাই সকল ধর্মের বিভেদ। সবাই আমরা সমান, সকলেই আমরা একটা ক্ষুদ্র আলোর কনা, সকলের একটাই উদ্দেশ্য, একটাই ধর্ম, একটাই পথ, একটাই গন্তব্য। সকলের হৃদয়ে আনন্দ রুপি জ্ঞানের আলো জ্বালাতে চাই, আনন্দ আলো ছড়িয়ে দিতে চাই, আর এই আনন্দ আলোতেই মিলে যেতে চাই।
এই দীপাবলিতে এই আমাদের আশা হোক, এই আমাদের প্রার্থনা হোক, এই আমাদের প্রত্যাশা এবং প্রত্যয় হোক।

ইমামদের প্রতি তৃণমূলে শান্তি বজায় রাখার আহ্বান প্রধানমন্ত্রীর---প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলামকে শান্তি, সৌহার্দ্য ও মান...
30/10/2023

ইমামদের প্রতি তৃণমূলে
শান্তি বজায় রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
---
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলামকে শান্তি, সৌহার্দ্য ও মানবতার ধর্ম আখ্যায়িত করে ইমামদের প্রতি তৃণমূলে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন, যাতে সবাই স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করতে পারে।
তিনি বলেন, ‘ আমাদের দেশে কোনো নিরপরাধ ব্যক্তিকে হত্যা বা নির্যাতন না করার জন্য আপনাদের (ইমাম-মুয়াজ্জিন,আলেম, ওলামা) সহযোগিতা চাই। আপনাদেরকে তৃণমূলে শান্তি বজায় রাখার জন্য কাজ করতে হবে যাতে আমরা দেশের আরও উন্নয়ন করতে পারি।’
শেখ হাসিনা আজ অপরাহ্নে ‘জাতীয় ইমাম সম্মেলন ও পুরস্কার বিতরণ-২০২৩’ অনুষ্ঠানে প্রধান অতিথি’র ভাষণে একথা বলেন।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে ধর্ম মন্ত্রণালয় এই অনুষ্ঠানের আয়োজন করে।
প্রধানমন্ত্রী একই অনুষ্ঠানে সারাদেশে ষষ্ঠ দফায় নবনির্মিত আরও ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেন।
নিজেদের ধর্ম পালনের পাশাপাশি দেশে বসবাসকারি অন্য ধর্মাবলম্বী যারা রয়েছেন তারা যেন সঠিকভাবে নিজ নিজ ধর্ম কর্ম করতে পারেন তা নিশ্চিত করারও আহবান জানান সরকার প্রধান।
সরকার প্রধান কোরআন ও সুন্নাহ’র আলোকে বলেন, ‘যার যার ধর্ম সে পালন করবে এই বিষয়টা আমরা নিশ্চিত করতে চাই। অন্যের ওপর কোন অন্যায়-অবিচার বা সন্ত্রাস-জঙ্গিবাদ যেন সৃষ্টি না হতে পারে। কারণ, ইসলাম শান্তি সম্প্রীতি ও মানবতার ধর্ম।’
প্রধানমন্ত্রী বলেন, শান্তির ধর্ম ইসলামের মর্মবাণী একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত পৌঁছে দিতে হবে। তাহলেই আমাদের দেশ অর্থনৈতিক উন্নয়নের পথে এগিয়ে যেতে পারবে বলে আমি বিশ^াস করি।
তিনি বলেন, আমাদের সকল মসজিদের ইমাম-মুয়াজ্জিন এবং ওলামায়ে কেরামদের অনুরোধ করবো-ইসলাম শান্তির ধর্ম, সহনশীলতার ধর্ম। যা আমাদের নবী করিম হযরত মুহাম্মদ (সা:) শিখিয়েছেন। তাঁর যে বিদায় হজের বাণী সেই বাণীই আমরা অনুসরণ করি।
সরকার প্রধান বলেন, কাজেই সেদিকে লক্ষ্য রেখে আমাদের দেশের কোন ছেলে-মেয়ে যেন জঙ্গিবাদ, সন্ত্রাস এবং মাদকের সঙ্গে সম্পৃক্ত হতে না পারে সেজন্য আপনারা যথাযথ শিক্ষা দেবেন এবং সঠিক ব্যবস্থা নেবেন। মুষ্টিমেয় লোকের জন্য আমাদের প্রকৃত যে ধর্ম, শান্তির ধর্ম, বিশে^র সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম যেন প্রশ্নবিদ্ধ না হয়। সেদিকে দৃষ্টি দেওয়ার জন্যই আপনাদের সকলকে অনুরোধ জানাচ্ছি।
শেখ হাসিনা বলেন, আমরা চাই আমাদের মানুষ শান্তিতে বসবাস করুক। এদেশকে আমরা আরো সমৃদ্ধ ও উন্নত করতে চাই।
প্রধানমন্ত্রী জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ ইমাম এবং আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
মসজিদ-ই-নববীর ইমাম শেখ ড.আবদুল্লাহ বিন আব্দুর রহমান আল-বুয়াইজান অনুষ্ঠানে বিশেষ অতিথি’র বক্তৃতা করেন।
ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন তরিকত ফাউন্ডেশনের সভাপতি সৈয়দ নজিবুল বশর মাইজভা-ারী, মাওলানা ড. মোহাম্মদ কফিল উদ্দিন সরকার সালেহী ও মাওলানা এহসানুল হক আল মোজাদ্দেদী।
স্বাগত বক্তব্য রাখেন ধর্ম সচিব মো. এ হামিদ জমাদ্দার।
প্রধানমন্ত্রী অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে পাবনা জেলার সাঁথিয়া উপজেলা মডেল মসজিদ এবং কুড়িগ্রাম জেলার রৌমারি উপজেলা মডেল মসজিদের ইমাম-মুসল্লি ও বিশিষ্ট নাগরিকবৃন্দের সঙ্গে মত বিনিময় করেন।
কভিড-১৯ দেখা দেওয়ার পর তাঁর সরকার ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে সারাদেশে ইমাম-মুয়াজ্জিনদের জন্য আর্থিক অনুদানের ব্যবস্থা করে দেয় উলেখ করে সরকার প্রধান বলেন, সারাদেশের দরিদ্র মানুষসহ সমস্ত শ্রেনী পেশার জনগণকে আর্থিক সহায়তা ও প্রণোদনা দেওয়ার পদক্ষেপ গ্রহণ করেছে।
সৌদি বদশাহ’র সহযোগিতায় হজ ব্যবস্থার উন্নয়নে হজ ক্যাম্প স্থাপন ও ইমিগ্রেশন ব্যবস্থার উন্নয়নসহ তাঁর সরকারের বিভিন্ন উন্নয়মমূলক পদক্ষেপের উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
এছাড়া তাঁর সরকার দেশে একটি আরবি ইসলামিক বিশ^বিদ্যালয় প্রতিষ্ঠা করেছে। যেখানে সৌদি বাদশাহ’র অনুদানে আরবি ভাষা শিক্ষারও একটি ইনষ্টিটিউট গড়ে উঠবে। কওমী মাদ্রাসার দাওরায়ে হাদীসকে মাষ্টার্স ডিগ্রির সমমর্যাদা প্রদান, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সংস্কার ও আধুনিকায়ন, ৩৫ হাজার মসজিদ ভিত্তিক পাঠাগার নির্মাণ, অর্থ ও বাংলা তরজমাসহ পবিত্র কোরআন শরিফের ডিজিটাল ভার্ষণ তৈরি, জাকাত তহবিল ব্যবস্থাপনা আইন-২০২৩ প্রণয়ন, সীড মানি দিয়ে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট প্রতিষ্ঠা করেছে। বিত্তবানরাও এখানে সহায়তা দিতে পারেন।
দেশের ভূমিহীন গৃহহীন প্রত্যেক বিনা পয়সায় ঘর দেওয়া এবং জীবন-জীবিকার ব্যবস্থা তাঁর সরকার করে দিচ্ছে উল্লেখ করে বাবা-মা-ভাই সব হারিয়ে একজন এতিম হিসেবে নিজের ও পরিবার এবং দেশকে সফলভাবে এগিয়ে নেওয়ার জন্য সকলের দোয়া চান প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে তিনি ফিলিস্তিনি জনগণের ওপর ইসরায়েলি আগ্রাসনের আবারো নিন্দা জানিয়ে বলেন, ইসরায়েল কতৃর্ক আমাদের ফিলিস্তিনি ভাইদের ওপর যে আক্রমণ এবং নির্বিচারে ছোট্ট শিশু ও নারী হত্যা করা হচ্ছে আমরা এটা কখনো চাইনা। বাংলাদেশের পক্ষ থেকে সাধ্যমত ফিলিস্তিনের নারী-শিশু ও সাধারণ জনগণের জন্য ওষুধ ও শুকনো খাবার পাঠানো হয়েছে।
ইউক্রেন-রাশিয়া যুদ্ধ ও মানবতার ভয়াবহ বিপর্যয় ডেকে এনেছে ইঙ্গিত করে তিনি বলেন, আমরা চাই সকলে শান্তিতে বসবাস করুক। তাঁর সাম্প্রতিক বেলজিয়াম সফরেও তিনি বিভিন্ন সরকার ও রাষ্ট্র প্রধানের কাছে যুদ্ধ থামানোর আহবান জানিয়েছেন বলেও জানান।
প্রধানমন্ত্রী দেশের প্রতি ইঞ্চি জমি কাজে লাগানোর মাধ্যমে দেশের সার্বিক উৎপাদন বাড়ানোয় তাঁর আহবান পুনর্ব্যক্ত করে বলেন, যার যেটুকু জমি আছে তাতে ফসল ফলাতে হবে। খাদ্য উৎপাদন বাড়াতে হবে। কারণ, আমরা কারো কাছে হাত পেতে চলবো না। জাতির পিতা যে বলেছিলেন ‘তাঁর মাটি আছে, মানুষ আছে, তা দিয়েই তিনি দেশকে গড়ে তুলবেন,’ সেভাবেই আমরা দেশকে গড়ে তুলবো। কোনভাবেই আমাদের দেশের মানুষ যেন খাদ্যের জন্য কষ্ট না পায়। তাঁর সরকারের এক কোটি মানুষকে বিশেষ খাদ্য সহায়তা কার্ড প্রদানেরও উল্লেখ করেন তিনি।
সরকার প্রধান আবারো সকলের দোয়া চেয়ে বলেন, আপনারা দোয়া করবেন যেন দেশের মানুষের সেবা করে যেতে পারি। আর বাংলাদেশ আজ যে উন্নযনের পথে এগিয়ে যাচ্ছে সেই উন্নয়ন যেন অব্যাহত থাকে। ভবিষ্যতে এই বাংলাদেশকে যেন ‘স্মার্ট বাংলাদেশ’ হিসেবে গড়ে তুলতে পারি।
---

রুপগঞ্জ, নারায়ণগঞ্জ, ৩০ অক্টোবর, ২০২৩ (বাসস): প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলামকে শান্তি, সৌহার্দ্য ও মানবতার ধর্ম আখ.....

প্রখ্যাত জলবায়ু বিজ্ঞানী ড. সালিমুল হকের মৃত্যুতে আমি শোকাহত (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।জলবায়ু পরিবর্তন মো...
29/10/2023

প্রখ্যাত জলবায়ু বিজ্ঞানী ড. সালিমুল হকের মৃত্যুতে আমি শোকাহত (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কৃতিত্বের জন্য আমরা তাঁর অবদানে চিরঋণী হয়ে থাকব। ড. সালিমুল হক জলবায়ু সম্মেলনগুলোয় সকল নিম্ন আয়ের দেশগুলোর ন্যায্য অধিকার আদায়ে জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন ও পলিসি বিষয়ে তাঁর অবদান এবং অর্জন জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবে। গতবছর কপ-২৭ এ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় নিম্ন আয়ের দেশগুলোর জন্য "লস অ্যান্ড ড্যামেজ তহবিল" গঠনে তার অবদান অসামান্য।

দেশের এই সূর্যসন্তানের মহাপ্রয়াণে আমি তার আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

সরকার পতনের ভয় বাংলাদেশ আওয়ামী লীগ কে দেখিয়ে লাভ নেই, চট্টগ্রামে ঐতিহাসিক জনসভায় বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশ...
29/10/2023

সরকার পতনের ভয় বাংলাদেশ আওয়ামী লীগ কে
দেখিয়ে লাভ নেই, চট্টগ্রামে ঐতিহাসিক জনসভায় বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা........

24/10/2023

জামাতে ইসলাম মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি তাদের দলের কোনো নিবন্ধ নেই তাদের কে কোনো অবস্থাতেই ২৮ তারিখে আন্দোলনে দাঁড়াতে দেওয়া যাবেনা।

24/10/2023

ব্রাসেলস পৌঁছেছেন প্রধানমন্ত্রী,

বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অনুষ্ঠেয় ‘গ্লোবাল গেটওয়ে ফোরামে - ২০২৩’ যোগ দিতে মঙ্গলবার (২৪ অক্টোবর ২০২৩) রাতে ব্রাসেলস আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছান। বেলজিয়ামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানান।

*অভিনন্দন*অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, নবনিযুক্ত উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়।
15/10/2023

*অভিনন্দন*
অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল,
নবনিযুক্ত উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়।

Address

Cumilla
19MAHANAGARCOMILLARAJAPARA3500

Telephone

+8801711314910

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jashim Uddin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jashim Uddin:

Share