Gazi Abdul Kader Masud

Gazi Abdul Kader Masud Senior Digital Marketing Specialist | Growth & Marketing | Brand

18/08/2024

অন্ধ লোকটা দেখতে পারছে না জীবন।
দেখতে পাওয়া লোকটার কাছে জীবন অন্ধকার।

— কাইকর।

25/06/2024

আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা শেষ রাত্তিরে দুনিয়ার একেবারে নিকটবর্তী আসমানে চলে আসেন শুধুমাত্র আপনার করজোড়ে করা ফরিয়াদ শুনবেন বলে।

তিনি রোজ আসেন কিন্তু আপনি জাগেন না...

— আরিফ আজাদ

20/06/2024

কষ্টের পরে স্বস্তি তখনই আসে, যখন সৃষ্টির থেকে আশা ছেড়ে দিবেন।

— ইমাম ইবনে তাইমিয়্যাহ (রহি.)

20/06/2024

প্রতিটি বস্তুর জন্যই আছে বিপদ। জ্ঞানের বিপদ হলো ভুলে যাওয়া। আর ইবাদতের বিপদ হলো অলসতা।

11/06/2024

বান্দা দুনিয়াকে যতটা আপন করে নেয়, আখিরাত তার কাছে ততই অচেনা-অপরিচিত লাগে।

— ইমাম গাযালী (রহ.)

লক্ষ্য ঠিক রেখে কঠোর পরিশ্রম করে যান, আপনার শত্রুও অভিনন্দন জানাতে দৌড়ে আসবে......!!
08/06/2024

লক্ষ্য ঠিক রেখে কঠোর পরিশ্রম করে যান, আপনার শত্রুও অভিনন্দন জানাতে দৌড়ে আসবে......!!

04/06/2024

ভালোবাসা কি? যখন ফজরের সালাত মিস হয়ে গেলে, কষ্টে বুকের বাঁ পাশটা মোচড় দিয়ে উঠে! যখন এশার সালাত না পড়ে আপনি ঘুমাতে পারেন না। তখন বুঝে নিবেন— আপনি প্রেমে পড়েছেন। আপনার রবের প্রেমে।

03/06/2024

আমি বললাম আমার জীবনে খুশি নেই, সুখ নেই! আল্লাহ বলেন, "শীঘ্রই তোমার রব তোমাকে এতো বেশি দিবে যে তুমি খুশি হয়ে যাবে! ❤

~ সূরা দোহাঃ- ৯৩ঃ৪

02/06/2024

"একান্ত নিজস্ব সব অনুভূতি সেই মানুষের জন্য রেখে দিন , যে সত্যিই আপনাকে বুঝতে পারে এমন কি আপনি দূরে থাকলেও আপনাকে অনুভব করতে পারে।”

29/05/2024

অতিরিক্ত চিন্তা করা বন্ধ করুন, একটি গভীর শ্বাস নিন এবং "আলহামদুলিল্লাহ" বলুন। মনে রাখবেন খারাপ সময়ও একটা নিয়ামত, এতে আল্লাহর কাছাকাছি হওয়া যায়!
শুধু ভরসা রাখুন আল্লাহর উপর, শীঘ্রই সব ঠিক হয়ে যাবে।
ইন'শা'আল্লাহ!

19/05/2024

দুনিয়া নিয়ে যে মানুষের আশার মাত্রা যতটুকু, তার কষ্ট পাওয়ার মাত্রাও ততটুকু।

- ইবনুল কাইয়্যিম (রাহিমাহুল্লাহ)

19/05/2024

🌄 আপনি কি জানেন?
সূর্য ডুবার পর কোথায় যায়?

রাসূল (ﷺ) সূর্য অস্ত যাওয়ার সময় আবু যর গিফারী (রাঃ) কে বললেন: তুমি কি জানো সূর্য ডুবার পর কোথায় যায়? আমি বললাম আল্লাহ ও তার রাসূল (ﷺ) তা ভালো জানেন।

তিনি বললেন,
তা যেতে যেতে আরশের নিচে গিয়ে সিজদায় পড়ে যায়। এরপর সে পুনরায় উদিত হওয়ার অনুমতি চায় এবং তাকে অনুমতি দেওয়া হয়। আর অচিরেই এমন দিন আসবে যেদিন সিজদা করবে কবুল হবেনা এবং অনুমতি চাইবে অনুমতি দেওয়া হবেনা। তাকে বলা হবে যে পথে এসেছো সে পথে ফিরে যাও। তখন সে পশ্চিম আকাশে উদিত হবে তখনই ঘনিয়ে আসবে কেয়ামত। তখন থেকে আর দোয়া কবুল হবেনা!
[সহিহ বুখারী, ২৯৭২]

Address

Village: KomarDoga
Cumilla

Alerts

Be the first to know and let us send you an email when Gazi Abdul Kader Masud posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Gazi Abdul Kader Masud:

Share