it’s Sayem

it’s Sayem ●══❥𝄞⋆⃝� স্টাইল অবশ্যই থাকা উচিত..�

●══❥𝄞⋆⃝� তবে সেটা পোশাকে না চরিত্রে.!�

মনোহরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগেশীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণমনোহরগন্জ  প্রতিনিধি।কুমিল্লার মনোহরগঞ্জ প্রেসক্লাবের উদ্যো...
16/01/2024

মনোহরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে
শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

মনোহরগন্জ প্রতিনিধি।
কুমিল্লার মনোহরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে স্থানীয় দুস্থ-অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার রাতে মনোহরগঞ্জ উপজেলার মনোহরগঞ্জ বাজার, পোমগাঁও বাজার, মান্দারগাঁও বাজার, মরহ বাজার, উত্তর হাওলা ইউনিয়নের আতর আলী মার্কেট, নাথেরপেটুয়া পুরান বাজার, নাথেরপেটুয়া রেলওয়ে স্টেশন, খিলা বাজার সহ উপজেলার বিভিন্ন স্থানে দুস্থ-অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন মনোহরগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
মনোহরগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক ও সাবেক সভাপতি মোঃ হুমায়ুন কবির মানিকের সার্বিক তত্ত্বাবধানে শীতবস্ত্র বিতরণকালে জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাষ্টার আব্দুল কাইয়ুম চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম চৌধুরী, উপজেলা যুবলীগের আহবায়ক দেওয়ান জসিম উদ্দিন, মনোহরগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক বেলাল হোসেন, আব্দুল বাকী মিলন, আবুল কালাম আজাদ, সাবেক সাধারণ সম্পাদক অহিদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাষ্টার নুরুন্নবী চৌধুরী সেলিম, সাংগঠনিক সম্পাদক জিএম আহসান উল্লাহ, দপ্তর সম্পাদক মাওলানা মাহবুব আলম, সাংবাদিক আলমগীর হোসেন, বেলায়েত হোসেন, আলমগীর হোসেন, সাইফুল ইসলাম শিমুল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দুস্থ-অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ, ঈদবস্ত্র বিতরণ সহ ঐক্যবদ্ধ ভাবে সামাজিক ও সেবামূলক যে কোনো কর্মকান্ডে অগ্রণী ভূমিকা রাখে মনোহরগঞ্জ প্রেসক্লাবের সদস্যরা। সমাজসেবায় সংবাদকর্মীদের স্বতঃফূর্ত অংশগ্রহণে সন্তুষ্ট মনোহরগঞ্জের নাগরিকরা।

15/12/2023

সৎ সঙ্গ স্বর্গবাস
হোক বা না হোক
অসৎসঙ্গ সর্বনাস
হবেই হবে 🙂

__যিনি রাতের পর সকাল দেন!🖤- তিনি অবশ্যই কষ্টের পর সুখ দিবেন!        _ ইনশাআল্লাহ্..!😊🖤🥀
30/11/2023

__যিনি রাতের পর সকাল দেন!🖤
- তিনি অবশ্যই কষ্টের পর সুখ দিবেন!

_ ইনশাআল্লাহ্..!😊🖤🥀

শুকরিয়া ঐ রবের প্রতি,যিনি ঘুম নামক মৃত্যু থেকে জাগিয়ে আবার সকালদেখায়  "𝐀𝐥𝐡𝐚𝐦𝐝𝐮𝐥𝐢𝐥𝐥𝐚𝐡"
28/11/2023

শুকরিয়া ঐ রবের প্রতি,
যিনি ঘুম নামক মৃত্যু থেকে জাগিয়ে আবার সকাল
দেখায়
"𝐀𝐥𝐡𝐚𝐦𝐝𝐮𝐥𝐢𝐥𝐥𝐚𝐡"

22/11/2023

একা ঘুরে দাঁড়ানোর সাহস রাখুন!
মানুষ জ্ঞান দিবে সঙ্গ নয়…

20/07/2023

প্রশ্নঃ কোন গুনাহ আল্লাহ তা’য়ালা মাফ করবেন না ?

24/03/2023

কখনো কোন নারীর গায়ে হাত তুলবেন না।
মনে রাখবেন নারী এবং প্রকৃতি ব্যতীত কারো জন্ম দেয়ার ক্ষমতা থাকে না।

06/03/2023

লাইফে বিপদ দুঃখ কষ্ট আসবে এটা Part Of Life 😓
আর এগুলো কে সমাধান করে সুন্দরভাবে
বেঁচে থাকা হচ্ছে Art Of Life.... 🙂😇

06/03/2023

অপ্রাপ্তির জায়গাটা দীর্ঘ না হোক। নিঃসঙ্গতা সঙ্গী না হোক উপেক্ষার ছলে......

25/02/2023

✍️- সাধনা ছাড়া যে তোমাকে পেয়ে গেলো.!
- সে কখনো বুঝবে না তুমি কতোটা মূল্যবান!❤️

25/02/2023

_________________মনে যখন কষ্ট থাকে,

তখন কাছের মানুষগুলোও কেমন অদ্ভুত আচরণ করে.!🥲💔

Address

Laksam Cumilla
Cumilla
3623

Alerts

Be the first to know and let us send you an email when it’s Sayem posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to it’s Sayem:

Share