
28/08/2024
📣প্রথমত আগেই আমি বলে নিচ্ছি এখানে আমি কোনো ব্যাক্তিগত বা রাজনৈতিক স্বার্থে কথা বলছি না।
-যারা সামান্য একটা কাগজ দেখে কোনো প্রমান বা সত্যতা যাচাই না করে কারোর জন্ম পরিচয় ঠিক করতে পারে তাহলে তো সামান্য একটা কাগজ দেখিয়ে আপনাকেও বলা হতে পারে আপনার জন্ম পরিচয় ঠিক নয়!! শেখ মুজিবুর রহমান মানুষ হিসেবে কেমন তার সম্পর্কে আমি কোনো মন্তব্য করছি না, কিন্তু একটি মিথ্যাকে সত্যি হিসেবে ধরে নিলে সেই বিষয় মোটেও ভালো কথা নয়, তাহলে তো আপনাকেও যেকোনোদিন এরকম পরিস্থিতির স্বীকার হতে হবে না তা বলা মুশকিল!যারা শেখ মুজিবুরকে বলেছেন যে তার পিতা লুৎফর রহমান নন,তারা কতটা শিওর হয়ে বা কতটা ইতিহাস জেনে একথা বলছেন? আচ্ছা আপনাদের কথাই মানলাম শেখ মুজিবের বাবা চন্ডীদাস, এবং লুৎফর রহমান গৌরীবালা দাস এবং তার সন্তানসহ তাকে বিবাহ করেন, তাহলে প্রশ্ন তো এখানে যে শেখ মুজিবুর আর ছোট ভাই অর্থাৎ লুৎফুর রহমানের দ্বিতীয় সন্তান শেখ আবু নাসের এর সাথে বঙ্গবন্ধুর কোনভাবেই চেহারা মিলের কথা নয় ।তাহলে কি তারা মেলায় হারিয়ে যাওয়া ভাই? নাকি এটা বলা হবে যে শেখ আবু নাসেরও চন্ডিদাস এরই সন্তান? কোন কিছু প্রচার করার আগে ভালোভাবে অনুসন্ধান করে তার প্রচার করুন, তা না হলে একটা মিথ্যা পুরো ব্যাপারটাকে উল্টো করে দিতে পারে, আর এরকম মিথ্যা চলতে থাকলে আমি আপনি যে একদিনে এরকম পরিস্থিতির শিকার হব না তার কি কোন গ্যারান্টি আছে?