Khadiza's Handicraft

Khadiza's Handicraft আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ্
পেইজে ফলো দিয়ে সবাই পাশে থাকবেন ইংশাআল্লাহ❣️

20/12/2024
10/08/2024

Big shout out to my newest top fans! Nur Mohammod Shafi

05/07/2024

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ🖤🥀

02/07/2024

Thanks for being a top engager and making it on to my weekly engagement list! Miftahul Jannat, Nur Mohammod Shafi

আসসালামু আলাইকুম🥀আমার ৩০ জুন থেকে HSC পরীক্ষা শুরু। সবাই আমার জন্য এবং আমার মতো যারা পরীক্ষার্থী তাদের সবার জন্য দোয়া ক...
28/06/2024

আসসালামু আলাইকুম🥀

আমার ৩০ জুন থেকে HSC পরীক্ষা শুরু। সবাই আমার জন্য এবং আমার মতো যারা পরীক্ষার্থী তাদের সবার জন্য দোয়া করবেন।আল্লাহ যেন আমাদের সকলের সহায় থাকেন এবং আমাদের ভালো রেজাল্ট করার তৌফিক দান করেন।
আমিন🤲

এক বৃদ্ধ লোক তার গরুটিকে জবাই করে আস্ত গরুর কাবাব তৈরি করলো। এরপর তার কন্যাকে ডেকে বললো-“আমাদের যত আত্মীয়স্বজন বন্ধুবান...
23/04/2024

এক বৃদ্ধ লোক তার গরুটিকে জবাই করে আস্ত গরুর কাবাব তৈরি করলো। এরপর তার কন্যাকে ডেকে বললো-“আমাদের যত আত্মীয়স্বজন বন্ধুবান্ধব আছেন তাদেরকে দাওয়াত দাও, ডাকো। একসাথে বসে খানাপিনা করি।

কন্যারত্নটি রাস্তায় গিয়ে চিৎকার করে ডাকতে লাগলো-“আমাদের বাড়িতে আগুন লেগেছে! দ্রুত আসুন সবাই। আগুন নিভাতে সহায়তা করুন!”
সবাই এলো না। কেউ কেউ ঝামেলা মনে করলো।
কেউ কেউ দৌড়ে এলো পানির বালতি নিয়ে।

বিকেলে খেতে বসে আশপাশে তাকিয়ে বৃদ্ধ অবাক। কাউকেই তো চেনেন না তিনি। এরা কারা?

কন্যা বাবাকে বললো-”বাবা, যারা আমাদের বাড়িতে আগুন লেগেছে শুনে দৌড়ে এসেছেন সহায়তা করতে তারাই আমাদের আপনজন। আত্মীয় কিংবা বন্ধু তারাই। তাই তাদেরকেই দাওয়াত করেছি।

একটা কথা সবাই মনে রাখবেন-"যারা আপনার বিপদে এগিয়ে আসে না তারা আপনার সাথে এক টেবিলে বসে খাবার যোগ্যতা রাখে না।"
Collected_Post

কেক টা দেখতে কেমন হয়েছে জানাবেন😋

11/03/2024

সবাইকে রমজান মোবারক 🌙
দোয়া করি আল্লাহ্ তায়ালা এই পবিত্র মাসে আমাদের সকলকে ক্ষমা করুক এবং আমাদের মনের সকল ইচ্ছা পূরণ করুক ❤️

একটা ব্যাপার খেয়াল করে দেখবেন, আপনার আশে পাশে অনেক রকম মানুষ আছে। যাদের কাছে আপনি খুবই প্রনফুল্লো হাসি খুশি একজন সুখী ম...
28/02/2024

একটা ব্যাপার খেয়াল করে দেখবেন, আপনার আশে পাশে অনেক রকম মানুষ আছে। যাদের কাছে আপনি খুবই প্রনফুল্লো হাসি খুশি একজন সুখী মানুষ, এইযে আপনার আশে পাশে কারো মন খারাপ কিংবা খারাপ সময় গেলে আপনি নিজেই অস্থির হয়ে পড়েন কি করে মানুষ টারে একটু হ্যাপি করা যায়। আপনি নিজের সকল চিন্তা বাদ দিয়ে শুধু ওই মানুষ টার ব্যাপারেই ভাবেন। আবার দেখা যায় কারো কিছু হলে আপনি নিজ থেকেই আন্দাজ করে ফেলেন বুঝে ফেলেন , কি হয়েছে সব ঠিক আছে কিনা ইত্যাদি।।

তবে আপনার যখন খারাপ সময় যাবে কিংবা ভিসন রকম মন খারাপ হবে কেউ আপনার আশে পাশে থাকবে না। কেউ আপনাকে বুঝতে চাইবে না আপনার মত করে। কেউ আপনাকে একটু খুশি করার জন্য বিন্দু মাত্র চিন্তা করবে না, কেউ আপনকে নিয়ে ভাববে না সবাই সবার মত নিজের জগৎ কিংবা জীবনে ব্যাস্ত হয়েই থাকবে। আপনার খারাপ লাগা টা কেউই উপলব্ধি করতে পারবে না। এই ব্যাপার টা এত্ত বাজে লাগে মানুষ মনে করে আপনার খারাপ সময় আসতেই পারে না আপনি সুখী মানুষ আপনার মন খারাপ হয় না।।

আমার প্রিয় খাবারের মধ্যে একটা😋পাকোড়ার সাথে নুডলস🤤
21/02/2024

আমার প্রিয় খাবারের মধ্যে একটা😋
পাকোড়ার সাথে নুডলস🤤

Address

Cumilla

Telephone

+8801921852107

Website

Alerts

Be the first to know and let us send you an email when Khadiza's Handicraft posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category