19/01/2025
"জাস্ট ফ্রেন্ড" নামে চলছে নতুন যুগের যিনা!
ছেলে-মেয়ে "জাস্ট ফ্রেন্ড" শিরোনামের আড়ালে আজকাল কী হচ্ছে, তা সহজেই বোঝা যাচ্ছে! এ যেন ফিতনার এক নতুন চেহারা, যেখানে বন্ধুত্বের নাম দিয়ে হারামের পথে পা বাড়ানো হচ্ছে। অথচ ইসলামে নারী-পুরুষের সম্পর্কের যে সীমানা নির্ধারণ করে দেওয়া হয়েছে, তা লঙ্ঘন করাই ফিতনার উৎস।
একটা সময় ছিল, যখন পাপ গোপনে করা হতো, কিন্তু এখন তা গর্বের সঙ্গে প্রচার করা হচ্ছে! ইসলাম নিষিদ্ধ করেছে নারী-পুরুষের অবাধ মেলামেশা, কারণ এটি যিনা ও ব্যভিচারের দিকে নিয়ে যায়। আজ 'জাস্টফ্রেন্ড' নাম দিয়ে সেই হারামকেই সাধারণ করা হচ্ছে, অথচ এই পথেই একজন মুসলিম তার ঈমান ধ্বংস করছে।
এই তথাকথিত বন্ধুত্বের আড়ালে যা চলছে, তা যিনা এবং হারামের এক নতুন রূপ। যারা নিজেদের ঈমান নিয়ে খেলছে, তারা কি জানে, এই পাপ তাদের জাহান্নামে নিয়ে যাবে? সমাজ যদি একে মেনে নেয়, তবে সেই সমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে। জাগ্রত হও, আল্লাহকে ভয় করো এবং হারাম থেকে দূরে থাকো।
সচেতনতা এবং ইসলামের শিক্ষাকে গুরুত্ব দেওয়া প্রয়োজন। নিজের ঈমান বাঁচানো এবং সমাজকে ফিতনা থেকে রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। আল্লাহ আমাদের সঠিক পথ দেখান।