
28/06/2023
ঘোলপাশা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদকে অব্যাহতি
চৌদ্দগ্রাম প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিবকে অব্যাহতি দেয়া হয়েছে।
মঙ্গলবার(২৭জুন) উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক জি এম জাহিদ হোসেন টিপু ও সদস্য সচিব নাঈমুর রহমান মজুমদার মাসুম যৌথ সাক্ষরে প্রেস বিজ্ঞপ্তিতে অব্যাহতি দেয়া হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে অব্যাহতি বিষয় জানানো হয়:দায়িত্ব প্রাপ্তির পর থেকে আপনাকে ইউনিয়ন ও থানা সাংগঠনিক কোন কাজে পাওয়া যায় নাই । বারবার তাগিদ দেওয়ার পর ও আপনি সংগঠনের কোন কাজে অংশগ্রহন না করে সংগঠনের শৃংখলা বিরোধী কর্মকান্ডে জড়িত আছেন। মাঝে মধ্যে আপনাকে স্বাধীনতা বিরোধী রাজনৈতিক দল জামাত শিবির ও বিএনপি সাথে যোগাযোগ বা চলাফেরা করতে দেখা যায়। এমতাবস্থায় আগামী জাতীয় সংসদ নির্বাচন ও বিরোধী রাজনৈতিক দলকে মোকাবেলা করতে সংগঠনকে শাক্তিশালী করার লক্ষে আপনাকে ঘোলপাশা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক পদ থেকে অব্যাহতি দেওয়া হলো।