14/06/2022
#সচেতনতামূলক_পোস্ট:
সম্মানিত কৈলাইন, তুলপাই, কুটিয়া ও হোসেনপুরবাসী।
আপনারা সবাই অবগত আছেন যে চট্টগ্রাম টু ঢাকা প্রতি ৫০০-৬০০ ফুট দূরত্ব বৈদ্যুতিক টাওয়ার বসানো হয়েছে।
এরই ধারাবাহিকতায় কৈলাইন, তুলপাই, কুটিয়া ও হোসেনপুর গ্রামের সীমায় অনেকগুলো টাওয়ার বাসানো হয়েছে। প্রত্যেকটা টাওয়ারের উচ্চতা ১৫০-২৫০ ফুট। বৈদ্যুতিক স্থাপনের সুবিধার্থে কতৃপক্ষ টাওয়ারের উপরিভাগে উঠার জন্য দু'পাশে ১ ফুটের ছোট ছোট স্টিলের পাত রেখেছে। যা আসলে সাধারণ মানুষের উপরে উঠার জন্য বানানো হয়নি। এটাতে উঠতে ও নামতে খুবই সতর্কতা অবলম্বন করতে হয় যা আসলে রিস্কি ব্যাপার।
টাওয়ারগুলো হওয়ার পর থেকে দেখছি প্রত্যকদিন বিভিন্ন এলাকার শিশু কিশোরেরা এগুলোতে দল বেধে ওঠা-নামা করে। এবং তারা এগুলোতে উঠতে পারাটাকে সাহসিকতা ও বিলাসিতা মরে করে।
অভিভাবকদের বলছি আপনারা আপনাদের শিশু-কিশোরদের সতর্ক করেন। এগুলোতে উঠতে নিষেধ করেন। যে কোনদিন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। সাহসিকতা সহ-মর্মিতায় পরিনত হওয়ার আগে শিশুদের সাবধান করুন।
✍️ হোসাইন মো: ইকবাল