Md Mohibullah

Md Mohibullah এগিয়ে যাও News & Media Website

12/06/2025

চাঁদপুর-১ কচুয়া আসনে আজ সকালে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মুহাদ্দিস আবু নছর আশরাফীর ওপর সন্ত্রাসী হামলা হয়েছে।

এ ঘটনার নিন্দা জানাচ্ছি। হামলার সাথে জড়িত সন্ত্রাসীরা যে দলেরই হোক তাদেরকে পাকড়াও করে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে৷

এই নোটের বিষয়ে আপনার মতামত কি?
05/06/2025

এই নোটের বিষয়ে আপনার মতামত কি?

আপনি যদি গরীব হয়ে জন্ম নেন তাহলে এটা আপনার দোষ নয়, কিন্তু যদি গরীব থেকেই মারা যান তবে সেটা আপনার দোষ। ”               ...
05/06/2025

আপনি যদি গরীব হয়ে জন্ম নেন তাহলে এটা আপনার দোষ নয়, কিন্তু যদি গরীব থেকেই মারা যান তবে সেটা আপনার দোষ। ” . বিল গেটস

05/06/2025

বরকতুল্লাহ বুলু কোন ধর্মের লোক এইটার প্রমাণ দিতে হবে?
যেহেতু সুরটা ভারতের কাজেই কি দেখে প্রমাণ হবে আপনারা বুঝে নেন! 😆😆

05/06/2025

নির্বাচিত চোর অপেক্ষা অনির্বাচিত সৎ মানুষ দেশের জন্য কল্যাণ.... আপনি কি মনে করেন?

23/04/2025
06/04/2025

কোনো ভাবেই কি ইসরা/য়েল কে পৃথিবী থেকে মুছে দেওয়া যায় না।😭😭

05/04/2025

আপনার প্রতি শেখ হাসিনার অসম্মানজনক আচরণ দেখেছি: ড. ইউনূসকে বলেন মোদী

10/02/2025

ক্ষমতায় থাকা ফ্যাসিস্ট = ক্ষমতালোভী ফ্যাসিস্ট

বাংলাদেশ কখনই ফ্যাসিস্টমুক্ত নয়।

19/11/2024

মাহফুজ একদম স্পষ্ট বলেছিলেন, আগামী নির্বাচনে যাতে আওয়ামীলীগ অংশ নিতে না পারে, এইজন্য সরকার সম্ভাব্য সবকিছুই করবে।
নাহিদ বলেছিলেন, মুজিবকে আমি জাতির পিতা মানি না।
আসিফ বলেছিলেন, মুজিববাদ মানেই ফ্যা'সি'বা'দ।
ইউনূস বলেছিলেন, আওয়ামীলীগ আর ফ্যা'সি'বা'দের কোন জায়গা বাংলাদেশে নাই।

আর গতকাল বিএনপি যাইয়া বলে আসছে, আওয়ামীলীগসহ সব দলকেই তারা ইলেকশনে চায়।
ডক্টর ইউনূসও বলে দিয়েছেন, বিএনপি যেহেতু চাইতেসে, সো আওয়ামীলীগ সহই ইলেকশন হবে।
আর আজ আওয়ামীলীগ নেতা কামরুল কোর্টে হুমকি দিয়ে বলেছে, এই দিন দিন না। আরো দিন আছে।

বিএনপি ১৯৭৯ সালেও আওয়ামীলীগ পুনর্বাসন করেছিলো। সেইটার ফলাফল জিয়াউর রহমান নিজের জীবন দিয়ে দিয়েছিলেন।
আর বাংলাদেশের মানুষকে হারাতে হয়েছিলো স্বাধীনতা। সেনাবাহিনীকে হারাতে হয়েছিলো ৫৭ জন সেনা অফিসার।
আবারও বিএনপি আওয়ামীলীগের পুনর্বাসন চাইলো।

ঐ দিনই কামরুল হুমকি দিলেন, এই দিন দিন না। আরো দিন আছে....
জানি নি, এবারের আওয়ামীলীগ পুনর্বাসন আমাদের আরো কোনদিন দেখাবে ভবিষ্যতে।

শুধু ইতিহাসে লেখা থাকবে, দুই দুইবার বাংলাদেশ সুযোগ পেয়েছিলো আওয়ামীলীগ নামের এই অ'ভি'শা'প থেকে মুক্ত হওয়ার। বাট বিএনপির কারণে এই অ'ভি'শা'প থেকে বাংলাদেশের আর মুক্ত হওয়া হয়নাই।

ইতিহাস যেমন আওয়ামীলীগের নৃ'শং'স'তা মনে রাখবে, তেমনি আওয়ামীলীগের এতো নৃ'শং'স'তার পরেও কারা আওয়ামীলীগকে বারবার নৃ'শং'স হওয়ার সুযোগ করে দিয়েছিলো, সেটাও ইতিহাস মনে রাখবে নিশ্চয়ই!!

একটু দোয়া কইরেন ডিমটা যেনো দেশি মুরগীর দেওয়া হয়...
19/11/2024

একটু দোয়া কইরেন ডিমটা যেনো দেশি মুরগীর দেওয়া হয়...

Address

Cumilla

Alerts

Be the first to know and let us send you an email when Md Mohibullah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md Mohibullah:

Share