Adv Solayman Nasir & Associates 01711354308

Adv Solayman Nasir & Associates 01711354308 আইনি পরামর্শ ও সেবা Dedicated to Legal Consult & Service

27/05/2025
26/04/2025

২৫ এপ্রিল বিশ্ব ডিএনএ দিবস। ডিএনএ প্রযুক্তির ব্যবহার:
নারীর ন্যায়বিচার প্রাপ্তি ও
নিরাপত্তার নতুন দিগন্ত।
ডিএনএ ল্যাবরেটরী ব্যবস্থাপনা অধিদপ্তর, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়

26/04/2025

Congratulations
All BAR MCQ Passed Examinee 2025

25/04/2025
25/04/2025

Best Wishes to all BAR MCQ Examinee 2025. Exam will be held Today 25-04-2025 # 3-4pm.

23/04/2025

"পাপ"
কবি কাজী নজরুল ইসলাম
সংক্ষিপ্ত

সাম্যের গান গাই
যত পাপী তাপী সব মোর বোন
সব হয় মোর ভাই।

এ পাপ-মুলুকে পাপ করেনি করেনিক’কে আছে পুরুষ-নারী?
আমরা ত ছার;পাপে পঙ্কিল পাপীদের কাণ্ডারী!

তেত্রিশ কোটি দেবতার পাপে স্বর্গ সে টলমল
দেবতার পাপ-পথ দিয়া পশে স্বর্গে অসুর দল!
আদম হইতে শুরু ক’রে এই নজরুল তক্ সবে
কম-বেশী ক’রে পাপের ছুরিতে পুণ্য করেছে জবেহ্।

বিশ্ব পাপস্থান
অর্ধেক এর ভগবান,আর অর্ধেক শয়তান

থর্মান্ধরা শোনো,
অন্যের পাপ গনিবার আগে নিজেদের পাপ গোনো!
পাপের পঙ্কে পুণ্য-পদ্ম,ফুলে ফুলে হেথা পাপ!
সুন্দর এই ধরা-ভরা শুধু বঞ্চনা অভিশাপ।

এদের এড়াতে না পারিয়া যত
অবতার আদি কেহ
পুণ্যে দিলেন আত্মা ও প্রাণ
পাপেরে দিলেন দেহ।

বন্ধু,কহিনি মিছে,
ব্রহ্মা বিষ্ণু শিব হ’তে ধ’রে ক্রমে নেমে এস নীচে

মানুষের কথা ছেড়ে দাও,
যত ধ্যানী মুনি ঋষি যোগী
আত্মা তাঁদের ত্যাগী তপস্বী,
দেহ তাঁহাদের ভোগী!

এ-দুনিয়া পাপশালা,
ধর্ম-গাধার পৃষ্ঠে এখানে শূণ্য-ছালা!

হেথা সবে সম পাপী,
আপন পাপের বাট্খারা দিয়ে অন্যের পাপ মাপি!

জবাবদিহির কেন এত ঘটা যদি দেবতাই হও,
টুপি প’রে টিকি রেখে সদা বল যেন তুমি পাপী নও।

পাপী নও যদি কেন এ ভড়ং
ট্রেডমার্কার ধুম?
পুলিশী পোশাক পরিয়া হ’য়েছ
পাপের আসামী গুম।

বন্ধু,একটা মজার গল্প শোনো
একদা অপাপ ফেরেশতা সব
স্বর্গ-সভায় কোনো

এই আলোচনা করিতে আছিল
বিধির নিয়মে দুষি,
দিন রাত নাই এত পূজা করি,
এত ক’রে তাঁরে তুষি,

তবু তিনি যেন খুশি নন্-তাঁর যত স্নেহ দয়া ঝরে
পাপ-আসক্ত কাদা ও মাটির মানুষ জাতির’ পরে!

শুনিলেন সব অন্তর্যামী,হাসিয়া সবারে ক’ন,-
মলিন ধুলার সন-ান ওরা বড় দুর্বল মন

ফুলে ফুলে সেথা ভুলের বেদনা-নয়নে
অধরে শাপ,
চন্দনে সেথা কামনার জ্বালা
চাঁদে চুম্বন-তাপ!

সেথা কামিনীর নয়নে কাজল
শ্রেনীতে চন্দ্রহার,
চরণে লাক্ষা,ঠোটে তাম্বুল,
দেখে ম’রে আছে মার

প্রহরী সেখানে চোখা চোখ নিয়ে সুন্দর শয়তান,
বুকে বুকে সেথা বাঁকা ফুল-ধনু,চোখে চোখে ফুল-বাণ।

দেবদুত সব বলে,
’প্রভু,মোরা দেখিব কেমন ধরা,
কেমনে সেখানে ফুল ফোটে যার শিয়রে মৃত্যু-জরা!

কহিলেন বিভু-
’তোমাদের মাঝে শ্রেষ্ঠ যে দুইজন
যাক্ পৃথিবীতে,
দেখুক কি ঘোর ধরণীর প্রলোভন!

’হারুত’ ’মারুত’ফেরেশতাদের
গৌরব রবি-শশী
ধরার ধুলার অংশী হইল মানবের গৃহে পশি

"কায়ায়,কায়ায় মায়া বুলে হেথা
ছায়ায় ছায়ায় ফাঁদ
কমল-দীঘিতে সাতশ’হয়েছে
এই আকাশ কালো রাত।

20/04/2025

Welcome

Address

Azaz Mension (1st Floor) Chowara Bazar
Cumilla
3500

Opening Hours

Monday 09:00 - 21:00
Tuesday 09:00 - 21:00
Wednesday 09:00 - 21:00
Thursday 09:00 - 21:00
Friday 09:00 - 21:00
Saturday 09:00 - 21:00
Sunday 09:00 - 21:00

Alerts

Be the first to know and let us send you an email when Adv Solayman Nasir & Associates 01711354308 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share