Homna Tv

Homna Tv স্বাগতম Homna TV পেইজে! সকল প্রকার আপডেট নিউজ পেতে লাইক দিয়ে সাথেই থাকুন....... Homna TV is leading Facebook base online news portal in Bangladesh. Stay with us.

Bangladesh largest news publisher by reach & volume, Bangla/English, Internet only a global first Homna TV.

তালায় আদালতের নির্দেশ অমান্য করে জাতপুর গ্রামের আমজাদ হোসেন বিশ্বাস গংদের বিরুদ্ধে লক্ষাধিক টাকার গাছ বিক্রির অভিযোগ উঠে...
08/10/2025

তালায় আদালতের নির্দেশ অমান্য করে জাতপুর গ্রামের আমজাদ হোসেন বিশ্বাস গংদের বিরুদ্ধে লক্ষাধিক টাকার গাছ বিক্রির অভিযোগ উঠেছে। টানা ২/৩ ধরে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের সুকদেবপুর গ্রামে উক্ত ঘটনা ঘটে। তালা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাছ কর্তন বন্ধ করে দিলেও পুলিশ চলে যাবার সাথে সাথে আবারও গাছগুলো কেটে বিক্রি করা অব্যাহত রেখেছে বলে জানা গেছে। - প্রতিনিধি, তালা

ভুক্তভোগিদের পক্ষে লক্ষণপুর গ্রামের মৃত আফাজ উদ্দিন শেখের পুত্র সাবেক ইউপি সদস্য আব্দুর রহমান শেখ জানান, তালা থানাধীন সুকদেবপুর মৌজার এস এ ৩২ খতিয়ানে ২০৩, ২০৪ ও ২০৫ দাগে ১.১৯ একরের আট আনা অংশে ৬০ শতকের মালিক মাদার। মাদারের ওয়ারিশ মো. তয়েজ উদ্দিন সরদার, মো. ইলাজ উদ্দিন সরদার, নয়েজ উদ্দিন সরদার, খোদা বক্স সরদার ও ফুল মিয়া সরদারদের নিকট থেকে গত ৮/৮/২০০০ ইং তারিখে ৯৫৫৩ নং রেজিষ্ট্রি কোবলা দলিল মুলে ৭৫ শতক জমি খরিদ করা হয়। উক্ত জমি আব্দুর রহমান শেখসহ খরিদ করেন আবুবক্কর মোড়ল, সাহাবুদ্দিন বিশ্বাস, সৈয়দ মিজানুর রহমান ও মোঃ লিয়াকত আলী সরদার। পুনরায় ঐ একই খতিয়ান ও দাগ হতে বাকী আট আনার মধ্যে ফয়েজ উদ্দিনের বোন দাসী বিবির নিকট হতে ২৭/৯/২০০০ তারিখে ৫৭১৮ নং রেজিষ্ট্রি কোবলা দলিল মুলে ১০ এবং আল্লাদি বিবির নিকট থেকে গত ইং ২৫/৯/২০০০ ইং তারিখে ৫৬৮৬ নং রেজিষ্ট্রি কোবলা দলিল মুলে ৪৫ শতক খরিদ করেন আবুবক্কর দিংসহ লুৎফর রহমান ও আইউব আলী। মোট ১.৩০ একরের মধ্যে প্রকৃত মালিক ১.১৫ একর সম্পত্তি ক্রয় সুত্রে মালিকানা অর্জন করত শান্তিপূর্ণভাবে ভোগ দখলীকার আসছি।

তিনি বলেন, ১৯৫৪ সাল হতে ১৯৭১ সাল পর্যন্ত ইসলামকাটি সাবরেজিষ্ট্রি অফিসে সকল দলিলপত্র আগুন লেগে পুড়ে যায়। এই সুযোগে জাতপুর গ্রামের আমজাদ হোসেন বিশ্বাস, তার স্ত্রী হোসনেয়ারা বিশ্বাস, সহোদর শরিফুল ইসলাম বিশ্বাস ও ফারুক বিশ্বাস ঐ সময়ের দলিলের রেফারেন্স দিয়ে পররবর্তীতে দলিল করে নিয়েছে। যে দলিল তারা কখনও দেখাতে পারিনি। এ ছাড়া আমজাদ হোসেন যে সময়ে দলিল করে নিয়েছে সে সময়ে তিনি উত্তরণ সংস্থায় চাকুরী করতেন এবং তফশীল সম্পত্তিতে উত্তরণ সংস্থার চলমান মৎসচাষ প্রকল্প আমজাদ হোসেন দেখাশুনা করতেন। সেকারণে জমির মালিকদের সাথে চেনা জানা থাকায় এবং উক্ত জমির কাগজ পত্র সম্পর্কে ওয়াকিবহাল থাকায় সুযোগ বুঝে অপকৌশলে ভূয়া দলিল করে নিয়েছেন।

সে কারণে উক্ত বিষয় নিয়ে উভয় পক্ষ দেওয়ানী আদালতে একাধিক মামলা করেছে। যার মামলা নং দেও: ১০০/২০১১ এবং ১১৯/২০১১। এছাড়া অভিযুক্ত কারীদ্বয় আমজাদ হোসেনকে দিতীয় পক্ষ করিয়া দখল সম্পর্কীত একটি মামলা করে অতিরিক্তি জেলা ম্যজিষ্ট্রেট আদালত, সাতক্ষীরায়। বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানী অন্তে অভিযুক্তকারীদের দখল আছে এবং দখল বজায় রাখিবার জন্য তালা থানার ওসি কে নির্দেশ প্রদান করে মামলাটি নিস্পত্তি করেন। যার মামলা নং- পিটিশন ৮৭৬/১১। একইভাবে বিভিন্ন সময়ে জমি জবর দখল করার পায়তারা করলে ১ম পক্ষ প্রতিকারের আশায় আরো একাধিক মামলা করেছেন। সর্বশেষ ৫ আগষ্ট আওয়ামী সরকারের পতনের পরদিনই তফশীল জমি জবর দখল করার জন্য উক্ত ২য় পক্ষসহ অজ্ঞাতনামা ১৫/২০ জন অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে জমিতে অনধিকার প্রবেশ করে জোর পুর্বক মেহগনি, লম্বু খৈ ও বাবলাগাছ সহ অন্যান্য গাছ গাছালী কেটে নিয়ে যায় এবং পুকুর হতে মাছ মেরে নিয়ে যায়। সেকারণে আমরা বাদী হয়ে সাতক্ষীরা ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করি যার নং- সি আর ২৬০/২৪ মামলা করি যেটি চলমান রয়েছে।

এদিকে সম্প্রতি উক্ত গাছ বিক্রির পায়তারা চালায় আমজাদ বিশ্বাস গং। এ ঘটনা বুঝতে পেরে ফের আদালতের শরনাপন্ন হন ভুক্তভোগিরা। এরই প্রেক্ষিতে গত ১১ ডিসেম্বর সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালত শান্তিশৃংঙ্খলা বজায় রাখবার জন্য ১৪৫ ধারা জারী করেন। উক্ত নিষেধাজ্ঞা অমান্য করে টানা ২/৩ ধরে তারা ৮ থেকে ১০ লক্ষ টাকার গাছ কেটে বিক্রি করে। তালা থানা পুলিশের হস্তক্ষেপে প্রাথমিকভাবে গাছ কর্তন বন্ধ রাখলেও পুলিশ চলে গেলে ফের গাছ কোট বিক্রি করা অব্যাহত রেখেছে।

এদিকে ঘটনাস্থলে গিয়ে আমজাদ বিশ্বাস গংদের খুঁজে পাওয়া যায়নি। তবে গাছ কাটা শ্রমিকরা জানান, জাতপুর গ্রামের আমজাদ বিশ্বাস ও তার স্ত্রী হোসনেয়ারা বিশ্বাস উক্ত গাছ ব্যাপারীদের কাছে বিক্রি করেছে।

এ বিষয়ে তালা থানার এস আই মো. খলিলুর রহমান আদালত হতে প্রাপ্ত ১৪৫ ধারার কাগজ হাতে পেয়েছেন জানিয়ে বলেন, উক্ত গাছ কর্তন বন্ধ করে দেয়া হয়েছে।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমান বলেন, বিষয়টি খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

| | | | | | | | | | | | | | | | | | | | | | | |

কুমিল্লা -২ আসনের এমপি হতে চায় হোমনার রাজু আহমেদ সরকার। সে জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) মনোনয়ন প্রত্যাশি। রাজু এনসিপির...
08/10/2025

কুমিল্লা -২ আসনের এমপি হতে চায় হোমনার রাজু আহমেদ সরকার। সে জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) মনোনয়ন প্রত্যাশি। রাজু এনসিপির হোমনা উপজেলার প্রধান সমন্বয়ক এবং হোমনা সরকার বাড়ির মো. কদম আলীর ছেলে।

| | | | | | | | | | | | | | | | | | | | | | |

ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলায় সারা বাংলাদেশের নেয় যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে “জাতীয় কন্যাশিশু দি...
08/10/2025

ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলায় সারা বাংলাদেশের নেয় যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে “জাতীয় কন্যাশিশু দিবস-২০২৫”। এ উপলক্ষে বুধবার (৮ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এবারের প্রতিপাদ্য ছিল— “আমি কন্যাশিশু স্বপ্নগড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি।”

আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হরিনাকুন্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা বি এম তারিক-উজ-জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্ষী ফিরোজা খাতুন ।

| | | | | | | | | | | | | | | | | | | | | | |

“এটি এমন একটি নির্বাচন, যার জন্য মানুষ অপেক্ষা করছিল, আমি এই সময় নিজেকে দূরে রাখতে পারব না।” বলে মন্তব্য করেছেন বিএনপি’র...
08/10/2025

“এটি এমন একটি নির্বাচন, যার জন্য মানুষ অপেক্ষা করছিল, আমি এই সময় নিজেকে দূরে রাখতে পারব না।” বলে মন্তব্য করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।..
গত বছর গণ-অভ্যুত্থানের মুখে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে অংশ নিতে দেশে ফিরছেন তারেক রহমান। তিনি প্রায় ২০ বছর নির্বাসনে ছিলেন।

৫৯ বছর বয়সী তারেক রহমান হলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও কার্যত দলটির প্রধান নেতা।

দলটির বিশ্বাস, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া সংসদীয় নির্বাচনে তারা জিততে পারে। সংবাদ ব্রিটিশ গণমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্টের।

বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তারেক রহমান বলেন, সময় এসেছে, ইনশাল্লাহ, আমি শিগগিরই ফিরে আসব। হয়ত কিছু ব্যক্তিগত কারণে এখনও ফিরতে পারিনি। কিন্তু আমার মনে হয়, সময় এসেছে।

তিনি আরো বলেন, এটি এমন একটি নির্বাচন, যার জন্য মানুষ অপেক্ষা করছিল, আমি এই সময় নিজেকে দূরে রাখতে পারব না।

২০২৬ সালের এ নির্বাচনকে দেশটির জন্য অন্যতম ফলপ্রসূ নির্বাচন হিসেবে দেখা হচ্ছে। এটি একটি অন্তর্র্বতী সরকারের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

গত বছর ব্যাপক বিক্ষোভ-আন্দোলনের মুখে ১৫ বছর ক্ষমতায় থাকার পর শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলে এ সরকার গঠন করা হয়।
সেই আন্দোলন ও তৎকালীন সরকারের দমন অভিযানে প্রায় ১ হাজার ৪০০ জন প্রাণ হারায়।

শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পলে ফলে দেশে ক্ষমতার শূন্যতা তৈরি হয়। এ সময় এ শূন্যতা পূরণে দায়িত্ব আসেন শেখ হাসিনার সমালোচক এবং নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্র্বতী সরকার। পরে আওয়ামী লীগকে যেকোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ নিষিদ্ধ করা হয়।

এ ছাড়া শেখ হাসিনার বিরুদ্ধে ঢাকায় তার অনুপস্থিতিতে বিচার শুরু হয়।

তারেক রহমান, যিনি জনপ্রিয়ভাবে তারেক জিয়া নামে পরিচিত, ২০০৮ সাল থেকে লন্ডনে তিনি নির্বাসিত ছিলেন। তার অনুপস্থিতিতে একাধিক মামলায় তাকে দণ্ডিত করা হয়। ২০০৪ সালে শেখ হাসিনার একটি জনসভায় গ্রেনেড হামলায় জড়িত থাকার অভিযোগে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। তারেক রহমান নিজেকে দোষী হিসেবে স্বীকার করেননি।

গত বছর শেখ হাসিনার উৎখাতের পর তার উপর থাকা সব অভিযোগ থেকে তিনি মুক্তি পান।

তারেক রহমানের মা, ৮০ বছর বয়সী খালেদা জিয়া অসুস্থ এবং এখনও নিশ্চিত নয় তিনি নির্বাচনি প্রচারণায় সক্রিয়ভাবে অংশ নেবেন কি না।

তারেক রহমান বলেন, তিনি সুস্থ অবস্থায় জেলে গিয়েছিলেন এবং অসুস্থ অবস্থায় ফিরে এসেছেন, তিনি যথাযথ চিকিৎসার অধিকার থেকে বঞ্চিত ছিলেন। কিন্তুৃযদি তার স্বাস্থ্যের উন্নতি হয়, তিনি অবশ্যই নির্বাচনে কিছু না কিছু ভূমিকা রাখবেন।

সূত্র : দ্য ইন্ডিপেনডেন্ট
জনপ্রিয় সংবাদ

| | | | | | | | | | | | | | | | | | | | | | |

হাতিয়া দ্বীপকে জেলা ঘোষণা এবং নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর ও প্রস্তাবিত হাতিয়া জেলার সমন্বয়ে নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দা...
08/10/2025

হাতিয়া দ্বীপকে জেলা ঘোষণা এবং নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর ও প্রস্তাবিত হাতিয়া জেলার সমন্বয়ে নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবিতে মালদ্বীপস্থ বাংলাদেশ হাইকমিশনকে মাধ্যম করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বরাবর স্মারকলিপি দিয়েছে দেশটিতে কর্মরত নোয়াখালী জেলার প্রবাসী রেমিট্যান্স যোদ্ধারা।

| | | | | | | | | | | | | | | | | | | | | | |

বুয়েট শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদ স্মৃতি স্মরণে রাজধানীর পলাশী গোলচত্বরে আগ্রাসনবিরোধী আট স্তম্ভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গ...
07/10/2025

বুয়েট শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদ স্মৃতি স্মরণে রাজধানীর পলাশী গোলচত্বরে আগ্রাসনবিরোধী আট স্তম্ভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার এই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করা হয়।

আগ্রাসনবিরোধী আটটি স্তম্ভ সার্বভৌমত্ব, গণতন্ত্র, গণপ্রতিরক্ষা, সাম্প্রদায়িক সম্প্রীতি, অর্থনৈতিক স্বনির্ভরতা, দেশীয় শিল্প-কৃষি-নদী-বন-বন্দর রক্ষা, সাংস্কৃতিক স্বাধীনতা ও মানবিক মর্যাদা এই আটটি বিষয়কে নির্দেশ করে।

শহীদ আবরারের স্মৃতি ও আগ্রাসনবিরোধী চেতনাকে সমুজ্জ্বল রাখতে "শহীদ আবরার ফাহাদ স্মৃতি স্মরণে পলাশী গোলচত্বরে আগ্রাসনবিরোধী আট স্তম্ভ নির্মাণ ও পলাশী ইন্টারসেকশন উন্নয়ন" শীর্ষক প্রকল্পের অংশ হিসেবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আগ্রাসন বিরোধী আট স্তম্ভ নির্মাণ কাজ বাস্তবায়ন করেছে।

| | | | | | | | | | | | | | | | | | | | | |

বরগুনায় স্ত্রীকে বিদ্যুৎস্পৃষ্ট করে হত্যার দায়ে স্বামী, সতিন ও মেয়ের জামাতাকে মৃত্যুদণ্ডাদেশ প্রদান করা হয়েছে। একই স...
07/10/2025

বরগুনায় স্ত্রীকে বিদ্যুৎস্পৃষ্ট করে হত্যার দায়ে স্বামী, সতিন ও মেয়ের জামাতাকে মৃত্যুদণ্ডাদেশ প্রদান করা হয়েছে। একই সাথে প্রত্যেককে এক লক্ষ টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে। রায় প্রদানকালে আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

মঙ্গলবার বেলা দুইটার দিকে চাঞ্চল্যকর এ হত্যা মামলার রায় প্রদান করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, জেলা জজ বেগম লায়লাতুল ফেরদৌস।

মৃত্যুদণ্ড প্রাপ্তরা হলেন, জেলার পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মৃত মাজেদ তালুকদারের ছেলে কবির তালুকদার, তার ২য় স্ত্রী এলাচী বেগম ও জামাতা সুজন।

নিহত মহিমা বেগমের ছেলে হেলাল তালুকদার ছিলেন মামলার বাদী এবং প্রধান অভিযুক্ত দণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে একজন।

মামলা সূত্রে জানা গেছে, বাদী হেলাল তালুকদারের মা, ভিকটিম মহিমা বেগমকে তার পিতা, আসামি কবির তালুকদার ৩০ বছর আগে বিবাহ করেন। বৈবাহিক জীবনে বাদীর পিতা যৌতুকের দাবিতে প্রায়ই তার মাকে নির্যাতন করতেন। এছাড়াও তার ছোট বোনের শাশুড়ী, আসামি এলাচী বেগমের সঙ্গে তার অনৈতিক সম্পর্ক ছিল। বাদীর বোন রেখা বেগম তার পিতা ও তার শাশুড়ীর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় এবং এর প্রতিবাদ করায় শাশুড়ী এলাচী বেগম ও জামাতা সুজন তার ওপর নির্যাতন চালানো শুরু করে। তাদের নির্যাতন সইতে না পেরে বোন রেখা বেগম রাগে ও ক্ষোভে আত্মহত্যা করে।

রেখা বেগমের মৃত্যুর ৩ থেকে ৪ বছর পর কবির তালুকদার তার মায়ের অমতে বোনের শাশুড়ী এলাচি বেগমকে ২য় বিয়ে করেন। তাদের বিয়ে না মানায় ভিকটিম মহিমা বেগমকে যৌতুকের জন্য চাপ দিতে থাকে এবং নির্যাতন চালাতে থাকে। এক পর্যায়ে বাদীর মা আত্মহত্যা করার জন্য বিষপান করে। পরবর্তীতে চিকিৎসায় বেঁচে গেলেও আসামিরা ভিকটিম মহিমা বেগমকে হত্যার জন্য পরিকল্পনা করতে থাকে। পরিকল্পনার অংশ হিসেবে ৩নং আসামি প্রস্তাব দেয়, “আমি কারেন্টের মিস্ত্রি। কারেন্টে শক দিয়ে হত্যা করে, কারেন্টের শক খেয়েছে বলে চালিয়ে দেওয়া যাবে।”

| | | | | | | | | | | | | | | | | | | | |

মেঘনা নদীতে নৌযানে চাঁদাবাজি, সংঘর্ষে পুলিশসহ আহত ৫প্রতিনিধি, মেঘনা : কুমিল্লার মেঘনা নদীতে বিভিন্ন নৌযানে চাঁদাবাজির সম...
07/10/2025

মেঘনা নদীতে নৌযানে চাঁদাবাজি, সংঘর্ষে পুলিশসহ আহত ৫

প্রতিনিধি, মেঘনা :

কুমিল্লার মেঘনা নদীতে বিভিন্ন নৌযানে চাঁদাবাজির সময় পুলিশ ও চাঁদাবাজদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিন পুলিশসহ ৫ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় দুই চাঁদাবাজকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ১০টার দিকে মেঘনা উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের নলচর এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, চালিভাঙ্গা নৌপুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মাকসুদ, কনস্টেবল সাইদুল ও কনস্টেবল সোহাগ। বাকিদের নাম জানা যায় নি।

চালিভাঙ্গা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, বুধবার সকালে মেঘনা উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের নলচর এলাকার দক্ষিণ পাশে পাথর ও বালুবোঝাই বোট থেকে চাঁদাবাজরা জোরপূর্বক টাকা আদায় করছিল। খবর পেয়ে নৌপুলিশ অভিযান চালালে চাঁদাবাজরা দেশীয় অস্ত্র নিয়ে পুলিশ সদস্যদের ওপর হামলা চালায়। এতে তিন পুলিশ সদস্য আহত হন। তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের ঢাকায় পাঠান।

এ সময় পুলিশের অভিযান অব্যাহত থাকলে চাঁদাবাজরা নদীতে একটি বাল্কহেডে আশ্রয় নেন। পুলিশ ধাওয়া দিয়ে তাদের মধ্যে দুজনকে আটক করে।

আটককৃতরা হলেন, নলচর গ্রামের বারেক প্রধানের ছেলে রানা (৩৩) ও রুপ মিয়ার ছেলে সাজ্জাদ (৩২)।

চালিভাঙ্গা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ আজমগীর হোসেন বলেন, চাঁদাবাজির অভিযোগে অভিযান চালাতে গেলে চাঁদাবাজরা আমাদের পুলিশ সদস্যদের লক্ষ্য করে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে আমাদের তিনজন আহত হয়েছেন। আমরা দুই চাঁদাবাজকে আটক করেছি । এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।

| | | | | | | | | | | | | | | | | | | | |

খুব দ্রুতই এ আঁধার কেটে যাবে ছাত্রলীগ কোটায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডেপুটি কন্ট্রোলার ফেরদৌসীর ছাত্রলীগের সাবেক নেত্রীর ...
07/10/2025

খুব দ্রুতই এ আঁধার কেটে যাবে ছাত্রলীগ কোটায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডেপুটি কন্ট্রোলার ফেরদৌসীর ছাত্রলীগের সাবেক নেত্রীর আবেগঘন স্ট্যাটাস।

- বিস্তারিত কমেন্টে

| | | | | | | | | | | | | | | | | | | | |

এলাকা এখন সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে, যা প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ। সাংবাদিকদের সহযোগিতায় আমরা সন্ত্রাসীদের মু...
07/10/2025

এলাকা এখন সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে, যা প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ। সাংবাদিকদের সহযোগিতায় আমরা সন্ত্রাসীদের মুখোশ উন্মোচন করব। চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) সাইফুল ইসলাম সানতু।

- বিস্তারিত কমেন্টে

| | | | | | | | | | | | | | | | | | | | |

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার যে প্রক্রিয়ায় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশনের (টিভি) লাইসেন্স দিত, সেই একই প্রক্রিয়ায় নতুন দ...
07/10/2025

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার যে প্রক্রিয়ায় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশনের (টিভি) লাইসেন্স দিত, সেই একই প্রক্রিয়ায় নতুন দুটি টিভির অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। চ্যানেল দুটির নাম ‘নেক্সট টিভি’ ও ‘লাইভ টিভি’।

- বিস্তারিত কমেন্টে

| | | | | | | | | | | | | | | | | | | | |

দল হিসেবে আওয়ামী লীগের বিচার আনুষ্ঠা‌নিকভাবে শুরু হয়েছে জা‌নিয়ে আন্তর্জা‌তিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসি‌টি) চিফ প্রসি‌কি...
07/10/2025

দল হিসেবে আওয়ামী লীগের বিচার আনুষ্ঠা‌নিকভাবে শুরু হয়েছে জা‌নিয়ে আন্তর্জা‌তিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসি‌টি) চিফ প্রসি‌কিউটর তাজুল ইসলাম বলেছেন, প্রয়োজনে আ.লীগের শ‌রিকদেরও বিচারের আওতায় আনা হবে। আন্তর্জা‌তিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে মঙ্গলবার এক ব্রিফিংয়ে তি‌নি এ কথা বলেন।

সাংবা‌দিকদের এক প্রশ্নের জবাবে তাজুল ইসলাম বলেন, এই মুহূর্তে দল হিসেবে আওয়ামী লীগের ব্যাপারেই তদন্ত শুরু হয়েছে। ক্রমান্বয়ে তদন্ত যখন আরো আগাবে তখন য‌দি প্রয়োজন মনে হয় যে, আরো কোনো দলও এর সঙ্গে জ‌ড়িত আছে এবং তাদের ব্যাপারেও তদন্ত হওয়া দরকার; তাহলে আমাদের তদন্ত সংস্থা সেই অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেবে।

এ সময় আইসি‌টি অ্যাক্টে সং‌শোধনী আনা হয়েছে বলেও জানান তি‌নি। এ বিষয়ে চিফ প্রসি‌কিউটর বলেন, আন্তর্জা‌তিক অপরাধ ট্রাইব্যুনাল আইন অ্যাক্ট ১৯৭৩-তে আরো এক‌টি সং‌শোধনী আনা হয়েছে। এই সং‌শোধনীর মূল বক্তব্য হচ্ছে—যেই ব্য‌ক্তির বিরুদ্ধে আনুষ্ঠা‌নিক অভিযোগ দা‌খিল করা হয়, সেই ব্য‌ক্তি কোনো সংসদ নির্বাচনে দাঁড়াতে পারবেন না। স্থানীয় সরকারের যে প্রতিষ্ঠানগু‌লো আছে সেগুলোর মেয়র, চেয়ারম্যান ইত্যা‌দি হতে পারবেন না। একই সঙ্গে এ ধরনের অভিযুক্ত ব্য‌ক্তি কোনো সরকা‌রি অফিসে নিয়োগ পাবেন না।

আইনে এটি একটি নতুন সং‌যোজন উল্লেখ করে তাজুল ইসলাম বলেন, একটা রাষ্ট্র বিপ্লবোত্তর প‌রিবেশে যখন পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছে, তখন রাষ্ট্রের প্রয়োজনে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সরকার এই আইন শুধু নয়, বরং বি‌ভিন্ন আইনের বি‌ভিন্ন ধরনের সং‌শোধনী আনছে রাষ্ট্রকে স‌ঠিক পথে তোলার জন্য। এখন থেকে আইন‌টি প্রযোজ্য হবে বলেও জানান তিনি।

- বিস্তারিত

| | | | | | | | | | | | | | | | | | | |

Address

Homna
Cumilla
3546

Telephone

+8801400650658

Website

http://facebook.com/homnatv.com.bd

Alerts

Be the first to know and let us send you an email when Homna Tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Homna Tv:

Share