20/08/2023
অভিশাপ
পর্ব_৫
চিৎকার করে বলে উঠলো "আমম্মম্মুউঁহ্ আমার আর ব্যাথা সহ্য করতে পারছি না"।চিৎকারে পুরো বাড়ি নড়ে উঠার মতো।পাগলের মতো হন্তদন্ত হয়ে ছুটে আসে তার আম্মু।তার আব্বু অফিসের কাজে ব্যস্ত।ক্যালেন্ডারে দিকে চোখ যেতেই দেখলো লাল মার্ক করা "নিচে লেখা আমার আমার কিউট বাচ্চাটার হওয়ার ডেট"।
মাধবীলতার আম্মু ভয়ে কাপছে, মাথা থেকে ঘাম ঝোড়ছে।১৭ বছর বয়সী একটা মেয়ে এত কম বয়সে বাচ্চা হতে গিয়ে যদি নিজের মেয়েটাকেই হারায়।
ফোন তুলে তারাহুরা করে মাধবীলতার আব্বুর নাম টাইপ করে।কল দিলো রিং হচ্ছে কিন্তু ফোন তুলছে না।
মাধবীলতার আব্বু মিটিংয়ে থাকায় কলটা কেটে দিয়ে আবার মিটিংয়ে মনযোগী হয়ে সবাইকে বুঝাচ্ছে।
কাপা কাপা হাতে ম্যাসেজ করলো "প্লিজ কলটা ধরো, মাধবীলতার খুব গুরুতরো অবস্তা!"
ম্যাসেজ দেখে কিছুটা ভয় ঢুকে গেছে মনের ভেতর।কিছু হলো নাতো মেয়েটার?
এবার কল করতেই ধরলো।
ওপাশ থেকে মাধবীলতারর আম্মু বলল....
-হ্যালো..(মাধবীলতার আম্মু)
-তোমার কণ্ঠ কেমন ভাড়ি ভাড়ি লাগছে কি হয়েছে মাধবীলতার।কোন দূঘটনা ঘটলো নাততো!.. (মাধবীলতা আব্বু)
(রুমাল দিয়ে বার বার কপালের ঘাম মুছতেছে)
-আমি মাধবীলতাকে নিয়ে জিয়া-মেডিকেল নিয়ে যাচ্ছি।ওর শরীরটা খুব খারাপ.. (মাধবীলতার আম্মু)
-জিয়া-মেডিকেল কেন? (মাধবীলতার আব্বু)
(চিন্তা যেন ধীরে ধীরে মাধবীলতার আব্বুর বেরেই যাচ্ছে)
-ফোনে সব বলা সম্ভবনা, তুমি প্লিজ তারাতারি চলে আসো.. (মাধবীলতার আম্মু)
মাধবীলতার আব্বু এসে দেখে তার স্ত্রী একটা ব্রেঞ্চিতে বসে ঝুকে কান্না করছে।পিঠে হাত রাখতেই চমকে উঠলো।
স্ত্রীকে জোরিয়ে ধরে।
চোখের জল মুছে দিয়েবলল....
-সৃষ্টিকর্তা আছে আমার সাথে।তিনি আমাদের মেয়ের কিছুই হতে দেবে না, তার উপর বিশ্বাস রাখো.. (মাধবীলতার আব্বু)
-ভাবছিলাম আমাদের মেয়ের বাচ্চা হলে কি করব? (মাধবীলতার আম্মু)
-চিন্তা করো না, আমি একটা না একটা ব্যবস্তা ঠিকি করে দেব.. (মাধবীলতার আব্বু)
-(তবুও বার বার প্রশ্নর পর প্রশ্ন করেই যাচ্ছে)
সমাজে কিভাবে মুখ দেখাব? তারা যদি প্রশ্ন করে বিয়ের আগেই কিভাবে বাচ্চা হলো তখন? (মাধবীলতার আম্মু)
-বললাম তো চিন্তা করো না, আমি আছি তো সব কন্ট্রোলে রাখার জন্য... (মাধবীলতার আব্বু)
তার স্ত্রীকে শক্ত করে বুকে জোরিয়ে ধরে আছে। "হুঁহুঁ" কান্না করছে, কান্নায় তার শার্ট ভিজে চুপসে যাচ্ছে।
ডাক্তার বেরিয়ে এলো।মাধবীলতার আম্মু চোখের জল লেপটে লুপটে মুছে বলল...
-ডক্টর আমার মেয়ে এখন কেমন আছে? (মাধবীলতার আম্মু)
-বাচ্চার মা একদম সুস্থ আছে কিন্তু...! (ডাক্তার)
-কিন্তু কি ডক্টর, এভাবে চুপ থাকবেন না? (মাধবীলতার আব্বু)
-সরি, আমরা মাকে বাঁচাতে গিয়ে।বাচ্চাকে বাঁচাতে পারিনি।আপনারা চাইলে প্রেসেন্ট এর সাথে এখন দেখা করতে পারেন.. (ডাক্তার)
ডাক্তার চলে গেলো কথা গুলো।
বিধাতার কাছে লাখ লাখ শুকরিয়া করলো স্ত্রী-স্বামী মিলে।
দুজনে মাধবীলতার রুমে ঢুকে মিষ্টি একটা হাসি দিলো।মাধবীলতা তাদের দেখে উঠার চেষ্টা করলো।
তখন তার (মাধবীলতার) আম্মু বলল...
-উঠিস না, ডক্টর তোকে রেস্ট নিতে বলেছে, (মাধবীলতার আম্মু)
-আমার বাচ্চা কই,।কই আমার বাচ্চা..
(পাগলের মতো বলতে লাগলো।দীর্ঘশ্বাস ফেলে তার (মাধবীলতার আম্মু বলল....)
-তোর বয়স কম হওয়ায় বাচ্চা হয়েই মারা গেছে।তুই ভালো আছিস এটাই অনেক আমাদের কাছে.... (মাধবীলতার আম্মু)
-মিথ্যা, মিথ্যা বলছো তোমরা।আমার বাচ্চাকে তোমরাই মেরেছো।কোথায় রাখছো বলো...
(কাঁদতে শুরু করে দিলো)
-এতে মিথ্যা বলার কি আছে! (মাধবীলতার আম্মু)
-তোমরা ডক্টরকে ঘুষ দিয়েছো।প্লিজজ ফিরে দাও আমার বাচ্চাকে প্লিজ।তোমরা যা বলবে আমি সব করতে রাজি...
(কেঁদে কেঁদে অনুরোধ করলো)
-বিশ্বাস না হলে ডক্টরকে বল।তারাই জানে বাচ্চা মারা গেছে নাকি বেঁচে আছে... (মাধবীলতার আম্মু)
-তোমরা এতটা নিষ্ঠুর কিভাবে হতে পারলে।একটা নিষ্পাপ বাচ্চাকে কেন মারলে?
(এখনও কাঁদছে)
এরি মাঝে চলে আসে মাধবীলতার আব্বু।
মাধবীলতা সন্তান হারানোর ভয়ে লক্ষ্যই করেনি তার আব্বু বাহিরে চলে গেছে কখন।ফল হাতে রুমে ঢুকলো...
-মা মেয়ের কি কথা হচ্ছে হুম? (মাধবীলতার আব্বু)
-দেখো না, তোমার মেয়ে কি সব আবল-তাবল বকছে? আমরা নাকি ওর বাচ্চাকে মারার জন্য ঘুষ দিয়েছি... (মাধবীলতার আম্মু)
-হ্যাঁ তোমরাই তো মেরেছো।তোমরা খুনি..
(গলা ফাটিয়ে বলল)
-চুপ! একদম চুপ! (মাধবীলতার আব্বু)
(একটা ধমকে পুরো রুম চুপ হয়ে গেলো)
-বুঝাও তোমার মেয়েকে! কিছুতেই বু্ঝতেছে না জারজ বাচ্চাটা মারা গেছে... (মাধবীলতার আম্মুু)
-শোন, বাচ্চাটার মুখ থেকে মা ডাক শোনার ভাগ্য ততোর কপালে ছিলো না তাই মারা গেছে।যদি ততোর ভাগ্যে থাকতো তাহলে অবস্যই মা ডাক শুনতে পেতি।ভাগ্যর সাথে খেলা করে সবাই জিততে পারে না।ভুলে সব অতীত, নতুন ভাবে জীবন যাপন করে (মাধবীলতার আব্বু)
-কিন্তু আব্বু..!
(মাঝ খানেই কথা বলা থামিয়ে দিলো মাধবীলতার)
-আমি কোন কিন্তু শুনতে চাইনা।বিয়ের জন্য নিজেকে রেডি করো।আর মাত্র ৬ দিন পর তোমার বিয়ে... (মাধবীলতার আব্বু)
-আব্বু আমি বিয়ে করতে চাইনা..!
-কেন? কায়েস'কে বিয়ে করতে ইচ্ছা করে।বলনা তাহলে তোর কায়েস'কে বিয়ে করতে।সব কথার এক কথা আমি যাকে পছন্দ করেছি তার সাথেই তোর বিয়ে হবে..(মাধবীলতার আব্বু)
কথা গুলো বলো উঠে চলে গেলো তার অফিসের কাজে।
কান্নায় ভেঙ্গে পরা মাধবীলতাকে তার আম্মু বার বার বুঝাচ্ছে।
এভাবেই কেটে গেলো ৬দিন।কিন্তু মাধবীলতার এখনও কোনো বিয়ের প্রস্তুতি নেওয়া হয়নি।
আগ্রহ থাকলে তো প্রস্তুতি নেবে।তার বান্ধবীরা হাতে স্বর্ণের বালা পরিয়ে দিচ্ছে, কেউ বা মেকাপ করিয়ে দিচ্ছে।
কিন্তু বার বার মেকাপ গুলো লেপটে যাচ্ছে।এত কান্না করলো হয় তার বান্ধবীর মন্তব্য।
বান্ধবীরা মিটিমিটি হেসে হেসে ফুলসজ্জা রাতের দুষ্টু মিষ্টি গল্পের কথা।
বাম হাতে শক্ত করে ধরে আছে বিষের বোতল।হয় কায়েসের সাথে পালাবে নয়তো বিষ পানে মৃত্যু ঘটবে।কায়েস'কে বার বার কল দেওয়ার চেষ্টা প্রথম কয়েক বার কলটা গেলেও ধরেনি।ম্যাসেজ দিলো ''মরা মুখ দেখার জন্য রেডি থেকো"।
হঠাৎ করেই তার আম্মু রুমে ঢুকে বলল...
-তোমরা সবাই বাহিরে যাও.. (মাধবীলতার আম্মু)
-জ্বী আচ্ছা আন্টি.. (বান্ধবীরা)
-(মাধবীলতাকে উদ্দেশ্যে করে বলল) বাম হাতটা দে,, সোহান তোর জন্য স্বর্ণর রিং পাঠিয়েছে .. (মাধবীলতার আম্মু)
মনের ভেতর এক অজানা ভয় কাজ করছে।ঠোঁটে ঠোঁট চেপে ধরে "মাথা ঝাকিয়ে না বলে দিলো"।
জোর করে বাম পিঠের পিছন থেকে আনতেই অবাক হয়ে গেলো।বিষের বোতল ধরে আছে।
সর্ব শক্তি দিয়ে ডান গালে থাপ্পর বসিয়ে দিলো।মাধবীলতার চোখে পানি টলটল করছে।পাঁচ আঙ্গুলের ছাঁঁপ পস্ট বোঝা যাচ্ছে...
-হারামজাদি আত্মহত্যার চেষ্টা করিস।থাক বন্দি হয়ে রুমের ভেতর।
বিয়ে না করে চেয়েও বিয়ে হয়ে গেলো।বাসর ঘড়ে ঘোমটা দিয়ে বসে আছে মাধবীলতা।বুক ধুক ধুক করছে ভয়ে।
সোহান রুমে ঢুকে ছিটকেরি লাগিয়ে দিলো।ছিটকেরি লাগানোর শব্দে ঘোমটার আড়াল থেকে মুখ তুলে তাকালো সোহানের দিকে।
গলা ঝারিয়ে কাঁশি দিলো "এহেম এহেম", কিন্তু কোন সারা শব্দ না পেয়ে সোহান ছেলেটা আচর্য হয়ে মনে মনে ভাবলো "অভদ্র পরিবারের মেয়ে নাকি সালামও করলো না!
বিছানায় উঠে বসে কাঁধে হাত রেখে বলল "আপনার কি নার্ভাস লাগছে, প্রথম বার সবারি নার্ভাস লাগে।তবে আপনার সবার মতো বাসর রাত হবে নাহ্"
বলার আগে হাত সরিয়ে দিয়ে কাপতে কাপতে বলল...
-আমাকে ধরবেন না, দূরে থাকুন আপনি (মাধবীলতা)