
25/08/2024
প্রাণের শহর চৌদ্দগ্রাম এবং চৌদ্দগ্রামের মানুষ গুলা আজ ভালো নেই। বন্যায় কবলিত হয়ে চারপাশে মানুষ হাহাকার করতেছে, আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে তাদের পাশে এগিয়ে আসি। বন্যায় কবলিত মানুষদের পাশে আর্থিক ভাবে সহযোগিতা করে আপনিও আমাদের সাথে সামিল হোন। যে যার যার যায়গা থেকে এগিয়ে আসুন, আগামীকাল আমরা যাচ্ছি বন্যায় কবলিত মানুষদের সহযোগিতা করতে, আপনিও আর্থিক অনুদান দিয়ে আমাদের সাথে থেকে সহযোগিতা করুন।
বিকাশ পার্সনাল: 01835993477