
19/06/2025
বোরিং জীবনে “থ্রিল চান? তাহলে জীবনটাকে সিনেমা বানান!”
আপনার জীবন যদি হয় সকাল ৯টা অফিস, দুপুরে বোরিং লাঞ্চ, রাত ১০টায় ঘুম তাহলে আপনি একটা সরকারি কাগজ, সিনেমা না। চলুন, আপনার লাইফকে বানিয়ে ফেলি একদম "হাই ভোল্টেজ থ্রিলার" যেখানে আপনি হিরো, পরিচালক আর ভি'লেন তিনজনই!
সিচুয়েশন সিরিয়াস হোক, আপনি না!
বৃষ্টির মধ্যে ছাতা উল্টে গেল? আহা! এটাই তো লাইফের রেইন সিন! মাথা ঠাণ্ডা রেখে ভাবুন এটাতো আমার মুভির বিখ্যাত দৃশ্য!
নিয়ম ভাঙুন, তবে স্টাইল করে!
প্রতিদিন একই রুটিন? না না না… আজ কিছু একটা উল্টো করুন। একটু ঝুঁকি নিন, একটু ভিন্ন পথে হাঁটুন। আপনি যদি নিজেই প্লট টুইস্ট না দেন, তাহলে তো দর্শক বিরক্ত হয়ে যাবে!
হৃদয় ভাঙা? বাহ, এক্সপেরিমেন্টাল সিন শুরু!
কেউ চলে গেছে? তাহলে এখনই নিজেকে এক ডার্ক হিরো বানানোর সময়। মুভির মাঝপথে হিরো কাঁদে না, উন্নতি করে। আপনি পারবেন। আপনাকেও করতে হবে উন্নতি।
নিজেকে সারপ্রাইজ দিন!
আজকে ঠিক করেছিলেন ডায়েট করবেন? হঠাৎ করেই বিরিয়ানি? এই যে নিয়ম ভাঙলেন, এটাই তো সিনেমার সাসপেন্স! লাইফ যদি সব প্ল্যানমাফিক চলত, তাহলে তো সেটা ট্রেলারের মতোই থেকে যেত! তাই নয় কি? শুধু কি তাই এতক্ষণে আপনি বিলিনিয়ার হয়ে যেতেন।
মানুষ কি বলবে, সেটা যদি আপনি ভাবেন তাহলে হিরো হবেন কিভাবে, আপনাকে ফিগারেটিভ এক্সট্রা হতে হবে! আপনার গল্প আপনি লিখবেন। বাকিরা তো শুধু দর্শক, আর দর্শকের কাজ Popcorn খাওয়া ডিরেকশন দেওয়া নয়।
🎬 জীবনের শেষ দৃশ্যটা এমন হোক যেন আপনি নিজেই বলবেন। “এই গল্প এখনো শেষ হয়নি, সিক্যুয়েল আসছে!”
আপনার জীবনকে থ্রিল দিতে সাহসী হতে হবে, হতে হবে কিছুটা উদ্ভট। হোন নিজের মতো। কারণ থ্রিল প্ল্যানমাফিক আসে না ওটা আসে হঠাৎ করে, আসে খুব নাটকীয়ভাবে। ঠিক সিনেমার মতো!
এরকম আরো পোস্ট চাইলে জানাবেন। 🥴