RAFIN MEDIA

RAFIN MEDIA পেইজে লাইক দিয়ে সাথে থাকুন

RAFIN MEDIA

03/08/2025

কত সতো খারাপ সময় পারকরে দিলাম.!

নিরবে নির্দিধায় কেউই পাশে থাকে না..

30/07/2025

তাদের হাসির পেছনে আমি,
নিজেকে হারাই প্রতিদিন দামি।
প্রতিটা টাকা, প্রতিটা ক্ষণ,
একটা স্বপ্ন, একটা আপন জীবন।
শেষ কোরাস)
ভালো আছি বলেও কাঁদি,
জীবনটা দিলাম ভালোবাসা বাঁধি।
ফ্যামিলির মুখে হোক সোনালী হাসি,
এইটুকুই চায় এক নিঃশব্দ প্রবাসী…

প্রবাস জানে এই ব্যথা কত,ফ্যামিলি চায় শুধু টাকার জ্বালা শত।হয়তো একদিন বুঝবে তারা,টাকার পেছনে লুকানো কান্না সারা।😭😭
29/07/2025

প্রবাস জানে এই ব্যথা কত,
ফ্যামিলি চায় শুধু টাকার জ্বালা শত।
হয়তো একদিন বুঝবে তারা,
টাকার পেছনে লুকানো কান্না সারা।😭😭

25/07/2025

Firefighter In our work project

07/04/2025

জন্ম দ্বারিনি মাকে নিয়ে কিছু কথা

07/04/2025

একটিভ মেম্বার সব সময় ভালোবাসা পাবেন ইনশাল্লাহ

06/04/2025

#কিছু বাস্তব কথা শুনে যান

**প্রবাসীদের কষ্ট**😭😭প্রবাসী জীবনের গল্প হাজারো মুখে শোনা যায়, কিন্তু সেই কষ্ট, সেই বেদনা, সেটা শুধুই একজন প্রবাসীই অনু...
03/04/2025

**প্রবাসীদের কষ্ট**😭😭

প্রবাসী জীবনের গল্প হাজারো মুখে শোনা যায়, কিন্তু সেই কষ্ট, সেই বেদনা, সেটা শুধুই একজন প্রবাসীই অনুভব করতে পারে। মেহেদি, একজন যুবক, যে এক সময় গ্রামের গরিব মেধাবী ছাত্র ছিল, কিন্তু তার স্বপ্ন ছিল বড় কিছু করার। সংসারের দায়িত্ব, পরিবারের ভবিষ্যত, নিজের আত্মমর্যাদা—এসব কিছুর জন্য মেহেদি বিদেশে চলে যায়।

শুরুতে সবকিছুই মনে হয়েছিল নতুন, রঙিন। বিদেশের শহর, সেখানে কর্মের সুযোগ, নতুন বন্ধু, প্রতিদিনের ব্যস্ততা—এগুলো মেহেদির মনে এক নতুন উচ্ছ্বাস জাগিয়ে তুলেছিল। কিন্তু কিছুদিন পর, তার চোখে পড়তে শুরু করল এক অজানা শূন্যতা। প্রতিদিন কাজের চাপ, রাতে একাকী ঘর, সেই পুরনো চেনা মানুষের মুখের অভাব—সব কিছু যেন তাকে ভেতর থেকে একে একে খেয়েছে।

তখন সে বুঝতে পারে, প্রবাসে কেবল অর্থ উপার্জন নয়, এর সাথে জড়িয়ে থাকে অনেক ধরনের বেদনা। মেহেদি তার পরিবারের খবর জানত, কিন্তু তার মায়ের অসুখ, বাবার বয়স বাড়ানো, ছোট ভাইয়ের পড়াশোনার চাপ—এসব কিছুই সে আর সরাসরি অনুভব করতে পারছিল না। দেশে থাকলে হয়তো সে সাহায্য করতে পারত, কিন্তু বিদেশে থাকলে শুধু টাকার হিসেব করা ছাড়া কিছুই করার ছিল না।

একদিন, মেহেদি তার ছোট ভাইকে ফোনে বলেছিল, "ভাই, তুমি পড়াশোনা করো, মা-বাবার খেয়াল রাখো। আমি এখান থেকে যতটুকু পারি, পাঠাবো। কিন্তু, জানো, এই একাকী জীবন অনেক কষ্ট দেয়।"

তার ভাই কিছুক্ষণ চুপ ছিল, তারপর বলল, "ভাই, আমি জানি। তুমি যেখানেই থাকো, তোমার কষ্টগুলো আমাদের সাথেই থাকে।"❤️❤️

এ কথাগুলো শুনে মেহেদির মনে যেন আঘাত লাগল। প্রবাসী জীবনে কষ্ট কেবল শারীরিক নয়, মানসিকও। সে জানত, তার পরিবার তাকে প্রয়োজন, কিন্তু সে থাকতে পারছে না। টাকার জন্য সে এখানে এসেছে, কিন্তু সেই টাকার বদলে সে কি হারাচ্ছে? সময়, সম্পর্ক, ভালোবাসা—এসব কি কখনো ফেরত আসবে?

প্রবাসী জীবনের কষ্ট শুধুমাত্র সবার কাছে অর্থ উপার্জনের গল্প নয়, এটা এক গভীর একাকিত্বের, স্বপ্নের পিছনে ছুটতে গিয়ে হারিয়ে যাওয়া সম্পর্কের গল্প। মেহেদি জানত, বিদেশে গিয়ে সে হয়তো অনেক কিছু অর্জন করবে, কিন্তু কিছু জিনিস হারিয়ে যাবে, যার মূল্য কোনো অর্থের কাছে মাপা যাবে না।

এভাবেই প্রতিটি প্রবাসী প্রতিদিন লড়াই করে, কখনো হাসে, কখনো কাঁদে, আর একদিন হয়তো ফিরে আসে, কিন্তু তাদের কষ্টের ছায়া সঙ্গেই থাকে।

**শেষ।**🇲🇾🇲🇾🇲🇾

01/04/2025

Kotha gula sone jaben 🥲😭

Address

Cumilla

Telephone

+8801874808304

Website

Alerts

Be the first to know and let us send you an email when RAFIN MEDIA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share