MR_Mafuzツ

MR_Mafuzツ Assalamualaikum💖🌸

নারীর সবচেয়ে সেরা বডিগার্ড হলো তার ভাই, বাবা এবং স্বামী-🌸🖤
23/08/2023

নারীর সবচেয়ে সেরা বডিগার্ড হলো তার ভাই, বাবা এবং স্বামী-🌸🖤

10/08/2023

মনে রাখবেন!
কিছু হারিয়ে যায়নি!
আল্লাহ সরিয়ে নিয়েছেন!
কারণ এর চাইতে উত্তম কিছু রয়েছে আপনার জন্য! 🙃

21/07/2023

পৃথিবীতে মোট
২২৮ টি দেশ নিয়ে পৃথিবী।
পৃথিবী থেকে সুর্য ১৩ লক্ষ গুন বড়।
ব্যাটেল জুইস একটা তারা আছে, যা সূর্যের চেয়ে ৩৩ কোটি গুণ বড়। আল্লাহু আকবর।
প্রক্সিমা সেন্ট্রাই, আলফা সেন্ট্রাই,ব্যাটেল জুইস এরকম ৫০০ বিলিয়ন তারকা নিয়ে গঠিত গ্যালাক্সি।
আল্লাহ তায়ালা কোটি কোটি গ্যালাক্সি সৃষ্টি করেছেন।
পৃথিবীর সবচেয়ে দ্রতগামী যান Apollo 11.
সেকেন্ডে চলে ১১ কিঃমিঃ বেগে।
মিনিটে চলে ৬৬০ কিঃ মিঃ বেগে
ঘন্টায় চলে ৩৯ হাজার কিঃমিঃ বেগে।
যদি কেউ পৃথিবীর সবচেয়ে কাছের তারকা প্রক্সিমা সেন্ট্রাই Apollo 11 তে চড়ে যেতে চায়, সময় লাগবে ১ লক্ষ ১৫ হাজার বছর। যাহা কোন ক্রমেই সম্ভব নহে।
গ্যালাক্সি, সুপার নোভা,ব্লাক হোল এগুলো ১ম আকাশ নয়,
১ম আকাশের মহাশুন্য।
তারপর ১ম আকাশ।
তারপর ২য় আকাশের মহাশুন্য,
তারপর ২য় আকাশ।
তারপর ৩য় আকাশের মহাশুন্য,
তারপর ৩য় আকাশ।
তারপর ৪র্থ আকাশের মহাশুন্য,
তারপর ৪র্থ আকাশ।
তারপর ৫ম আকাশের মহাশুন্য,
তারপর ৫ম আকাশ।
৬ষ্ঠ আসমানে একটা গাছ আছে।
গাছটির নাম সিদরাতুলমুনতাহা।
বিশ্ব নবী( সাঃ) বলেছেন,তোমার আংটি যদি সাহারা মরুভূমিতে ফেলে দেওয়া হয়,বিশাল মরুভূমির তুলনায় আংটিটা যত ছোট, আল্লাহর ২য় আসমানের তুলনায় ১ম আসমান ততো ছোট। আল্লাহু আকবর। ৭ম আসমানে আছে বিশাল সমুদ্র জগৎ ও আল্লাহর আরশ।
আরশের ভিতর আছে আল্লাহর কুরশি, আল্লাহর সিংহাসন।
আল্লাহর সিংহাসন কত বড়?
আল্লাহর সিংহাসনের উপর যদি সাত আসমান, সাত জমিন রাখা হয়, বিশাল মরুভূমিতে আংটি ফেলে দিলে যেমন হারিয়ে যাবে, সাত আসমান, সাত জমিনও তদ্রূপ হারিয়ে যাবে।
আল্লাহু আকবর।
মালিক তোমার সৃষ্টি সম্পর্কে জানা ও বোঝার তাওফিক নসিব করো। Amin ☀️🌤️⛅🌥️🌦️☁️🌨️⛈️🌩️🌧️💧🌈⭐🌟💫✨🌙☄️🌠🌌🪐🌑🌒🌓🌔🌕🌖🌗🌘🌍🌎🌏

16/07/2023
16/07/2023

- অতিরিক্ত চিন্তা অসুস্থতার সবচেয়ে বড় কারণ।😭

14/07/2023

শূন্যতা কাটিয়ে
আমি আবারও উঠে দাড়াবো!💔🥀

Address

Cumilla

Telephone

+8801815533151

Website

Alerts

Be the first to know and let us send you an email when MR_Mafuzツ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share