Kbd md ikbal hossan

Kbd md ikbal hossan Assalamualaikum, This is md ikbal hossan. As an agriculturist, I promoting Love for Agriculture and Farming.

মেট্রোরেল এখন সকাল ৬:৩০ টা থেকে রাত ১০:১০ টা পর্যন্ত চলবে      #মেট্রোরেল
21/09/2025

মেট্রোরেল এখন সকাল ৬:৩০ টা থেকে রাত ১০:১০ টা পর্যন্ত চলবে

#মেট্রোরেল

20/09/2025

বিদেশ না গিয়ে স্মার্ট কৃষিতে তরূণ সমাজ

#কৃষি

বিশ্ব বাঁশ দিবস,,,,,
18/09/2025

বিশ্ব বাঁশ দিবস,,,,,

আশার এবং স্বপ্নের হাতিরঝিল এখনো সন্ত্রাসী আর আতঙ্কের জায়গা হাতিরঝিলের আশেপাশের বাসিন্দাদের জন্য।রাত ১০টা পার হলেই অন্ধকা...
14/09/2025

আশার এবং স্বপ্নের হাতিরঝিল এখনো সন্ত্রাসী আর আতঙ্কের জায়গা হাতিরঝিলের আশেপাশের বাসিন্দাদের জন্য।
রাত ১০টা পার হলেই অন্ধকারে ঘেরা এক শশানঘাট পরিণত হয়।
মূল সড়কে অনেক জায়গায় লাইট নেই, ওয়াকওয়েতে লাইটের কথা চিন্তা করাই বোকামি।
আমার সহকর্মী বেতন পেয়ে বাড়ি ভাড়া দিতে যাচ্ছিল হাতিরঝিলের অ্যাম্পিথিয়েটারের সামনে দিয়ে। ৩-৪ জন ভদ্ররূপী ছেলে এসে পকেটে থাকা ৫ টাকার কয়েনসহ সব নিয়ে গেল। ১২,০০০ টাকা বেতন পাওয়া সেই ছেলের।
রাতে দেখবেন বিভিন্ন জায়গায় ৪-৫ জন করে ছেলে দল বেঁধে বসে থাকে। সুস্থ-সবল পুরুষ মানুষও এ রাস্তা দিয়ে একা হাঁটার সাহস পায় না। মেয়েদের কথা বাদই দিলাম।
মগবাজারের ৯৯% অপরাধই হাতিরঝিল দিয়েই শেষ হচ্ছে। দেয়াল টপকে মুহূর্তের মধ্যে সব হাওয়া হয়ে যাচ্ছে।
এ থেকে বের হওয়ার উপায় আমি জানি না। তবে অনুরোধ রইল কেউ যেন একা এ সড়কে না আসে।
আর ঘুরতে এলে রাত ৭টার মধ্যেই বাসায় ফেরা শ্রেয়।
Collected From - Traffic Alert

স্বপ্নের এগ্রো প্রোজেক্ট❤️
08/09/2025

স্বপ্নের এগ্রো প্রোজেক্ট❤️

 #রোপা_আমন_ধানের_কুশি_বাড়ানোর_৭টি_কার্যকর_ট্রিক্স_জেনেঃ-১. ✅ পর্যাপ্ত দূরত্ব বজায় রেখে রোপণ করুন • ২০ × ২০ সেমি বা ২৫ × ...
06/09/2025

#রোপা_আমন_ধানের_কুশি_বাড়ানোর_৭টি_কার্যকর_ট্রিক্স_জেনেঃ-

১. ✅ পর্যাপ্ত দূরত্ব বজায় রেখে রোপণ করুন
• ২০ × ২০ সেমি বা ২৫ × ১৫ সেমি দূরত্বে চারা রোপণ করলে প্রতিটি গাছ পর্যাপ্ত জায়গা পায় এবং বেশি কুশি গজায়।

২. ✅ সঠিক বয়সের চারা রোপণ করুন
• ২৫–৩০ দিন বয়সের সবল ও স্বাস্থ্যবান চারা রোপণ করলে কুশি বেশি হয়।
• অতিরিক্ত বয়স হলে কুশি কম হয়।

৩. ✅ ১-২ টি চারা করে রোপণ করুন
• প্রতি গোঁজায় ১–২টি চারা দিলে গাছ পর্যাপ্ত পুষ্টি পায় এবং বেশি কুশি গজায়।
• বেশি গাছ একত্রে দিলে প্রতিযোগিতা হয়, ফলে কুশি কম হয়।

৪. ✅ সুষম সার প্রয়োগ করুন (বিশেষত ইউরিয়া)
• ইউরিয়া (নাইট্রোজেন) কুশি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ।
• ধাপে ধাপে ইউরিয়া দিন:
• ১ম কিস্তি: রোপণের ১০–১৫ দিন পর
• ২য় কিস্তি: রোপণের ৩০–৩৫ দিন পর
• ৩য় কিস্তি: প্রয়োজনে কুশি গঠনের পরে (নতুন কুশি কমলে)

৫. ✅ পানি ব্যবস্থাপনা ঠিক রাখুন
• চারা রোপণের পর হালকা পানি দিয়ে রাখুন
• কুশি গজানোর সময় জমি সেচের পরে সাময়িক শুকনো রাখলে কুশি গজাতে উৎসাহিত হয় (alternate wetting-drying)

৬. ✅ পরিচর্যা ও আগাছা নিয়ন্ত্রণ
• আগাছা গাছের পুষ্টি নিয়ে নেয়, তাই ১৫–২০ দিন পর নিড়ানি দিয়ে আগাছা পরিষ্কার করুন
• আগাছা পরিষ্কার করা ও নিড়ানি দেওয়া জমির বাতাস চলাচল বাড়ায় এবং কুশি গজাতে সাহায্য করে

৭. ✅ পরিচর্যার সময় “পার্চিং” ব্যবহার করুন
• জমির মাঝে মাঝে খুঁটি বা লাঠি পুঁতে দিলে শত্রুপাখি বসে পোকা খায়—ফলে পোকা কমে এবং গাছ ভালোভাবে বাড়ে

03/09/2025

It’s me,,,,

.
29/08/2025

.







🔥 Keep going until you are proud. 🔥⁣⁣⁣
27/08/2025

🔥 Keep going until you are proud. 🔥⁣⁣⁣

নিজেকে সরিয়ে নেওয়া মানে পরাজয় নয়!এটা এক ধরনের আত্মরক্ষা, আত্মসম্মানের ভাষাএকটা সময় ছিল, যখন মানুষ ধরে রাখার জন্য প্রাণপণ...
25/08/2025

নিজেকে সরিয়ে নেওয়া মানে পরাজয় নয়!এটা এক ধরনের আত্মরক্ষা, আত্মসম্মানের ভাষা
একটা সময় ছিল, যখন মানুষ ধরে রাখার জন্য প্রাণপণে লড়ে গেছি।
মনে হতো, যার সঙ্গে সম্পর্ক—বন্ধুত্ব, আত্মীয়তা বা ভালোবাসা—তাকে হারানো মানে জীবনের একটা টুকরো হারিয়ে ফেলা।তাই চুপ করে সহ্য করতাম, গুরুত্ব না পেলেও পাশে থাকতাম, বুঝেও না বোঝার ভান করতাম।
ভাবতাম, হয়তো একদিন বুঝবে—আমার দেওয়া সময়, ভালোবাসা, উপস্থিতির মূল্য।

কিন্তু সময় শিখিয়েছে, কেউ যদি তোমাকে সত্যিই চায়, তাহলে তোমাকে ধরে রাখার চেষ্টা করে।যেখানে তুমি অনুপস্থিত হলেও কারো কিছু যায় আসে না, সেখানে তোমার উপস্থিতিরও আর কোনো অর্থ থাকে না।

আমি আজকাল বুঝি, চুপচাপ চলে আসাটাও এক ধরনের আত্মরক্ষা।
সবসময় যুদ্ধ করেই টিকে থাকতে হয় না, অনেক সময় নিজেকে সরিয়ে নেওয়াটাই সবচেয়ে সাহসী সিদ্ধান্ত হয়ে দাঁড়ায়।
কারণ, গুরুত্ব চাওয়ার মধ্যে কোনো ভুল নেই,
ভুল হলো—নিজেকে এমন জায়গায় ধরে রাখা, যেখানে তোমাকে গুরুত্ব দেওয়া হয় না।

অনেক সম্পর্কেই আমরা শুধু “অভ্যস্ত” হয়ে পড়ি।তাদের সঙ্গে মনের বন্ধন নয়, শুধুমাত্র অভ্যাসের শিকল।তারা ভুলে যায়—তুমি কতটা সময় দিয়েছো, কতবার নিজেকে পেছনে রেখে তাদের গুরুত্ব দিয়েছো,
আর তুমিও একসময় ভুলে যাও—তুমি নিজেও গুরুত্বপূর্ণ।আমি এখন আর কারো উদাসীনতায় কষ্ট পাই না।বরং নীরবে সরে আসি।কারণ, মুখ দেখিয়ে থাকাটা, ভালোবাসাহীন উপস্থিতি ধরে রাখাটা!আমার আত্মসম্মানের বিরুদ্ধে কাজ করে।

কেউ কেউ ভাবে—চলে আসা মানে দূর্বলতা।কিন্তু তারা বোঝে না, এই চলে আসার পেছনে কত রাত না ঘুমিয়ে থাকা,
কত নিজেকে প্রশ্ন করা, কত অশ্রু, কত অনুভূতির মৃত্যু লুকিয়ে আছে।এখন আমি যদি কাউকে ছেড়ে আসি, সেটা অপমান নয়,বরং নিজের প্রতি একটা গভীর ভালোবাসার বহিঃপ্রকাশ।
আমি শিখেছি নিজেকে ভালোবাসা শিখলে আর কেউ তোমাকে অবহেলা করতে পারে না।
কারণ তখন তুমি জানো, কে তোমার জন্য, আর কার জন্য তুমি শুধু অপশন।
এই সরে আসা, এই চুপ করে চলে যাওয়া—এটা কোনো নাটক নয়।এটা অনেক অভিজ্ঞতার ফল, অনেক চোখের পানি শুকিয়ে যাওয়ার পর তৈরি হওয়া এক শক্তি,
যার নাম নিজেকে ভালোবাসা 🌸😊

23/08/2025
💯
23/08/2025

💯

Address

Barura, Cumilla
Cumilla
3560

Alerts

Be the first to know and let us send you an email when Kbd md ikbal hossan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kbd md ikbal hossan:

Share