
19/03/2025
ছোট শহরের মধ্যে 'কুমিল্লা' আমার খুব ই পছন্দের! আপনি চাইলেই শাসনগাছা থেকে হেঁটে হেঁটে টমছমব্রীজ, চকবাজার চলে যেতে পারবেন। কুমিল্লার প্রানকেন্দ্র 'কান্দিরপাড়' গেলেই কেনো জানি ভাল্লাগে!টাউনহল হলো আড্ডার জায়গা!
নানুয়াদিঘী,রানীর দিঘী, ভিক্টোরিয়া কলেজ রোড,মহিলা কলেজ রোড, সালাউদ্দিন, শিক্ষাবোর্ড, ওইদিকে জিলা স্কুল রোড, কুমিল্লার কিছু রাস্তায় আমার এত্ত ভাল্লাগে ❤️
কুমিল্লায় মানুষের চেয়েও 'অটো' বোধহয় বেশি, তবুও এখনকার এই আলো ঝলমলে রাতের কুমিল্লা সত্যি ই মনোমুগ্ধকর!❤️
ছোট্ট একটা শহর,কিন্তু সুন্দর ❤️