বিচরণ • Bichoron

বিচরণ • Bichoron বিচরণ — অনুভবের পথে, কবিতায়-গল্পে হেঁটে চলা এক নিরন্তর যাত্রা।
(4)

30/10/2025

বাসায় আব্বু-আম্মু থেকে যে কেউ একজন অসুস্থ হলেই, পুরো ঘরটা যেনো অচল হয়ে পড়ে!🙂

30/10/2025

সবচেয়ে ঘৃণিত ব্যক্তি হচ্ছে তারা যারা মানুষের সুরুত নিয়ে নিন্দা করে। চেহারা দেখতে কেমন , নাকটা এমন কেন, আরেকটু ফরসা হলে সুন্দর হতো। কারো চেহারা নিয়ে নিন্দা করার আগে একবার ভাবা উচিত আমি নিজে দেখতে কেমন। ইংরেজিতে একটা কথা আছে, "The beauty you see in anything, is actually just a reflection of the beauty in you."

স্রষ্টার সৃষ্টি কখনো অসুন্দর হতে পারে না। হতেই পারে না। যত সমস্যা আপনাদের চোখের দেখায়। আপনাদের কুৎসিত হৃদয়,চোখ দিয়ে সুন্দর মানুষকেও কুৎসিত লাগবে এটাই স্বাভাবিক।

Hamida Ela

শুভ সকাল
30/10/2025

শুভ সকাল

29/10/2025

ছেলেদের চাহিদা:
মায়াবি, সুন্দরি, স্ট্যাইলিশ, এডোকেটেড, *ক্সি, হিজাবি, পর্দাশীল, রোমান্টিক, স্ট্রেইট ফরোয়ার্ড, লম্বা, স্লিম, হালকা মেদ যুক্ত পেট, সুন্দর বডি শেইপ, বাস্তববাদী, সাহিত্যিক, ধার্মিক, বিজ্ঞানমনস্ক, স্বামীর অনুগত, কালচারাল, জাস্ট ফ্রেন্ডবিহীন, রিলেশন ম্যাটেরিয়াল, ওয়াইফ ম্যাটেরিয়াল, নম্র, ভদ্র, চঞ্চল, চুপচাপ স্বভাবী, ট্রাভেলার, ফাস্ট ফুড লাভার, রান্না-বান্না জানা ঘরোয়া গৃহিণী টাইপের!

এন্ড বড় লোক বাপের কম বয়সী একমাত্র মেয়ে!🙂

29/10/2025

"tumi ekdom sobar theke alada" diye shuru hobe... then "sobai ek" diye sesh hobe. GN.

29/10/2025

আজকে ব্যাংক থেকে কল করে বললো, আপনার যা ব্যাংক ব্যালেন্স তাঁর জন্য ব্যাংক একাউন্ট খোলার কি দরকার ছিলো

বাসায় কি কোন 'কৌটা' ছিলো না?'🙂

অন্ধকারই ভালো!'❤️
29/10/2025

অন্ধকারই ভালো!'❤️

29/10/2025

একটা অবিবাহিত মানুষের রাতে ঘুমানোর আগে দাঁত ব্রাশ করাটাও বিলাসিতা!

28/10/2025

দুনিয়াতে আপনি আমি সবসময়ই একটা অপশন মাত্র, আমাদের অলটারনেটিভের কোনো অভাব নাই। কত সহজে আপনার জায়গাটা আরেকজন এসে রিপ্লেস করে ফেলবে, টেরও পাবেন না। কেউ একজন বলবে তার আপনাকে নিয়ে নদীতে ঘুরতে যেতে ইচ্ছে করছে, দেখবেন ক'দিন পর সে মেঘনার তীরে যাবেও, তবে তার সাথে আপনি না...আরেকজন। দিনরাত আপনার চোখের প্রশংসা করা মানুষও দেখবেন একদিন গান গাইছে 'ডুবেছি আমি তোমার চোখের অনন্ত মায়ায়'...তবে সেই মায়া মোটেও আপনার জন্য নয়, আরেকজনের জন্য।

28/10/2025

~জীবন থেকে আমি একটা শিক্ষা পেয়েছি, বাঁচতে হলে বাঁচার মত বাঁচব।ভালবাসতে হলে জীবন দিয়ে বাসব। হোক সে ভালবাসা প্রিয়ার প্রতি,হোক তা ফুলের প্রতি। আকাশের বিশালতাকে যে পড়তে জানে,নিজেকে হারাতে জানে সাগরের গভীরতায়,সেইতো বাঁচে।পাখিরা বাঁচে,শিশুরা বাঁচে। আমরা যাকে বলি বেঁচে থাকা,সেই গল্প মহাবিশ্ব জুড়ে একটাই। একদিন সবাই বুঝতে পারে,বেঁচে থাকা জীবনের শ্রেষ্ঠ উপহার। আর জীবন মানেই সেই শ্রেষ্ঠ উপহারকে আগলে ধরে রাখার নিরন্তন চেষ্টা....

28/10/2025

নিজে সমস্যায় না পড়লে, অন্যের সমস্যাগুলো তুচ্ছই মনে হবে!

Address

Cumilla

Alerts

Be the first to know and let us send you an email when বিচরণ • Bichoron posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বিচরণ • Bichoron:

Share