আমাদের নাওটি-Our Naoti

আমাদের নাওটি-Our Naoti মানুষ হয়ে যদি মানুষের জন্য কিছু না করা যায়, তাহলে এমন মানুষ হয়ে লাভ কি. মানুষের পাশে থাকতে চাই সব সময় ।।
(1)

সমস্যা: গুরুত্বপুর্ণ পোস্ট । জনস্বার্থে । পাসপোর্ট পেতে অনেক সময় লেগে যেত  এবং অনেক সময় ঘুষ দিতে হতো। ঘুষের অভিযোগ সবচ...
17/08/2025

সমস্যা: গুরুত্বপুর্ণ পোস্ট । জনস্বার্থে ।

পাসপোর্ট পেতে অনেক সময় লেগে যেত এবং অনেক সময় ঘুষ দিতে হতো। ঘুষের অভিযোগ সবচেয়ে বেশি এসেছে পুলিশ ভেরিফিকেশন প্রক্রিয়ায় (৭৫.১%)।

পরিবর্তন:

পাসপোর্টের জন্য এখন আর পুলিশ ভেরিফিকেশন লাগবে না।

• এতে পাসপোর্ট দেওয়ার গতি বাড়বে, যা প্রবাসী, শিক্ষার্থী এবং পেশাজীবীদের উপকারে আসবে।

• ভেরিফিকেশনে অপ্রয়োজনীয় দেরি ও দুর্নীতি বন্ধে সহায়তা করবে।

কেন এটি গুরুত্বপূর্ণ:

মানুষ এখন দ্রুত এবং ঘুষ না দিয়েই পাসপোর্ট পাবে। এতে কাজ, পড়াশোনা, পরিবার বা ভ্রমণের জন্য বাংলাদেশের মানুষ সহজে বিদেশ যেতে পারবে। এর ফলে রাষ্ট্রের প্রতি মানুষের আস্থা বাড়বে।

Collect post.

বাচ্চাদের টাইফয়েড এর দ্রুত রেজিস্ট্রেশন । মিয়াজী কম্পিউটার সেন্টার - আজগরা ইউনিয়ন গেইটের সামনে । 01840057704017414484...
16/08/2025

বাচ্চাদের টাইফয়েড এর দ্রুত রেজিস্ট্রেশন ।

মিয়াজী কম্পিউটার সেন্টার - আজগরা ইউনিয়ন গেইটের সামনে ।
01840057704
01741448453

বাংলাদেশে এখন টাইফয়েড (Typhoid Conjugate Vaccine - TCV) দেওয়া হচ্ছে—এতে এখনকার (আগস্ট ২০২৫) পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য নিচে দেওয়া হলো:

বর্তমানে TCV টিকাদান পরিস্থিতি (বাংলাদেশ)

জাতীয় ভ্যাকসিন ক্যাম্পেইন: এটি প্রথমবারের মতো জাতীয় পর্যায়ে চালু হচ্ছে। প্রায় ৫ কোটি শিশু (৯ মাস থেকে

12/08/2025

যাদের জন্ম তারিখ ০১-০১-২০০৭ এর পূর্বে এবং যারা জাতীয় পরিচয় পত্রের জন্য ছবি তুলেছেন। আপনাদের কোন তথ্যগুলো আজগরা ইউনিয়ন পরিষদে সংরক্ষিত আছে। চাইলে যেকোন ধরনের ভুল, আগামী বৃহস্পতিবার পর্যন্ত সংশোধন করা যাবে।। আপনার ভুল তথ্য সংশোধন করতে চলে যান আজগরা ইউনিয়ন পরিষদে.

জনস্বার্থে..!

11/08/2025

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্র/ছাত্রীদের জন্য সুখবর । ১১/০৮/২০২৫ তারিখ থেকে নাঙ্গলকোট থেকে ৭.১৫ মিনিটে কলেজের উদ্যেশে ছেড়ে যাবে । আসে পাশে যারা কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্র/ছাত্রী আছ তোমরা এই সময় যার যার অবস্থান থেকে বাস করে চলে যেতে পারো । কর্তৃপক্ষ এক সপ্তাহ দেখবে ছাত্র/ছাত্রী কেমন হয় । ছাত্র / ছাত্রী না হলে কলেজ কর্তৃপক্ষ বাস চলাচল বন্ধ করে দিবেন ।।

ঐতিহ্যবাহি আজগরা বাজার এখন নিষ্ক্রিয় ।। আগে বাজার ছিল হাজার মানুষের সমাগম আর এখন ৫ জন মানুষও আসে না ।
08/08/2025

ঐতিহ্যবাহি আজগরা বাজার এখন নিষ্ক্রিয় ।।

আগে বাজার ছিল হাজার মানুষের সমাগম আর এখন ৫ জন মানুষও আসে না ।

একটি শোক সংবাদ ! নাওটি উত্তরপাড়া খান বাড়ি নিবাসী মাজহারুল ইসলাম বাবলু এবং পলাশ ভাইয়ের পিতা মাস্টার মোঃ আবুল হাসেম ও আ...
02/08/2025

একটি শোক সংবাদ !

নাওটি উত্তরপাড়া খান বাড়ি নিবাসী মাজহারুল ইসলাম বাবলু এবং পলাশ ভাইয়ের পিতা মাস্টার মোঃ আবুল হাসেম ও আজ দুপুর ১২.৩০ মিনিটের সময় উনার নিজ বাড়িতে ইন্তেকাল ফরমাইয়াছেন ।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ।

মরহুমের জানাজার নামাজ বাদ মাগরিব নাওটি স্টেশন রেলওয়ে জামে মসজিদে অনুষ্ঠিত হবে । সবাই মরহুমের জানাজায় অংশগ্রহণ করার জন্য বিনীত ভাবে অনুরোধ করছি.

আরো একটা প্রদীপের সমাপ্তি ।।

01/08/2025

এই মাত্র ১২ বাজে চোর ৩জন দাঁড়ায় ছিল কিন্ত মুখ চিনতে পারে নি ।

01/08/2025

চোরের আনাগোনা বেড়ে গেছে। এখনো চোর রফিক সাহেবের বাড়ির পাশে কিন্ত লাইট দিয়ে চিনতে পারেনি। সাবধান

01/08/2025

অবশেষে কুমিল্লা ৯ সংসদীয় আসনে লাকসাম আর লালমাই নিয়ে গেজেট প্রকাশ।

বিকালের ঝালমুড়ির আড্ডা ..!
01/08/2025

বিকালের ঝালমুড়ির আড্ডা ..!

প্রাকৃতিক
01/08/2025

প্রাকৃতিক

Address

Naoti, Ajgora Bazar, Laksam
Cumilla
3570

Telephone

+8801918479762

Website

Alerts

Be the first to know and let us send you an email when আমাদের নাওটি-Our Naoti posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আমাদের নাওটি-Our Naoti:

Share