
27/07/2025
চলো একদিন দেখা করি।
তুমি আসার সময় রান্না করে নিয়ে আসবে, আর আমি পুরা শহর তোমাকে রিক্সায় করে ঘুরাবো।
দুপুর হলে দুইজনে একসাথে বসে খেয়ে নিবো, এরপর হাঁটা শুরু করবো।
তোমার পছন্দের খাবার ফুচকা কিংবা অন্য কিছুর সন্ধানে;
সন্ধা হলে তোমাকে তোমার বাসার সামনে পর্যন্ত একটু এগিয়ে দিয়ে আসবো"!