মেটংঘর সার্বজনীন শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দির

  • Home
  • Bangladesh
  • Cumilla
  • মেটংঘর সার্বজনীন শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দির

মেটংঘর সার্বজনীন শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দির Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from মেটংঘর সার্বজনীন শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দির, Cumilla.
(1)

"ভক্তি যেখানে জীবনের পথপ্রদর্শক – মেটংঘর সার্বজনীন শ্রীশ্রী রাঁধাকৃষ্ণ মন্দির। এখানে চলে গীতা পাঠ, হয় দেবী দুর্গার আরাধনা এবং পূর্ণিমায় ধ্বনিত হয় ২৪ পহরের হরিনাম সংকীর্ত্তন।সাপ্তাহিক শ্রীমৎভগবত গীতা ক্লাস, পাক্ষিক নাম হট্ট অনুষ্ঠান
জয়রাধে! জয়শ্রীকৃষ্ণ

14/08/2025
14/08/2025

নাম হট্ট অনুষ্ঠান চলছে🙏..
পরিচালনায়:- Madhur Gopal Das
সার্বিক সহযোগিতা -মেটংঘর সেবানন্দ সেচ্ছাসেবী
হরে কৃষ্ণ 🙏 #হরে_কৃষ্ণ

14/08/2025

#হরে_কৃষ্ণ

14/08/2025

হরে কৃষ্ণ 🙏🥰

13/08/2025

মা আসছেন...🥰 আর মাত্র কিছুদিন
#দূর্গা #দশভূজা #ত্রিনয়নী

13/08/2025

নামে রুচি জীবে প্রেম বৈষ্ণব সেবন ইহা হইতে নাহি আর ধর্ম সনাতন।

13/08/2025

🌸 শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ২০২৫ 🌸

– মেটংঘর সার্বজনীন শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দির থেকে আন্তরিক শুভেচ্ছা –

শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী আমাদের ধর্মীয় জীবনের মহোৎসব, যাহা ভগবান শ্রীকৃষ্ণের ঐশ্বরিক অবতারণার স্মৃতি বহন করে। এই দিন আমাদের মন, শরীর ও আত্মাকে পরিশুদ্ধ করে ভক্তির অগ্নিতে দীপ্ত করে।

---

✨ জন্মাষ্টমীর মহত্ব:

শ্রীকৃষ্ণের জন্মকাল মানবজাতির মুক্তির স্বর্ণযুগের সূচনা। এই পবিত্র দিনে আমরা ভগবানের করুণা ও প্রেমের প্রতিফলন অনুভব করি, যাহা অন্ধকার থেকে আলোর দিশারী।
শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর মাধ্যমে আমরা শিখি:
ধর্ম ও ন্যায় প্রতিষ্ঠার জন্য সংগ্রাম।
পাপ ও অন্ধকার পরিহারের পথ।
আত্মার পরিশুদ্ধি ও ঈশ্বরভক্তি।
সবার প্রতি করুণা ও দয়া প্রদর্শন।

---

🕉️ উপবাস ও ব্রত পালন:

শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর পবিত্রতা রক্ষার জন্য উপবাস বা ব্রত পালন অত্যন্ত গুরুত্বপূর্ণ। হিন্দু ধর্মে উপবাসের মাধ্যমে শরীর ও মনের শুদ্ধি সাধিত হয়।

উপবাস পালন বিধি:
সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত নির্দিষ্ট সময় খাদ্য ত্যাগ করা।
ভগবান কৃষ্ণের নাম জপ, গীতাপাঠ ও ধ্যান।
মন্দিরে বা গৃহে পূজা, আরতি ও কীর্তনে অংশগ্রহণ।
উপবাস ভঙ্গের সময় শুদ্ধ ও ভক্তিমূলক খাদ্যগ্রহণ।

উপবাস আমাদের ইন্দ্রিয় নিয়ন্ত্রণে সাহায্য করে এবং হৃদয়কে ঈশ্বরভক্তিতে নিবদ্ধ করে।

---

🌿 জন্মাষ্টমীর পবিত্র আচরণ:
পাপাচার থেকে বিরত থাকা।
দরিদ্র ও অসহায়দের সাহায্য করা।
ধর্মশাস্ত্রের বিধি মেনে উৎসব পালন করা।
শান্তি ও ঐক্যের বাণী ছড়ানো।
ভগবান কৃষ্ণের মহিমা স্মরণে মনোনিবেশ করা।

---

📅 ২০২৫ সালের জন্মাষ্টমীর সঠিক তারিখ:

শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী দিবস – ১৬ আগস্ট, ২০২৫ (শনিবার)।
---

🙏 সমাপ্তি:

আসুন, আমরা শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর পবিত্রতা বজায় রেখে, হৃদয়ে ভক্তি ও প্রেম সঞ্চার করি এবং তাঁর পথ অনুসরণ করে জীবনের অন্ধকার দূর করি।

শুভ জন্মাষ্টমী!
🌸🙏
মেটংঘর সার্বজনীন শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দির

#শ্রীকৃষ্ণজন্মাষ্টমী #জন্মাষ্টমী২০২৫ #মেটংঘর #শ্রীশ্রীরাধাকৃষ্ণ #উপবাস #ব্রত #ভক্তি #ধর্ম #শান্তি
✍️ Dipok Datta Dipu -দিপক দত্ত :-যদি কোথাও ভুল থাকে, কৃপা করে আমাকে জানাবেন।🙏

13/08/2025

শ্রীকৃষ্ণের অষ্টোত্তরশত নাম 🙏
#হরে_কৃষ্ণ #অষ্টোত্তরশত_নাম #মেটংঘর

11/08/2025

কর্মই সর্বোচ্চ ধর্ম 🤔
হরে কৃষ্ণ #মেটংঘর_মন্দির #শ্রীমদ্ভগবতগীতা_পাঠ

Address

Cumilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when মেটংঘর সার্বজনীন শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দির posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মেটংঘর সার্বজনীন শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দির:

Share