কোরআনের পথে

কোরআনের পথে 📖কোরআন এবং হাদিস📖

06/11/2024
01/11/2024

[২:১৫৫] আল বাকারা

وَلَنَبلُوَنَّكُم بِشَيءٍ مِنَ الخَوفِ وَالجوعِ وَنَقصٍ مِنَ الأَموالِ وَالأَنفُسِ وَالثَّمَراتِ وَبَشِّرِ الصّابِرينَ

আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা এবং জান-মাল ও ফল-ফলাদির স্বল্পতার মাধ্যমে। আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও।

আগামীকাল ৩১ অক্টোবর রোজ বৃহস্পতিবার বাদ আসর গাজীপুর স্কুল মসজিদ হতে উলুকান্দি অভিমূখে ইসলাম বিরোধী কার্যকলাপের বিরুদ্ধে ...
30/10/2024

আগামীকাল ৩১ অক্টোবর রোজ বৃহস্পতিবার বাদ আসর গাজীপুর স্কুল মসজিদ হতে উলুকান্দি অভিমূখে ইসলাম বিরোধী কার্যকলাপের বিরুদ্ধে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে। সকল ছাত্র ও মুসলিম তৌহিদী জনতাকে মিছিলে শামিল হওয়ার জন্য অনুরোধ করা হইলো।

❣️বড়ত্ব একমাত্র আল্লাহর❣️
27/10/2024

❣️বড়ত্ব একমাত্র আল্লাহর❣️

👉লাকুম দ্বিনুকুম ওয়ালিয়া দ্বিন। অর্থঃতোমার  ধর্ম তোমার আমার ধর্ম আমার।
14/10/2024

👉লাকুম দ্বিনুকুম ওয়ালিয়া দ্বিন।
অর্থঃতোমার ধর্ম তোমার আমার ধর্ম আমার।

18/09/2024

গোপনে কবিরা গুনাহ যখন সীমা অতিরঞ্জিত হয়ে যায়,
তখন আল্লাহ তা'আলা তা প্রকাশ করে লাঞ্চিত করে দেন।
( হযরত আলী রা:)

12/09/2024

ক্ষমতা চিরস্থায়ী নয়।ক্ষমতা দেখিয়ে মানুষের সাথে অন্যায় অত্যাচার করবেন না,ক্ষমতা আজকে আছে কালকে নাও থাকতে পারে,ভুলে যাইয়েন না কত ক্ষমতাবান মানুষকে চোখের সামনে নিঃস্ব হয়ে যেতে দেখেছি ভালো কাজ না করতে পারেন কিন্তু অন্যায়ের সঙ্গ দিয়েন না✋🥰

23/08/2024

দুনিয়াতে যে ব্যক্তি তার কোনো ভাইয়ের একটি বিপদ দূর করবে, কিয়ামতের দিন আল্লাহ তা’আলা তার একটি বিপদ দূর করবেন।
[সুনান আত তিরমিজী : ২৯৪৫]

20/08/2024

আজকে একটা বিষয় নিয়ে খুব ভাবছি!
আসলে কি দরকার এমন ক্ষমতার, যেই ক্ষমতা শেষ না হতে হতেই জেল হাজত আর রিমান্ডে যাওয়া লাগে,একটু লজ্জার দরকার, আসলে আমাদের বর্তমান মানবজাতির লজ্জা বলতে কিছুই নাই,এটাতো আর আজ কালকের বিষয় না, যে নতুন দেখলাম আর শুনলাম এটা অনেক আগে থেকেই ঘটে আসছে, যে তুমি জুলুম করবা হয়তো কিছুদিন কিন্তু এর পরিবর্তে তোমাকে তার চেয়েও বেশি জুলুম সহ্য করতে হবে।কারণ আল্লাহ তায়া’লা ছাড় দেন কিন্তু একেবারে ছেড়ে দেননা,অবশ্যই তিনি উত্তম বিচারক।

এইযে দেখেন Salman F Rahman, Dipu moni, Polok, সহ আরও বড় বড় মন্ত্রিত্ব পদবি নিয়ে কত কোটি কোটি টাকা দেশ থেকে পাচার করছে, ভাই একটা মানুষের কত টাকা লাগে জীবনে,আসলে কত লাগে সেটা বড় কথা নয় বরং আমরা তার চেয়ে বেশি চিন্তা করি কার থেকে কার বেশি আছে সেটি নিয়ে,আর এই বিষয়টার জন্যই আমাদের আজকের এই অধপতন।

গত কিছুদিন আগে Salman F Rahman আর Anisul. Huq কে দেখলাম আহ্ কি নির্মম পরিস্থিতি অথচ দেখুন তাদের যেই পরিমাণ অর্থ- সম্পদ আছে তা ক্যালকুলেটরেও হিসেব করে বলা মুসকিল😔Anisul Huq ছিলেন সাবেক আইনমন্ত্রী আর Salman F Rahman ইনডিপেনডেন্স নিউজ টিভির চেয়ারম্যান অথচ উনারা একজন আইনজীবিও পায়নি নিজেদের পক্ষে কথা বলার, আর Salman F Rahman এর নিজের চ্যানেলেই তার এই নির্মম পরিস্থিতির খবর দেখাচ্ছে।আর আজ দেখলাম Dipu moni উনার অবস্থা আহ্ পুলিশের হেলমেট পড়িয়ে নিয়ে যাচ্ছে আবার নাকি ৫ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে,ভাবা যায় কি থেকে কি হয়েছে।

আসলে এগুলাতো সামান্য ক্ষমতা,আমাদের ফেরাউন নাকি যত জীবন বেচে ছিলেন উনার এর মধ্যে সর্দি কাশিও হয়নাই, আর ক্ষমতার কথা বলেতো শেষই করা যাবেনা, উনিই ধংশ হইছে আর আমাদেরতো তাদের দিক বিবেচনা করলে কিছুই নাই।

সর্বোপরি এটাই বলি ভাই আমরা আল্লাহর দরবারে হেদায়েত চাই,আর নিজেরাও চেষ্টা করি লোভ আর অহংকার থেকে বেঁচে থাকার।আল্লাহ তায়া'লা আমাদের সকলকে নেক বুঝ আর হেদায়েত দান করুক,আমিন।

08/08/2024

বাংলাদেশ ছাত্র শিবির ও জামায়াতে ইসলাম

05/08/2024

ক্ষমতা চিরস্থায়ী না।
আসলে আজ ০৫-০৮-২০২৪ এই দিনটি থেকে আমাদের অনেক কিছু শিখার আছে।
কেউ অনেক কিছুই ভাবেনি,কিন্তু হটাৎ করেই অনেক কিছুর পরিবর্তন হয়ে গিয়েছে,হাসিনা কখনোই ভাবেনি এতো দ্রুত তার পতন হবে,পুলিশ ভাবেনি তাদের এতোটা অসহায় হতে হবে।কারোর উপর অত্যাচার করার আগে একবার হলেও এই ৫ই আগষ্ট দিনটির কথা ভেবে দেখবেন।আসলে আমাদের ইসলাম ধর্মেই এর অনেক উদাহরণ আছে,কিন্তু তারপরও আমরা ক্ষমতার লোভে মানুষত্ব বোধটাই হারিয়ে ফেলি।অনেক বলার ছিল তবে বুঝে নিলে এখান থেকেই অনেক শিক্ষা নেয়ার আছে,আল্লাহ আমাকে সহ সকলকে নেক বুঝ দান করুক, আমিন।

কুমিল্লায় মন্দির পাহারায় ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা মহানগর শাখার নেতৃবৃন্দরা।
05/08/2024

কুমিল্লায় মন্দির পাহারায় ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা মহানগর শাখার নেতৃবৃন্দরা।

01/08/2024

একটি হাদীছ শুনবেন?

রাসূলুল্লাহ (ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন,
"কিয়ামতের দিন নিহত ব্যক্তি তার হত্যাকারীর হাত ধরে নিয়ে আসবে, তখন তার শিরা হতে রক্ত প্রবাহিত হতে থাকবে।
সে বলবে, ইয়া আল্লাহ! আপনি এই ব্যক্তিকে জিজ্ঞেস করুন, সে আমাকে কী কারণে হত্যা করেছিল?" [নাসাঈ, হা/৩৯৯৯]

হিসাব দিতে পারবেন তো?

মনে রাখবেন, সেদিন কিন্তু কোনো ফাঁকফোকড় দিয়ে বেরিয়ে যাওয়ার সুযোগ থাকবে না। সেদিন কেউ আপনার পাশে দাঁড়ানো তো দূরের কথা এমনকি আপনার অঙ্গপ্রত্যঙ্গও আপনার অপকর্মের সাক্ষ্য দেবে।
copy post

01/08/2024

একটি যুগ আসবে যখন মানুষ উপার্জন করতে একথা চিন্তা করবে না যে,আমি হালাল পন্থায় উপার্জন করছি,নাকি হারাম পন্থায়! [সহীহ বুখারী,হাদিস নং ১৯৪১]

01/08/2024

আল্লাহ ছাড় একেবারে ছেড়ে দেন না
অবশ্যই সকল কৃতকর্মের ফল আমাদের সবাইকেই ভোগ করতে হবে

15/07/2024

হে মানুষ তোমরা কি জানোনা?
অবশ্যই আল্লাহ তায়া’লা উত্তম বিচারক
সুতরাং সময় ফুরাবার আগেই ফিরে আসার চেষ্টা কর আল্লাহর পথে।
😔

Address

Cumilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when কোরআনের পথে posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to কোরআনের পথে:

Videos

Share