20/08/2024
আজকে একটা বিষয় নিয়ে খুব ভাবছি!
আসলে কি দরকার এমন ক্ষমতার, যেই ক্ষমতা শেষ না হতে হতেই জেল হাজত আর রিমান্ডে যাওয়া লাগে,একটু লজ্জার দরকার, আসলে আমাদের বর্তমান মানবজাতির লজ্জা বলতে কিছুই নাই,এটাতো আর আজ কালকের বিষয় না, যে নতুন দেখলাম আর শুনলাম এটা অনেক আগে থেকেই ঘটে আসছে, যে তুমি জুলুম করবা হয়তো কিছুদিন কিন্তু এর পরিবর্তে তোমাকে তার চেয়েও বেশি জুলুম সহ্য করতে হবে।কারণ আল্লাহ তায়া’লা ছাড় দেন কিন্তু একেবারে ছেড়ে দেননা,অবশ্যই তিনি উত্তম বিচারক।
এইযে দেখেন Salman F Rahman, Dipu moni, Polok, সহ আরও বড় বড় মন্ত্রিত্ব পদবি নিয়ে কত কোটি কোটি টাকা দেশ থেকে পাচার করছে, ভাই একটা মানুষের কত টাকা লাগে জীবনে,আসলে কত লাগে সেটা বড় কথা নয় বরং আমরা তার চেয়ে বেশি চিন্তা করি কার থেকে কার বেশি আছে সেটি নিয়ে,আর এই বিষয়টার জন্যই আমাদের আজকের এই অধপতন।
গত কিছুদিন আগে Salman F Rahman আর Anisul. Huq কে দেখলাম আহ্ কি নির্মম পরিস্থিতি অথচ দেখুন তাদের যেই পরিমাণ অর্থ- সম্পদ আছে তা ক্যালকুলেটরেও হিসেব করে বলা মুসকিল😔Anisul Huq ছিলেন সাবেক আইনমন্ত্রী আর Salman F Rahman ইনডিপেনডেন্স নিউজ টিভির চেয়ারম্যান অথচ উনারা একজন আইনজীবিও পায়নি নিজেদের পক্ষে কথা বলার, আর Salman F Rahman এর নিজের চ্যানেলেই তার এই নির্মম পরিস্থিতির খবর দেখাচ্ছে।আর আজ দেখলাম Dipu moni উনার অবস্থা আহ্ পুলিশের হেলমেট পড়িয়ে নিয়ে যাচ্ছে আবার নাকি ৫ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে,ভাবা যায় কি থেকে কি হয়েছে।
আসলে এগুলাতো সামান্য ক্ষমতা,আমাদের ফেরাউন নাকি যত জীবন বেচে ছিলেন উনার এর মধ্যে সর্দি কাশিও হয়নাই, আর ক্ষমতার কথা বলেতো শেষই করা যাবেনা, উনিই ধংশ হইছে আর আমাদেরতো তাদের দিক বিবেচনা করলে কিছুই নাই।
সর্বোপরি এটাই বলি ভাই আমরা আল্লাহর দরবারে হেদায়েত চাই,আর নিজেরাও চেষ্টা করি লোভ আর অহংকার থেকে বেঁচে থাকার।আল্লাহ তায়া'লা আমাদের সকলকে নেক বুঝ আর হেদায়েত দান করুক,আমিন।