31/08/2023
🌼🕉️ #ওঁ__তৎ__সৎ 🕉️🌼
🕉️🌼 #ওঁ_নমঃ_ভগবতে_বাসুদেবায় 🕉️🌼
✴️পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আর্বিভাব তিথি শুভ জন্মাষ্টমী -২০২৩ইং 🙏🕉️
#শুভ_জন্মাষ্টমী_পালনঃ
👉আগামী ০৬ সেপ্টেম্বর ২০২৩খ্রিষ্টাব্দ, ১৯ ভাদ্র ১৪৩০বঙ্গাব্দ রোজঃ বুধবার।
#শুভ_জন্মাষ্টমী_তিথিঃ
👉আগামী বুধবার রাত ৮ঃ৪০ মিঃ হইতে বৃহস্পতিবার রাত ৮ঃ৩৩ মিঃ পর্যন্ত।
#নন্দ__ভোগঃ
👉আগামী ০৭ সেপ্টেম্বর ২০২৩খ্রিষ্টাব্দ, ২০ ভাদ্র ১৪৩০বঙ্গাব্দ রোজঃ বৃহস্পতিবার।
✴️৫ম বার ২দিনব্যাপী যৎ সমান্য আয়োজনের চেষ্টায় পূর্ব নারায়ণপুর গীতা সংঘ। 🙏
✴️আমন্ত্রণ__________পত্র✴️
#সুধী__ভক্তবৃন্দ,
✴️যদিও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ জন্মরহিত আর তাঁহার চিন্ময় দেহ অব্যয় এবং তিনি সর্বভূতের ঈশ্বর। তবুও ভগবান শ্রীকৃষ্ণ যখনই ধর্মের অধংপতন হয় এবং অধর্মের অভ্যূথ্থান ঘটে তখন তিনি সাধুদের পরিত্রাণ করার জন্য এবং দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য তাঁহার অন্তরঙ্গ যোগমায়া শক্তিকে আশ্রয় করিয়া যুগে যুগে অবতীর্ণ হইয়া থাকেন। যে ব্যক্তি ভগবানের এই দিব্য জন্ম ও কর্ম লীলা যথাযথ ভাবে জানেন ও পালন করেন তাঁহার আর পুনঃজন্ম হয় না। তিনি নিত্যধাম লাভ করেন। 🙏
#অতএব, আপনি /আপনারা সপরিবারে ও সবান্ধবে পূর্ব নারায়ণপুর গীতা সংঘকর্তৃক আয়োজিত দিব্য লীলা কর্ম শুভজন্মষ্টমী ০৬ সেপ্টেম্বর ২০২৩ইং হইতে ০৭ সেপ্টেম্বর ২০২৩ইং তারিখে উপস্থিত/ অংশগ্রহণ করিয়া উক্ত অনুষ্ঠানকে সাফল্য মন্ডিত করবেন। 🙏
👉২দিনব্যাপী আয়োজনের অনুষ্ঠান সূচিঃ
★আগামী ০৬/০৯/২০২৩ইং রোজঃ বুধবার।
💠সকাল ৭ঃ০০ ঘটিকায় মঙ্গল শোভাযাত্রা।
💠সকাল ৮ঃ৩০ ঘটিকায় বাল্য ভোগ।
💠দুপুর ১ঃ৩০ ঘটিকা থেকে শ্রীমদ্ভাগবত গীতা পাঠ করবেন শ্রী বাবু অমূল্য আচার্য্য।
💠সন্ধ্যা ৬ঃ০০ ঘটিকায় ভগবান শ্রীকৃষ্ণের অভিষেক ও মহা অষ্টমী পূজা শুরু।
💠সন্ধ্যা ৬ঃ৩০ মিনিট হতে রাত্রি ৮ঃ৩০ মিনিট পর্যন্ত ভগবানের কৃষ্ণকথা আলাপন।
*পাঠকঃ শ্রী সঞ্জয় চক্রবর্তী, মতলব, চাঁদপুর।
💠রাত ৯ঃ০০ ঘটিকায় হতে ভগবান শ্রীকৃষ্ণের আগমন উপলক্ষ্যে আনন্দ কীর্তন।
★আগামী ০৭/০৯/২০২৩ইং রোজঃ বৃহস্পতিবার।
💠সকাল ৭ঃ০০ ঘটিকায় পারণ পূজা।
💠সকাল ১০ঃ০০ ঘটিকা হইতে অপ্রাকৃত ভগবানের মহিমা পাঠ।
*পাঠকঃ শ্রী সঞ্জয় চক্রবর্তী, মতলব, চাঁদপুর।
💠দুপুর ১২ঃ৩০ ঘটিকায় নন্দভোগ (ভোগ আরতি)।
💠দুপুর ১ঃ০০ ঘটিকায় #মহাপ্রসাদ_বিতরণ।
💠রাত ৮ঃ০০ ঘটিকায় নাম কীর্তনের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত। নামকীর্তন করবেন স্থানীয় ভক্তবৃন্দ।
#অভ্যর্থনায়
পূর্ব নারায়ণপুর গীতা সংঘ
#প্রয়োজনেঃ
★পিয়াস সূত্র ধর।
☎️01408665665
★অমর সূত্র ধর।
☎️01988775810
★আশিষ সূত্র ধর।
☎️01914269535
#স্থানঃ পূর্ব নারায়ণপুর দুর্গা মন্দির।
পূর্ব নারায়ণপুর, আমড়াতলী, বরুড়া, কুমিল্লা।
#শুভেচ্ছান্তেঃ পূর্ব নারায়ণপুর গীতা সংঘ। 🌼