M i n g l e L i f e

M i n g l e L i f e আচরণে যত্ন বোঝা যায়,
যত্ন বোঝা যায় শব্দে,অশব্দে,বাক্যে কিংবা নীরবতা।

"মানুষের আত্মা অমর, কিন্তু আমরা এক এমন মুখের উপাসনা করি-যা একদিন পচে যাবে।”
14/08/2025

"মানুষের আত্মা অমর, কিন্তু আমরা এক এমন মুখের উপাসনা করি-যা একদিন পচে যাবে।”

লায়লা খালার করা মা*ম* লায় আবারো গ্রেফতার হলেন প্রিন্স মামুন৷ আমি বুঝলাম না বাংলাদেশের পুলিশ কি আসলে চোখে টিনে চশমা লাগায়...
14/08/2025

লায়লা খালার করা মা*ম* লায় আবারো গ্রেফতার হলেন প্রিন্স মামুন৷ আমি বুঝলাম না বাংলাদেশের পুলিশ কি আসলে চোখে টিনে চশমা লাগায়া ঘুরে? নাকি লায়লা খালা টাকা দিয়া সবাইকে কিনে নিছে৷ প্রিন্স মামুন ফেরেশতা না কিন্তু লায়লা মা*ম*লা দিলেই দেখি পুলিশ ভায়েরা নাচতে নাচতে ওরে ধরতে চলে আসে৷ অথচ লায়লার মতন একটা ৫০ বছরের ম*হি*লা ফেসবুকে বা'চ্চা বা'চ্চা পোলা নিয়ে নাচানাচি করে এগুলো পুলিশ চোখে দেখে না৷ ল'জ্জা থাকা উচিত আসলে :)

- তুলন

এতগুলো নাপা ওষুধ, কী জন্য খাবেন? সহজ ভাষায় বুঝুন১. Napa 500উপাদান: Paracetamol 500 mgব্যবহার: জ্বর, মাথা, দাঁত, কানে ব্য...
14/08/2025

এতগুলো নাপা ওষুধ, কী জন্য খাবেন? সহজ ভাষায় বুঝুন

১. Napa 500

উপাদান: Paracetamol 500 mg

ব্যবহার: জ্বর, মাথা, দাঁত, কানে ব্যথা, পিরিয়ড বা মচকে যাওয়া ব্যথা

সাধারণত নিরাপদ, তবে বেশি খেলে লিভার সমস্যা হতে পারে।

২. Napa Extra

উপাদান: Paracetamol + Caffeine

ব্যবহার: জ্বর, মাথাব্যথা (বিশেষ করে মাইগ্রেইন), ঠান্ডা ক্যাফেইন শক্তি বাড়ায়, ব্যথা কমায়।

সাবধান:

অনিদ্রা, গ্যাস্ট্রিক, হাত কাঁপা হতে পারে।

৩. Napa Extend

উপাদান: Paracetamol (Extended Release) 665 mg

ব্যবহার: দীর্ঘস্থায়ী ব্যথা (যেমন আর্থ্রাইটিস), দিনে ২-৩ বার খাওয়া যায়

ধীরে ধীরে কাজ করে, লিভার সুরক্ষিত।

8. Napa One

উপাদান: Paracetamol 1000 mg (১ গ্রাম)

ব্যবহার: তীব্র ব্যথা ও উচ্চ জ্বর, বড়দের জন্য

সাবধান: লিভারের ওপর বেশি প্রভাব, বেশি খাওয়া বিপজ্জনক।

৫. Napadol

উপাদান: Paracetamol + Tramadol

ব্যবহার: মাঝারি থেকে তীব্র ব্যথা (অস্ত্রোপচার, ক্যান্সার)

সাবধান: মাথা ঘোরা, ঘুম, বমি, আসক্তি হতে পারে।

ডাক্তারের পরামর্শ ছাড়া নয়।

৬. Napa Rapid

উপাদান: Paracetamol 500 mg (রেপিড অ্যাকশান)

ব্যবহার: দ্রুত কার্যকর, ১৮ বছরের বেশি বয়সীদের জন্য

সাধারণ Napa 500 এর মতো, কিন্তু দ্রুত কাজ করে।

সতর্কতা:

একসাথে একাধিক Napa বা প্যারাসিটামল জাতীয় ওষুধ খাওবেন না।

লিভার সমস্যা থাকলে ডাক্তারের পরামর্শ ছাড়া খাবেন না।

Napadol ডাক্তারের পরামর্শ ছাড়া কখনো নেবেন না।

সবসময় ওষুধ সঠিকভাবে ও ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করুন।

সংগ্রহীত।

নাম-লিমনসে পেশায় একজন ভ্যান চালকসে জন্মগত ভাবে প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও কারো কাছে সাহায্য সহযোগিতার আশা না করে নিজে আত্ম...
13/08/2025

নাম-লিমন
সে পেশায় একজন ভ্যান চালক
সে জন্মগত ভাবে প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও কারো কাছে সাহায্য সহযোগিতার আশা না করে নিজে আত্মকর্মসংস্থানের মাধ্যমে পরিবারের মুখে খাবার তুলে দিতো।

কে জানতো যে তার ইনকামের একমাত্র মাধ্যম ভ্যান তার জীবন টাই কেড়ে নিবে!
কে বা কারা তাকে হত্যা করে রেখে ভ্যান নিয়ে চলে যায়।
অভয়নগরের শ্রীধরপুর ইউনিয়নে গত রাতে তার লাশ পাওয়া যায়।

জাতি হিসেবে কতই না জঘন্য নির্লজ্জ মোরা।😭

আহ্ হা,অভিনয়ের জন্য নারী সেরা রেহ্....😁
11/08/2025

আহ্ হা,অভিনয়ের জন্য নারী সেরা রেহ্....😁

🤐🤐
11/08/2025

🤐🤐

“ক্যান্সার” শব্দটা যতটা ভয়াবহ শোনায়, তার পেছনের গোপন খেলা তার চেয়েও ভয়ংকর। এটা কেবল একটা রোগ না, বরং একটি বহুজাতিক চিকিৎ...
11/08/2025

“ক্যান্সার” শব্দটা যতটা ভয়াবহ শোনায়, তার পেছনের গোপন খেলা তার চেয়েও ভয়ংকর। এটা কেবল একটা রোগ না, বরং একটি বহুজাতিক চিকিৎসা ও ফার্মাসিউটিক্যাল দানবের আখড়া, যেখানে মানুষকে রোগী বানিয়ে আজীবন শোষণ করা হয়।

ক্যান্সারের প্রকৃত কারণ গোপন করা হয় কেন জানেন?

কারণ ক্যান্সার হচ্ছে “দেহের প্রাকৃতিক প্রতিক্রিয়া”ক্যান্সার কোষ অনেক সময় শরীরের ডিটক্স বা টক্সিন বের করে দেওয়ার প্রক্রিয়া হিসেবেও তৈরি হয়।
টক্সিন, রেডিয়েশন, হরমোনাল ইমব্যালেন্স, এবং বিষাক্ত খাদ্য শরীরের কোষগুলোকে মিউটেট করে তোলে।
কিন্তু এই root cause গুলো তারা সরিয়ে না দিয়ে শুধু লক্ষণ (symptoms) কন্ট্রোল করে।

ফার্মাসিউটিক্যাল কোম্পানি ট্রিলিয়ন ডলার ব্যবসা করে এই ক্যান্সার দিয়ে-

এক কথায় ক্যান্সার ট্রিটমেন্ট = ট্রিলিয়ন ডলার ব্যবসা।

একবার ক্যান্সার ধরলে রোগী অন্তত ১০–৫০ লাখ টাকায় শেষ হয়ে যায়। কেমো, রেডিওথেরাপি, ওষুধ, হসপিটাল বিল… সবই লাভের খনি।
তাদের দরকার ক্যান্সার সারানো না, রোগীকে বাঁচিয়ে রেখে ধীরে ধীরে শেষ করা।

এখন প্রশ্ন হচ্ছে বড় বড় তারকারা, বিলিওনিয়ার, রাজনীতিকেরা ক্যান্সার হলে কেন তারা বেশিরভাগ সময় বেঁচে যায়? অথচ সাধারণ মানুষের ক্ষেত্রে ক্যান্সার মানেই প্রায় মৃত্যু?

এর পেছনে ৩টা স্তরে লুকানো সত্য আছে

১-তারা মুলত Alternative গোপন চিকিৎসা পায় যা সাধারণ মানুষ জানে না।

বিশ্বের এলিটদের জন্য রয়েছে
Gerson Therapy > শরীরকে ডিটক্স করে, লিভার রিকভার করে, ক্ষারীয় খাবার দিয়ে ক্যান্সার কোষকে মারে।

Ozone Therapy > শরীরে অতিরিক্ত অক্সিজেন ঢুকিয়ে ক্যান্সার কোষ ধ্বংস করে।

High-dose Vitamin C IV therapy > IV এর মাধ্যমে শরীরে বিশাল মাত্রার ভিটামিন C ঢুকিয়ে কোষকে শক্তিশালী করে।

Hyperbaric Oxygen Chamber > বায়ুচাপ ও অক্সিজেন দিয়ে ক্যান্সার কোষের পরিবেশ নষ্ট করে

Alkaline therapy + raw food > শরীরের pH এমন জায়গায় নিয়ে যায়, যেখানে ক্যান্সার টিকতেই পারে না।

এই থেরাপিগুলোকে FDA / WHO কখনো অনুমোদন দেয় না কারণ ফার্মা মাফিয়ারা এতে টাকা কামাতে পারে না। তাই এসব পদ্ধতি “unscientific” বলে দমন করা হয়।

২-তাদের Chemotherapy-ও হয় “customized & cleaner version”

আমরা যেটা পাই-
Toxic chemo যা ভালো কোষও ধ্বংস করে দেয়। চুল পড়ে যায়, ইমিউন সিস্টেম ভেঙে পড়ে।

তারা যা পায়-
Ultra-high tech personalized chemo + targeted therapy + stem cell support
Supplement + ইমিউন সিস্টেম বুস্টার দিয়ে side effect কমিয়ে ফেলে

৩. তারা জানে ক্যান্সার হলো “Metabolic Disease”Genetic না!
তারা বিশ্বাস করে না যে ক্যান্সার হলো “দুর্ভাগ্যজনিত জেনেটিক রোগ”।

তাদের চিকিৎসকরা জানে:
“ক্যান্সার কোষ = অস্বাভাবিকভাবে গ্লুকোজ খাওয়া কোষ”
তাই চিনি বন্ধ করে, ক্ষারীয় খাবার দিয়ে, শরীর ডিটক্স করে ফলে ক্যান্সার কোষ না খেয়ে মারা যায়।

অথচ সাধারণ মানুষকে শেখানো হয়:
“এটা কপাল, জেনেটিক, কেমো ছাড়া উপায় নাই।ক্যান্সার মানেই মৃত্যু। আপনাকে হতাশ করে তুলবে। আপনাকে চিন্তিত করে তুলবে। এবং এই সুযোগে ক্যান্সার আপনার শরীরে আরও ভয়ানক রুপ ধারন করে।”

তাহলে ক্যান্সার কি আসলেই “অপরিবর্তনীয় মৃত্যুদণ্ড?

না। প্রচলিত মেডিকেল সিস্টেম যে চিত্র তুলে ধরে ক্যান্সার মানেই মৃত্যু সেটা অনেকাংশে মিথ্যা।

ক্যান্সার থেকে বেঁচে যাওয়ার প্রকৃত পথ হচ্ছে

Alkaline Diet (pH ব্যালেন্স করে):
ক্যান্সার কোষ এসিডিক পরিবেশে বাড়ে, আলকালাইন খাদ্য এটা বন্ধ করে।
Dr. Sebi নামে এক হোলিস্টিক হিলার ছিলেন যিনি শুধু alkaline food খাইয়ে হাজারো ক্যান্সার রোগীকে সারিয়ে তুলেছিলেন। কিন্তু তাকে পরে “ভুয়া চিকিৎসক” বলে হঠাৎ করে May 2016 এ গ্রেফতার করে মেরে ফেলা হয়।

Vitamin B17 (Laetrile):
প্রাকৃতিক অ্যান্টি-ক্যান্সার উপাদান, যা FDA নিষিদ্ধ করেছে।
Vitamin B17 নামে পরিচিত এই জিনিসটা আসলে একটুও ভিটামিন না।
এটি হলো একটি প্রাকৃতিক ক্যান্সার-নাশক যৌগ যার প্রকৃত নাম Amygdalin, এবং প্রক্রিয়াজাত রূপ হলো Laetrile।
এটি প্রাকৃতিকভাবে কিছু নির্দিষ্ট ফলের বীজ থেকে নেওয়া হয়। বিশেষ করে আপেল, খেজুর, তেঁতুল, আঙ্গুর, বিশেষ করে আবেগ বিচি (Apricot kernel) এ।
এটা শরীরে গিয়ে সায়ানাইড (cyanide) ছাড়ে। কিন্তু শুধু ক্যান্সার কোষের মধ্যেই।
তাই স্বাভাবিক কোষ ক্ষতিগ্রস্ত না হয়ে শুধু ক্যান্সার কোষ ধ্বংস হয়।

১৯৭০ দশকে Dr. Ernst Krebs নামে একজন গবেষক বলেন:
“B17 হচ্ছে প্রকৃত ক্যান্সার প্রতিরোধক। ক্যান্সার আসলে B17 ঘাটতির রোগ।”
তিনি Laetrile দিয়ে বহু ক্যান্সার রোগী সুস্থ করেছিলেন।কিন্তু পরে FDA এটাকে নিষিদ্ধ করে।
কারণ:
ক্যান্সার একটি ট্রিলিয়ন ডলারের ব্যবসা।
তারা ক্যান্সার সারাতে চায় না। চায় রোগীকে চিরস্থায়ী খদ্দর বানাতে।

11/08/2025
দ্রুত বিয়ের আমলঃ১. বেশি বেশি ইস্তেগফার করা। যথাসম্ভব সার্বক্ষণিক ইস্তেগফার করা।উঠতে বসতে আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকা।২...
11/08/2025

দ্রুত বিয়ের আমলঃ

১. বেশি বেশি ইস্তেগফার করা। যথাসম্ভব সার্বক্ষণিক ইস্তেগফার করা।

উঠতে বসতে আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকা।

২. সুরা ফুরকানের ৭৪ নং আয়াতটা পড়তে পারি। প্রতি ফরজ নামাজের পর তো বটেই, সুযোগ পেলেই দোয়াটি গভীর আবেগ নিয়ে পড়তে পারি।

رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا

৩. সুরা কাসাসের ২৪ আয়াতে বর্ণিত দোয়াটাও বেশি বেশি পড়তে পারি,

رَبِّ إِنِّي لِمَا أَنْزَلْتَ إِلَيَّ مِنْ خَيْرٍ فَقِيرٌ

এই দোয়ায় বিয়ে, বিবিবাচ্চা, চাকুরি, ঘরবাড়ি সবকিছুর ব্যবস্থা হয়ে যাবে। ইন শা আল্লাহ।

৪. বেশি বেশি দোয়া করা। বিশেষ করে দুয়া কবুল হওয়ার সময়গুলো একটাও দোয়াবিহীন না যায়।

৫. আমল-দোয়ার পাশাপাশি হালাল পন্থায় পাত্র/পাত্রীর খোঁজ করাও জরুরী।

৬. অনেক সময় জাদু-সিহর করে বিয়ে আটকে রাখা হয়। এজন্য রুকইয়া করা।

৭. নিয়মিত সদকা করা।

৮. অন্য মুসলিম ভাইবোনের জন্য বিয়ের দোয়া করা।

৯. মা-বাবার সাথে ভালো সম্পর্ক রাখাও জরুরি।

~ শাইখ আতিক উল্লাহ (হাফি.)

Always mony power🔥
11/08/2025

Always mony power🔥

আকাশচুম্বী ঝগড়া হোক,তবুও বিন্দু মাত্র অবহেলা করো না।
11/08/2025

আকাশচুম্বী ঝগড়া হোক,তবুও বিন্দু মাত্র অবহেলা করো না।

🫣🫣
08/08/2025

🫣🫣

Address

Cumilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when M i n g l e L i f e posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to M i n g l e L i f e:

Share