আল্লামা মুফতি হাসান জামিল সাহেব দাঃবাঃ

  • Home
  • Bangladesh
  • Cumilla
  • আল্লামা মুফতি হাসান জামিল সাহেব দাঃবাঃ

আল্লামা মুফতি হাসান জামিল সাহেব দাঃবাঃ ❤️ইসলামের জন্য প্রয়োজন হলে জীবন দেবো❤️

দয়া করে সবাই পেজটিতে ফলো দিয়ে রাখবেন

প্রিয় শায়খ হাসান জামিল হাফি:
17/04/2025

প্রিয় শায়খ হাসান জামিল হাফি:

অসাধারণ মানুষ কিভাবে সাধারণভাবে চলাফেরা করে, ওনাকে দেখলেই বোঝা যায়।
15/04/2025

অসাধারণ মানুষ কিভাবে সাধারণভাবে চলাফেরা করে, ওনাকে দেখলেই বোঝা যায়।

দৃশ্যটা দেখে ভালো লাগল। উস্তাদজিকে এই জামায় প্রথম দেখলাম। আল্লাহ তাঁর শান আরও বৃদ্ধি করুন। সামনে কিশতি টুপিতে প্রোফেসর ই...
31/03/2025

দৃশ্যটা দেখে ভালো লাগল। উস্তাদজিকে এই জামায় প্রথম দেখলাম। আল্লাহ তাঁর শান আরও বৃদ্ধি করুন। সামনে কিশতি টুপিতে প্রোফেসর ইউনুস ও পাশে ধর্ম উপদেষ্টা।

ঈদ মোবারক 🌙
30/03/2025

ঈদ মোবারক 🌙

22/03/2025

পিও ওয়াকার, সোনামনি তুতুপুতু। তোমাকে কালকে একটা লেবেঞ্চুষ দেয়া হবে। ঠিকাছে বাবুটা?

লেবেঞ্চুষটা একটু তিতা হবে। মিষ্টি লেবেঞ্চুষ তো তোমার পছন্দ না, টক ঝাল মিস্টিও পছন্দ না। তিতাটা আশা করি পছন্দ হবে।

16/02/2025
14/02/2025

আজ আপনি কোনটা উদযাপন করবেন

13/02/2025

Collected Post

ছবির বাচ্চাটা আমার একমাত্র সন্তান মুয়ায ইবনে মুহাম্মাদ। ফারিস বলেই সবাই ডাকে। বাচ্চাটা সবেমাত্র ১ বছরে পা দিয়েছে। বাচ্চাটা মায়ের কোলে খাচ্ছিল, কাছে গিয়ে আমি হাত মেলে ধরতেই তাঁর ছোট্ট দুইখানা হাত দিয়ে আমার হাতটি পরম নির্ভরতায় নিজের বুকের সাথে চেপে ধরে চোখের ভাষায় নিরবে যেন বলছে - "বাবা আমি তোমাকে ভালোবাসি, আমাকে ছেড়ে কোথাও যেও না প্লীজ।"

গত ৩০ নভেম্বর ২০২৪ সালে দেশের বাহিরে ফারিসের
❝ওপেন হার্ট সার্জারী❞ হয়েছে আলহামদুলিল্লাহ। চিকিৎসা শেষে তিন মাস পর বাংলাদেশে ফেরার প্রস্তুতি নিচ্ছিলাম, এমন সময় হটাৎ ধরা পড়লো ফারিসের ❝লিভার ক্যান্সার❞ হয়েছে। লিভারে ২ টি ক্যান্সার টিউমার ধরা পড়েছে, এরমধ্যে একটি টিউমারের সাইজ বেশ বড়।

ইতিমধ্যে ক্যান্সার ট্রিটমেন্ট প্ল্যানিং বিষয়ে ভারতের কয়েকটি স্বনামধন্য হাসপাতালের কনসাল্টেশন করেছি। যেহেতু সম্প্রতি বাচ্চার ওপেন হার্ট সার্জারি হয়েছে এবং ফলোআপ চলছিল; তাই বাচ্চার চিকিৎসায় অনকোলজিস্ট, কার্ডিওলজিস্ট, হেপাটোলজিস্ট এবং পেডিয়াট্রিক সার্জন ইত্যাদি ডাক্তারদের সমন্বয়ে স্পেশাল কেয়ারে চিকিৎসা প্রয়োজন এবং দ্রুত চিকিৎসা শুরু করতে পারলে বেঁচে যাবে ইনশা'আল্লাহ। চিকিৎসার জন্য ফারিসকে হসপিটালে ভর্তি থাকতে হবে ৬/৭ মাস এবং চিকিৎসা করতে ❝প্রায় ৪০ লাখ টাকা❞ প্রয়োজন। আকস্মিক এই বিপদে এতো টাকা আমার পক্ষে জোগার করা সম্ভব নয়।

আমার সন্তানটা এখনও কথা বলতে শেখেনি, বসতে শেখেনি। সে শুধু তাঁর বাবা মায়ের কোলে নিরাপদে থাকতে চায়। কিন্তু অনাকাঙ্ক্ষিত ক্যান্সার মুয়াযকে প্রতিদিন মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। আপনাদের সম্মিলিত সাহায্যই পারে মুয়াযকে নতুন জীবন দিতে ইনশা'আল্লাহ।

আল্লাহ তা'আলা আমাদের মুসলিম বানিয়ে অনুগ্রহ করেছেন, সেই আল্লাহর তা'আলার সন্তুষ্টির জন্য আপনাদের প্রত্যেককে সবিনয়ে অনুরোধ করছি আমার একমাত্র সন্তান ফারিসের চিকিৎসায় এগিয়ে আসুন প্লীজ। পোস্টটি শেয়ার করুন। আপনাদের প্রত্যক্ষ পরোক্ষ প্রতিটি সাহায্য আল্লাহ তা'আলা সাদাকায়ে জারিয়া হিসেবে কবুল করুন।

★★ যাকাত দেয়া যাবে ★★

১. বিকাশ ও নগদ (সেন্ড মানি)-
01552-567814

২. বিকাশ (সেন্ড মানি) -
01945-678618

৩. বিকাশ ও নগদ (সেন্ড মানি)-
01841-205236

৪. বিকাশ (সেন্ড মানি)-
01677-190050

৫. রকেট -
01552 - 5678141

★ Al Arafah Islamic Bank
MD. Shaon Islam shafin
A/C NO: 0601120198755
Routing Number: 015274605
Branch : Nandipara, Dhaka

13/02/2025

আলোচিত বাঘিনী কন্যা নিহা জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানের কাছ থেকে বই উপহার ও উপদেশ পেলেন। ছোট্ট নিহা বলেন, জামায়াত ক্ষমতায় আসবে; হযরত ওমরের মতো দেশ চালাবে।

13/02/2025

ভারত ছাড়াই পেয়াজ খাচ্ছি ৩৫ টাকায়
ভারত ছাড়াই আলু খাচ্ছি ১৬ টাকা
ভারত ছাড়াই টমেটো খাচ্ছি ১৫ টাকা

আমাদের বন্ধুদেশ ভারতের প্রয়োজন নেই

Address

Cumilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when আল্লামা মুফতি হাসান জামিল সাহেব দাঃবাঃ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category