04/11/2025
তিতাসের কড়িকান্দি বাজারে ওমর ফারুক মুন্নার লিফলেট বিতরণ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-২ (হোমনা–তিতাস) আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী ওমর ফারুক মুন্না ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
মঙ্গলবার সকালে তিনি তিতাস উপজেলার কড়িকান্দি বাজার এলাকায় স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সাধারণ মানুষের হাতে লিফলেট বিতরণ করেন। এ সময় তিনি দলের পক্ষে ভোট প্রার্থনা করে সরকারের নানা অব্যবস্থাপনা ও জনগণের দুর্ভোগের কথা তুলে ধরেন।
স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ জানান, তরুণ নেতা হিসেবে ওমর ফারুক মুন্না জনগণের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন। তাঁর প্রচারণা কার্যক্রমে উৎসাহিত হয়ে মাঠে নেমেছেন দলের কর্মী-সমর্থকরা।