08/10/2025
আধা ঘণ্টার বৃষ্টিতে গৌরীপুর বাজারে জলাবদ্ধতা, ভোগান্তিতে পথচারী ও ব্যবসায়ীরা
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারে আনিস মার্কেটের সামনে অল্প সময়ের বৃষ্টিতেই সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। মঙ্গলবার বিকেলে মাত্র আধা ঘণ্টার বৃষ্টিতে রাস্তাটি ডুবে যায়, ফলে পথচারী ও ক্রেতা-বিক্রেতারা চরম দুর্ভোগে পড়েন।
স্থানীয় দোকানদাররা জানান, বাজারের ড্রেনেজ ব্যবস্থা অকার্যকর থাকায় অল্প বৃষ্টিতেই পানি জমে যায়। তারা দ্রুত পানির নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।