Janata TV online

Janata TV online মোবাইল 01819135912
01942665824
(1)

18/07/2025

মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে তিতাসের মজিদপুর ইউনিয়নের শাহবৃদ্ধি গ্রামবাসীর উদ্যোগে মাদকবিরোধী প্রস্তুতি সভা অনুষ্ঠিত।বক্তব্য দিচ্ছেন, তিতাস উপজেলা বিএনপির সদস্য ও মজিদপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হেলাল ভূইয়া।

18/07/2025

কুমিল্লা তিতাস উপজেলায় বিএনপির মৌন মিছিল
বক্তব্য দিচ্ছেন Khandaker Maruf Hossain

18/07/2025

এই মুহূর্তে তিতাস উপজেলায়
Khandaker Maruf Hossain

বরিশালের যুবক তিতাসে খু/ন স্ত্রী ও মেয়েকে যৌন হয়রানির ক্ষোভে বরিশালের যুবকে কুমিল্লার তিতাসে এনে খু/ন রহস্য উদঘাটন করেছে...
17/07/2025

বরিশালের যুবক তিতাসে খু/ন

স্ত্রী ও মেয়েকে যৌন হয়রানির ক্ষোভে বরিশালের যুবকে কুমিল্লার তিতাসে এনে খু/ন রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

স্ত্রীর সঙ্গে পরকীয়া এবং পরবর্তীতে সেই সূত্র ধরে মেয়ের সঙ্গে অবমাননাকর ঘটনার প্রতিশোধ নিতেই ইমতিয়াজ নামের ওই যুবককে বরিশাল থেকে ফুসলিয়ে কুমিল্লায় এনে শ্বাসরোধের পর গলা কেটে হত্যা করা হয়।

এই হ ত্যা কাণ্ডের সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে পিবিআই। তারা হলেন বরিশালের কাজীরহাট থানার ছৈয়দক্তা এলাকার মৃত সিরাজুল ইসলাম মোল্লার ছেলে মো. সোহেল ইসলাম (৪০), তার ছেলে শাহীন ইসলাম (১৯) এবং সোহেলের মামা, মেহেন্দিগঞ্জ থানার হেসামউদ্দিন এলাকার মৃত জালাল হাওলাদারের ছেলে হানিফ হাওলাদার (৬১)।

আজ বিকেলে কুমিল্লা পিবিআই কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পিবিআই কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম।

পুলিশ সুপার জানান, গত ১২ জুলাই কুমিল্লার তিতাস উপজেলার জিয়ারকান্দি গুলবাগ এলাকায় সড়কের পাশে একটি গাছের নিচে গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ মরদেহটি উদ্ধার করে। নিহত যুবক ইমতিয়াজ ওরফে মান্না (২২) বরিশালের কাজীরহাট থানার পূর্ব রতনপুর এলাকার দুলাল হাওলাদার এর ছেলে।

ঘটনার ছায়াতদন্ত শুরু করে পিবিআই। পরদিন ১৩ জুলাই নিহতের বাবা দুলাল হাওলাদার বাদী হয়ে তিতাস থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। কুমিল্লা পিবিআইয়ের পুলিশ পরিদর্শক আবু বকর তথ্যপ্রযুক্তির সহায়তায়
হ ত্যা কারীদের শনাক্ত করতে সক্ষম হন। এরপর ১৫ জুলাই গভীর রাতে রাজধানীর কামরাঙ্গীচর থেকে মূল পরিকল্পনাকারী সোহেল ও তার ছেলে শাহীনকে এবং তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ১৬ জুলাই রাজাবাজার এলাকা থেকে হ ত্যা কা ণ্ডে সহায়তাকারী আবু হানিফ হাওলাদারকে গ্রেপ্তার করা হয়।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রে প্তার কৃতরা হত্যার পেছনের চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন। মূল অভিযুক্ত সোহেল তার স্ত্রীকে বরিশালের গ্রামের বাড়িতে রেখে ছেলে শাহীনকে নিয়ে ঢাকায় গাড়ি চালাতেন। বাড়ি ফিরে তিনি স্ত্রীর সঙ্গে নিহত ইমতিয়াজের পরকীয়া সম্পর্কের কথা জানতে পারেন। এরপর তিনি স্ত্রীকে ঢাকায় নিয়ে এলেও তার মাদ্রাসা পড়ুয়া ১৫ বছর বয়সী মেয়েকে দাদির কাছে বরিশালে রেখে আসেন।

অভিযোগ অনুযায়ী, এই সুযোগে ইমতিয়াজ তার মায়ের সঙ্গে তোলা বিভিন্ন অ শ্লী ল ভিডিও দেখিয়ে সোহেলের মেয়েকে ব্ল্যাকমেইল করে এবং তার সঙ্গেও শারীরিক সম্পর্ক স্থাপন করতে বাধ্য করে। এই ঘটনাটিও সোহেলের কানে পৌঁছালে তিনি ক্ষোভে ফেটে পড়েন এবং প্রতিশোধ নেওয়ার জন্য ছেলে ও মামার সঙ্গে মিলে ইমতিয়াজকে হ ত্যা র পরিকল্পনা করেন।

পরিকল্পনা অনুযায়ী, ঘটনার দিন আসামিরা একটি লাল মাইক্রোবাসে করে ইমতিয়াজকে সিলেটে বেড়াতে নিয়ে যাওয়ার প্রলোভন দেখায়। ইমতিয়াজও তাদের সঙ্গে রওনা হন। কিন্তু মাইক্রোবাসটি সিলেটে না গিয়ে কুমিল্লার তিতাসের জিয়ারকান্দি এলাকায় নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে গাড়ির ভেতরেই তিনজন মিলে ইমতিয়াজকে প্রথমে শ্বাসরোধ করে হত্যা করেন। পরবর্তীতে মৃ ত্যু নিশ্চিত করতে গাড়ি থেকে নামিয়ে ম রা দেহটি রাস্তার পাশে ফেলে গলা কে টে দেন এবং ছু রি টি লাশের পাশেই ফেলে পালিয়ে যান।

পুলিশ সুপার আরও জানান, গ্রেপ্তারকৃত তিন আসামিকেই বৃহস্পতিবার আদালতে হাজির করা হলে তারা ১৬৪ ধারায় হ ত্যা কাণ্ডের দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবান বন্দি দিয়েছেন। মামলাটির তদন্ত চলমান রয়েছে এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে বলে তিনি জানান।

তিতাস উপজেলার বাতাকান্দি বাজারে ৮ জন ব্যক্তিকে আনুমানিক  ১০৭০ পিস কারেন্ট জাল ও চায়না রিং জাল সহ আটক করা হয়।মৎস রক্ষা ও ...
16/07/2025

তিতাস উপজেলার বাতাকান্দি বাজারে ৮ জন ব্যক্তিকে আনুমানিক ১০৭০ পিস কারেন্ট জাল ও চায়না রিং জাল সহ আটক করা হয়।মৎস রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ প্রত্যেককে ৫,০০০/- টাকা করে মোট ৪০,০০০০/- টাকা জরিমানা করা হয়। জব্দকৃত সকল জাল পরবর্তীতে বিনষ্ট করা হয়।
সার্বিক সহযোগিতায় ছিলেন অত্র উপজেলার মৎস কর্মকর্তার কার্যালয় এবং তিতাস থানা ও আনসার সদস্যবৃন্দ।

তিতাসের আসমানিয়া থেকে জগতপুর ও হরিপুর ব্রীজের পূর্ব পাশের রাস্তার বেহাল অবস্থা।
15/07/2025

তিতাসের আসমানিয়া থেকে জগতপুর ও হরিপুর ব্রীজের পূর্ব পাশের রাস্তার বেহাল অবস্থা।

14/07/2025
13/07/2025

মাদকবিরোধী আলোচনা সভা ও র‍্যালি

12/07/2025

নানা অভিযো'গ তুলে তিতাসের কলাকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইব্রাহিম সরকারের অপসারণ দাবিতে মা'নব'বন্ধ'ন করেন স্থানীয় জনসাধারণ.

কুমিল্লা তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়ন এর দড়িকান্দি ওয়াপদার সাথে একটি যুবকের মৃ/ত দে হ পড়ে আছে। তিতাস থানায় যোগাযোগ ক...
12/07/2025

কুমিল্লা তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়ন এর দড়িকান্দি ওয়াপদার সাথে একটি যুবকের মৃ/ত দে হ পড়ে আছে। তিতাস থানায় যোগাযোগ করুন। তার পরনে ছিলো জিন্স প্যান্ট এবং কালো রঙের গেঞ্জি। বেশি বেশি শেয়ার করুন যাতে করে আত্মীয়-স্বজন সনাক্ত করতে পারেন।তার পরনের বেল্ট এবং পায়ে রাবারের বালা দেখে চিহ্নিত করুন কার আত্মীয়-স্বজন হতে পারে।

বিশেষ সতর্কবার্তা — সকলকে শেয়ার করার অনুরোধ রইলোকাকিয়াখালী থেকে মোহনপুর ব্রিজ অভিমুখী সংযোগ সড়কের একটি অংশে আবারও বড়...
11/07/2025

বিশেষ সতর্কবার্তা — সকলকে শেয়ার করার অনুরোধ রইলো

কাকিয়াখালী থেকে মোহনপুর ব্রিজ অভিমুখী সংযোগ সড়কের একটি অংশে আবারও বড় ধস দেখা দিয়েছে। বালু সরে যাওয়ায় সড়কের নিচের অংশ দেবে গিয়ে বিপজ্জনক একটি গর্ত সৃষ্টি হয়েছে।

এই সড়ক দিয়ে চলাচলকারী সকল যানবাহন চালক ও পথচারীদের প্রতি বিশেষভাবে সতর্ক থাকার অনুরোধ জানানো হচ্ছে। সামান্য অসতর্কতায় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।

সেইসঙ্গে সংশ্লিষ্ট সড়ক ও জনপথ বিভাগের দৃষ্টি আকর্ষণ করছি—অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য।

তিতাসে হাতুড়ি দিয়ে পিটিয়ে একজন মাছ ব্যবসায়ীকে গুরুতর আহতের অভিযোগ পাওয়া গেছে।কুমিল্লার তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়ন কা...
10/07/2025

তিতাসে হাতুড়ি দিয়ে পিটিয়ে একজন মাছ ব্যবসায়ীকে গুরুতর আহতের অভিযোগ পাওয়া গেছে।

কুমিল্লার তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়ন কাকিয়াখালি গ্রামের মৃত দেবা চন্দ্র দাসের ছেলে জীবন চন্দ্র দাস (৩৫) কে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। হৃদয়বিদারক ঘটনাটি ঘটে আজ বৃহস্পতিবার আনুমানিক সন্ধ্যা ৬টা সময়। প্রথমে কাকিয়াখালি ব্রিজের দক্ষিণ পাশে তাকে বর্বরভাবে ধরে মারধর করে, পরে বালুয়াকান্দি গ্রামে ফিরোজ মিয়ার পুকুর পাড় ধরে নিয়ে যায় এবং সেখানেই হাতুড়ি দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় নির্মমভাবে আঘাত করে। অসহায় অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। বর্তমানে তিনি তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

সে একজন পরিশ্রমী ও সৎ মাছ ব্যবসায়ী।

Address

Cumilla

Telephone

+8801819135912

Website

Alerts

Be the first to know and let us send you an email when Janata TV online posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Janata TV online:

Share

Category