29/09/2025
শোকবার্তা
আমাদের অত্যন্ত প্রিয় একজন আলেমে দ্বীন, হাফেজ মাওলানা জামাল উদ্দিন হুজুর
২৭।০৯।২৫ ইং আমাদের মাঝ থেকে চলে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
প্রায় দীর্ঘ ৩০ বছর ধরে তিনি কুমিল্লা ,সদর থানার ,চাঁদপুরগ্রামের নাজির মসজিদের ইমাম ও খতিবের দায়িত্বে নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে খেদমত করে গেছেন। আজ ফজরের আজান দেওয়ার সময় “আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ” বাক্য উচ্চারণের পরেই তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে ইন্তেকাল করেন। তাঁর মৃত্যু এক মহাসৌভাগ্যপূর্ণ বিদায়, যা আল্লাহর বিশেষ কৃপা ছাড়া সম্ভব নয়।
হুজুরের জানাযা আজ বাদ আছর নাজির মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে এবং তাঁকে মসজিদের পাশে কবরস্থানে দাফন করা হবে। আমরা এলাকাবাসী ও ধর্মপ্রাণ মুসলমানদের জানাযায় অংশগ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি।
ব্যক্তিগতভাবে আমার কাছে ইমাম সাহেব একজন অতি প্রিয় মানুষ ছিলেন। যখনই দেখা হতো, আমাকে সালাম দেওয়ার আগেই তিনি হাসিমুখে আমাকে সালাম জানাতেন। আমাদের এলাকায় ১৯৯২ সালে মসজিদের ইমাম নিয়ে বিভেদ তৈরি হয়, তখন নাজির মসজিদ থেকে আলাদা হয়ে ছোবহানীয়া জামে মসজিদ প্রতিষ্ঠিত হয়। কিন্তু সেই কঠিন সময়ের পরও হুজুর সকলের সাথে সৌহার্দ্য ও সুন্দর সম্পর্ক বজায় রেখেছিলেন।
মাত্র ১৫/২০ দিন আগে তাঁর সাথে আমার শেষ দেখা হয়েছিলো। সর্বদা হাস্যোজ্জ্বল মুখে তিনি কথা বলতেন। আজ তিনি আর আমাদের মাঝে নেই।
আল্লাহ পাক আমাদের প্রিয় হুজুরকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করুন এবং তাঁর খেদমতকে কবুল করুন। আমীন। 😭