শা মী ম

শা মী ম

27/05/2025

আমার মৃত্যুর জন্য প্রার্থনা করো

আমি কিছু কষ্ট ভুলে যাওয়ার জন্য হাসি।
আমি কিছু স্মৃতি ভুলে যাওয়ার জন্য হাসি।
আমি আমাকে ভুলতে চাই!
কিন্তু কিভাবে?
আমি অন্ধকারে একা।
পথ খুঁজে পাচ্ছি না।
আমি রাস্তার দিক জানি না।
আমি শূন্য!
তুমি আমাকে খুব ভালো করে জানো।
আমি জীবনে ভালোবাসা ছাড়া আর কিছুই চাইনি।
তুমি আমার সম্পর্কে সবকিছু জানো।
আমি তোমাকে আমার হৃদয় দিয়ে অনুভব করেছি।
তুমি আমাতে তোমার জীবন হারানোর প্রতিশ্রুতি দিয়েছিলে!
ভালোবাসার সাথে তুমি এত অপরিচিত কেন?
আজও আমি আমার রাত শূন্যতায় কাটাই।
আমি এখনও তোমার নিঃশ্বাস অনুভব করি।
তোমার শরীরের গন্ধ আমার চারপাশের বাতাসে উড়ে।
দয়া করে আমার মৃত্যু কামনা করো
আমার মৃত্যুর জন্য প্রার্থনা করো..!

12/02/2025

প্রতিশ্রুতি
শামিম্ বিন হারুন ভূইয়া

বুকের ভেতর একবুক শূন্যতা নিয়ে বাঁচতে চাইনি বলে,
তোমার শহর ছেড়ে চলে যাচ্ছি অন্য শহরে ।
তোমার শহরে বড্ড বেশি আলো,
বড্ড বেশি ঝলমলে রাত, গরম রুটি এবং নানা রকম ভাত ।

তোমার টেবিলে ভরা থাকে নানা রকম ফল এবং পানীয় ।
তোমার দিন শুরু হয় হাজার রকম ব্যস্ততাকে কাঁধে নিয়ে,
ঘর শূন্য করে, দেওয়াল গুলোকে একা করে ।

তোমার বেলকনিতে
একা একা ঝুলতে থাকে ভেজা কাপড়,
বাতাসে উড়িয়ে আনে শুকনো ফুল, গাছের পাতা।

এক হাজার বছর আগে ,
একবার তোমায় দেখেছিলাম -----
তখন তুমি ছিলে, সদ্য টলমলে শিশিরের মতো স্নিগ্ধ স্বচ্ছ ।

কোনো এক দিবালোকে দেখেছিলাম তোমায়
সাদা বেলী হাতে।
তাই থেকে বেলী আমারও ভালো লাগে।

প্রকৃতি আর পরিবেশ অনুকূলে ছিলো না বলে ,
বৈরী বাতাস আমাদের উড়িয়ে নিয়ে গেলো,
অজানা অচেনা কোন এক দ্বীপে ।
আমাদের বিচ্ছেদ হলো --------

এক হাজার বছর পরে আবার আমাদের দেখা ,
বিমুগ্ধ চার চোখ একাকার হলো,
বর্ষা এলো, আবার নতুন করে,
ভিজে গেলো বুৃকের পাটাতন।

এবার আরও শক্ত করে আঁকড়ে নিতে গিয়ে,
শেষমেশ রক্তাক্ত হলো হৃদয় ,
রক্ত ছিটকে বেরিয়ে এলো চোখের পাতায় ।

ভেঙ্গে গেলো কফির গ্লাস,
হারিয়ে গেলো রুমাল এবং গুটি কতক চিঠি।
আর হাজার বছর ধরে জমিয়ে রাখা কতোক গুলো শুকনো ফুল।

ভালোবাসলেও কোথায় যেন ছেদ থেকে যায়,
ভাবনারা হয় আশাহত,
স্বপ্ন ভেঙে উড়তে থাকে, পাখির ঝরে পড়া পালকে ,
এক সাথে সমুদ্র দেখবো বলে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম আমরা,
তা প্রতিশ্রুতিই রয়ে গেলো।
আমাদের পাহাড়ে উঠে আর সমুদ্র দেখা হলো না !

একশো বছর পরে আবার যদি দেখা হয়, তোমার আমার,
সেদিন হয়তো আরও পরিপক্ব হয়ে
তোমার হাতে তুলে দেবো এক হাজার বেলীর মালা।
মিটিয়ে নেবো মনের শত আক্ষেপ।

আমাদের প্রতিশ্রুতি হয়তো কখনো কোনো দিন সত্যি হবে না,
তবে এই আশায় বলতে তো পারবো আমরা কোনো এক দিন সমুদ্রে দেখতে যাব।
আর তুমি আমি চিরকাল প্রতিশ্রুতিতে থেকে যাব।

04/01/2024

মুসলিম উম্মাহ ঘুরে দাড়াঁবেই! এটা মুসলিমদের বিজয়ের শতাব্দি। হতাশার কারণ নেই।❤️‍🩹

যে ইউরোপ ন্যাটোর মাধ্যমে মুসলিম নিধন করছে, সেই ইউরোপের প্রাণকেন্দ্র থেকেই তাকবিরের ধ্বনি ছড়িয়ে পড়ছে- আল্লাহু আক্ববার..!🖤

❤️‍🩹

13/12/2023

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “আল্লাহ যার কল্যাণ চান তিনি তাকে দ্বীনি বিষয়ে গভীর ইলম দান করেন।”
[সহিহ বুখারি: ৭৩১২, সহিহ মুসলিম: ২৪৩৯]

12/12/2023

#বেশি সুখ
বেশি দিন শয়ে না।

06/12/2023

Potegha Sea beach, Chittagong🌊
Video: Hasan Mahadi

06/12/2023

আমায় কি আর পাবে?
শামিম্ বিন হারুন ভূইয়া

খুব ভোরে,ভোর দেখা হবে না আমার;
শোনা হবে না মুয়াজ্জিনের আজান;
হয়তো তুমি খুব আয়েস করে চা ফোটাবে লেবু আর জলে।

আমার তখন বিদায় বেলা, গরম পানিতে সিদ্ধ হবে বড়ুই পাতায়;
বেলকনিতে চুল এলিয়ে,তখন তুমি ঢালবে পানি এ্যালোভেরায়।

চায়ের পাতার রঙ,রঙ ছড়াবে খুব;
এ্যাকুইরামের মাছগুলো সব থাকবে ভিষণ চুপ!
হয়তো তখন হালকা হাওয়া রোদ্দুরে নাই ধোপ।

আমার তখন গোসলের সময়,হালকা গরম জলে;
শুয়ে থাকবো পালঙ্কখানায় দেখবে চেয়ে হাজার জনে।

তুমি যখন চুল শুকাবে, স্নানটি সেরে;
আমার তখন আতর লোবান শরীরজুড়ে মেশে।

তোমার যখন রঙ্গিন শাড়ি দারুণ চকচকে;
আমার তখন সাদা কাপনে সারা শরীরজুড়ে!

একটা শালিক উড়ে উড়ে পৌঁছে দেবে তোমায় খবর ;
চোখের জলে বুক ভাসিয়ে চাইবে দিতে দৌড়!

আমায় কি আর পাবে?
দেখবে চেয়ে চেয়ে
দিচ্ছে আমায় কবর।

05/12/2023

রসূলুল্লাহ ﷺ বলেছেন,
জান্নাতের একটি রত্ন ভান্ডার হলো
"লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ"
[সহীহ বুখারী হা/নং: ৬৩৮৪]

02/12/2023

লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জোয়ালিমিন

01/12/2023

আয়না না
মনের ময়লা মুছেন
পরিপূর্ণ পরিষ্কার লাগবে😊

আমি আর ফেইসবুক চালাবোনা।চালাবে কে জানাচ্ছি...
24/08/2023

আমি আর ফেইসবুক চালাবোনা।চালাবে কে জানাচ্ছি...

10/08/2023

"নারী বা পুরুষ কে কীসে আটকায় - তা জানি না। তবে তীব্র অবহেলা পেয়ে যে মানুষটা চলে যেতে চায়, সে আর কোনো কিছুতেই আটকায় না !!"

Address

Cumilla
3226

Website

Alerts

Be the first to know and let us send you an email when শা মী ম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share