সাংবাদিক এম.এ হাসান

সাংবাদিক এম.এ হাসান বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের প্রচেষ্টা"
01619931464 📲01619931465
WhatsApp Only আপনি/আপনার আশে পাশে ঘটনাবলি,তদন্ত সাক্ষেপ শতবাক চেষ্টা করি ঘটে যাওয়া ঘটনাবলী প্রচার।

""শুভ জন্মদিন""""বাংলাদেশ সরকারের সাবেক সফল রেলপথ মন্ত্রী প্রিয় নেতা  #মুজিবুল_হক_মুজিব_এমপির সুদীর্ঘ সময়ের আস্থাশীল ব্য...
20/07/2023

""শুভ জন্মদিন""""
বাংলাদেশ সরকারের সাবেক সফল রেলপথ মন্ত্রী প্রিয় নেতা #মুজিবুল_হক_মুজিব_এমপির সুদীর্ঘ সময়ের আস্থাশীল ব্যক্তিত্ব,ছাত্রজীবনে রাজপথে আন্দোলন সংগ্রাম এর মধ্যে দিয়ে,ছাত্রলীগের রাজনীতি করাকালীন সময়ে তিনি সারা উপজেলা জুড়ে হয়েছিলেন সুপরিচিত...
আমাদের গ্রামের কৃতি সন্তান মরহুম নুরুল ইসলাম মজুমদার চেয়ারম্যান এর সুযোগ্য পুত্র চৌদ্দগ্রাম সরকারি কলেজের সাবেক আলোচিত সফল ভিপি উপজেলার ৩নং কালিকাপুর ইউনিয়ন পরিষদের ২য় বারের নির্বাচিত চেয়ারম্যান জনাব ভিপি মাহবুব হোসেন মজুমদার।

উল্লেখ্য ছাত্রজীবনে বাংলাদেশ আওয়ামী লীগের পতাকা তলে এসে ছাত্রলীগের রাজনীতির মধ্যে দিয়ে আলোচনায় আসা এই-------
#ভিপি_মাহবুব_হোসেন_মজুমদার, ছাত্রলীগের রাজনীতি করা মূহুর্তে বর্তমান সংসদ সদস্য কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক মুজিব এমপির সান্যিধ্যে থেকে রাজপথে আন্দোলন সংগ্রাম মিছিল মিটিংয়ে একজন সুদক্ষ সাংগঠনিক কর্মী হিসেবে বলিষ্ঠ ভূমিকা রাখার মধ্যে দিয়ে সারা উপজেলা জুড়ে তিনি হয়েছিলেন বেশ সুপরিচিত।রাজনৈতিক অঙ্গনে এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি উনাকে,নেতার আদর্শ অটুট রেখে, নেতার দিক নির্দেশনা অনুযায়ী সাংগঠনিক প্রতিটি দায়িত্ব কর্তব্য শতভাগ সম্পন্ন করে আসা, এই ভিপি মাহবুব হোসেন মজুমদার রাজনৈতিক অঙ্গনে ইউনিয়ন, থানা পর্যায়ে সংগঠনের বিভিন্ন দায়িত্ব সফলভাবে পালন করেছেন।বর্তমানে তিনি চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সদস্য, কালিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, এছাড়াও তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা মসজিদ সামাজিক সাংস্কৃতিক সংগঠন এর গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন।

আর তাই এমন মেধাবী সুদক্ষ রাজনৈতিক নেতার জন্ম আমাদের গ্রামে হওয়ায় আমরা নিঃসন্দেহে গর্বিত।

দোয়া করি রাজনৈতিক অঙ্গনে ধারাবাহিক কর্মকাণ্ড অটুট থাকুক।

 ্রিজ_বাজা‌রে_তদার‌কি_অ‌ভিযান  আজ জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্ত‌রের মহাপ‌রিচালক ম‌হোদ‌য়ের সদয় নি‌র্দেশনা মোতা...
18/07/2023

্রিজ_বাজা‌রে_তদার‌কি_অ‌ভিযান
আজ জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্ত‌রের মহাপ‌রিচালক ম‌হোদ‌য়ের সদয় নি‌র্দেশনা মোতা‌বেক কু‌মিল্লা জেলা কার্যাল‌য়ের উ‌দ্যো‌গে কু‌মিল্লা নগরীর টমছম ব্রিজ এলাকায় বি‌শেষ তদার‌কি অ‌ভিযান পরিচা‌লনা করা হয়ে‌ছে। এ সময় ভোক্তা অ‌ধিকার বি‌রোধী কর্মকা‌ণ্ডের অ‌ভি‌যো‌গে ২‌টি প্রতিষ্ঠান‌কে ১০ হাজার টাকা জ‌রিমানা করা হয় এবং ১৫‌ পিচ নি‌ষিদ্ধ ঘো‌ষিত পা‌কিস্তানী ক্রিম জব্দ ক‌রে ধ্বংস করা হয়। আজ ম‌নিট‌রিং করা হয় অন্তত ২০‌টি প্রতিষ্ঠা‌নে। অন‌্যদের দৃশ‌্যমান স্থা‌নে মূল‌্য তা‌লিকা প্রদর্শন,ক্রয় ভাউচার সংরক্ষণ, স‌ঠিক ওজ‌নে বি‌ক্রি ও খাবা‌রে অপদ্রব‌্য না মেশা‌নোর পরামর্শ দেওয়া হয়। বেলা ১১টা থে‌কে সহকারী প‌রিচা‌লক মো: আছাদুল ইসলা‌মের নেতৃ‌ত্বে প‌রিচা‌লিত এ অ‌ভিযা‌নে জেলা স‌্যা‌নিটারি ইন্স‌পেক্টর ইসরাইল হো‌সেন এবং জেলা পু‌লি‌শের এক‌টি টিম উপ‌স্থিত থে‌কে সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রেন। জনস্বা‌র্থে এ কার্যক্রম অব‌্যাহত থাক‌বে।

17/07/2023

নারায়ণগঞ্জ প্রতিনিধি: সেদিন জাতির পিতার কন্যা শেখ হাসিনাকে নিয়ে অত্যন্ত বাজে মন্তব্য করায় সহ্য করতে পারেন নি বলে...

অভিনন্দন ও শুভেচ্ছা
17/07/2023

অভিনন্দন ও শুভেচ্ছা

17/07/2023

ভোট কেন্দ্র থেকে দৌড়ে ও রক্ষা হলোনা হিরো আলম এর

16/07/2023

🇧🇩 আপডেট নিউজ 🔴
ঢাকা সদরঘাট ওয়াটারবাস ৫০জন যাত্রী নিয়ে পারাপারের সময় বল্গেডের সংঘর্ষ এ ডুবে যায়।ঘটনাস্থলে রয়েছে ফায়ার সার্ভিসের একাধিক টিম।
আল্লাহ সবাইকে হেফাজত করুক, আমিন।

16/07/2023

অভিনব কায়দায় মাদক প্রাচার...রক্ষা হলোনা প্রশাসনের চিরুনী অভিযানের কাছে...

চৌদ্দগ্রাম উপজেলার  #২নং_উজিরপুর_ইউনিয়ন_স্বেচ্ছাসেবক_লীগের_ #সহ সভাপতি বিশিষ্ট ক্রীড়াবিদ জনাব আবু তাহের আবু ভাই এর আকস্ম...
16/07/2023

চৌদ্দগ্রাম উপজেলার
#২নং_উজিরপুর_ইউনিয়ন_স্বেচ্ছাসেবক_লীগের_
#সহ সভাপতি বিশিষ্ট ক্রীড়াবিদ জনাব আবু তাহের আবু ভাই এর আকস্মিক দেশ ত্যাগ আমাদের প্রাথমিক পর্যায়ে কিঞ্চিত ভাবিয়ে তুলে.........

#কিন্তু তখনই আমাদের এই আবেগি আন্তরিকতা সম্পন্ন মনোভাব বদলে যায়,যখনই আমরা সরজমিন দেখি যে, আওয়ামী লীগ মারছে আওয়ামী লীগের কর্মীদের, আওয়ামী লীগ ভাঙ্গচুর তান্ডব চালাচ্ছে আওয়ামী লীগের নিজদলীয় নেতৃবৃন্দের ছোটখাটো ব্যবসা প্রতিষ্ঠানে...বলার অপেক্ষা রাখেনা যে এখন প্রতিটি ইউনিয়নে গ্রাম পর্যায়ে সবাই আওয়ামী লীগ!!

রাজনৈতিক মাঠে সামান্য স্পষ্টবাদী বাস্তব মুখি আচরণ এর উল্টো পাল্টা গুজব রটিয়ে প্রতিহিংসা মূলক আচরণ করে, ভিত্তিহীন প্রবাঘন্ডা ছাড়িয়ে মুহুর্তের মধ্যে নিজ দলিয় নেতৃবৃন্দ কে ভাইরাল করার প্রতিযোগিতায় আমরা আওয়ামী পন্থি মুখোশধারীই যথেষ্ট...

অনুরূপ মূহুর্তে একজন স্বয়ংসম্পূর্ণ ব্যক্তি হয়ে চলমান প্রতিহিংসাপরায়ণ অপরাজনীতি থেকে সম্পূর্ণ দূরে থাকার ইচ্ছে নিয়ে, পরিবারের ভরনপোষণ এর বাস্তবসম্মত রাজনীতি করার মহতি এক স্বপ্ন নিয়ে #আজ সকালে আবারও সূদুর প্রবাসে( সৌদি আরব) এর উদ্দেশ্যে তিনি দেশত্যাগ করছেন।

একেবারেই নিঃস্বার্থ নিবেদিত হয়ে নিজের সর্বোচ্চ পরিশ্রম দিয়েছিলেন #উজিরপুর_ইউপি_নির্বাচনে জনাব #নায়িমুর_রহমান_মজুমদার_মাছুম ভাই এর নৌকা প্রতীক এর পক্ষে।

নিঃসন্দেহে আপনার অনুপস্থিতি আমাদের মাঝে কিছুটা হলেও প্রবাব বিস্তার করবে,আপনাকে মিস করবে অত্র এলাকার বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন......

#সবশেষে_একটি_সফল_যুদ্ধে পূনরায় পদচারণা, আশাবাদী সর্বোপরি পরিস্থিতিতি থেকে প্রাপ্ত শিক্ষা আপনার বাস্তব সংগ্রামে পরিপূরক হবে...
হায়াত থাকলেও আবারও স্বাক্ষাত হবে...
পরিবারের সদস্যদের উসিলায় আল্লাহ পাক আপনাকে সূদুর প্রবাসে ভালো রাখুক এটাই কামনা করি-আমিন।

#সৌদি_আরব এর উদ্দেশ্য যাত্রা শুরু াহজালাল_আন্তর্জাতিক_বিমান_বন্দর থেকে

15/07/2023

্মান_দায়িত্ব_কর্তব্যের হিতোপদেশ চরিত্রের মানুষ গুলো কি সত্যি ই স্বার্থপর নাকি দয়াল এর ভান্ডার???
আল্লাহ পাক ই ভালো জানে......
আমাদের জীবনে কষ্ট কখনও কখনও এমন ভাবে আসে যখন চোখ বন্ধ হয়ে যায়।কান বধির হয়ে যায়।কন্ঠ বোবা হয়ে যায়।বুদ্ধি নির্বোধ হয়ে যায়।শরীর পঙ্গু হয়ে যায়।দিশেহারা জীবনে সব পরিকল্পনা ছাড়খার হয়ে যায় মূহুর্তের মধ্যে।তারপরও মানুষকে বেঁচে থাকতে হয় জীবনের অদৃশ্য প্রয়োজনে।

তবুও কতিপয় নির্বোধ তার দূর্বলতার বেড়াজালে চুপচাপ এক দাঁতভাঙা ধৈর্যের প্রহর গুনতে থাকে........

কিন্তু এই ধৈর্যের প্রহর সম্পর্ক টিকে থাকার ই সর্বশেষ প্রচেষ্টা......

14/07/2023

কুমিল্লা বাগমারায় রেললাইনের উপর টিকটক ভিডিও করতে গিয়ে সিয়াম নামে এক কিশোর ট্রেনে কাটা পরে মৃত্যু!

14/07/2023

সম্পর্ক কতদিনের এইটা বিষয় না,
মুখ্য বিষয় হলো আপনি কতোটা গুরুত্ব পাচ্ছেন?
আল্লাহ পাক আমাদের সম্পর্ক অটুট রাখুক এটাই কামনা করি..

14/07/2023

কুমিল্লা জুড়ে তোলপাড় হওয়া খন্দকার হক টাওয়ারের সামনে ইজাজুল হত্যাকান্ডের মূল ঘাতকদ্বয় সহ ৪ জন আসামী গ্রেফতার...

#আসামী #গ্রেফতার

11/07/2023

পিতা হত্যার দায়ে কুমিল্লায় ৩ ছেলের মৃ'ত্যুদন্ড
#মৃত্যুদন্ড #কুমিল্লা #পিতা_হত্যা

10/07/2023

কুমিল্লা সদর দক্ষিণে আব্দুল হাই বাবলুর গাড়ী বহরে হামলা হয়েছে কিছুক্ষণ আগে...

09/07/2023

একটা মানুষ নিঃশেষ হয়ে ও তার কতিপয় দূর্বলতার জন্য বেঁচে থাকার স্বপ্ন দেখে.........

 #আপডেট আলহামদুলিল্লাহ কিছুক্ষণ আগে দেওয়া পোস্ট এর নিখোঁজ হওয়া সাকিব এর খোঁজ পাওয়া গেছে। একটু আগে সদর দক্ষিণ উপজেলার সুয়...
09/07/2023

#আপডেট
আলহামদুলিল্লাহ কিছুক্ষণ আগে দেওয়া পোস্ট এর নিখোঁজ হওয়া সাকিব এর খোঁজ পাওয়া গেছে। একটু আগে সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী এলাকায় পাওয়া গেছে।পরিবারের সদস্যরা তথ্য টি নিশিত করেছেন।

সকল কে আন্তরিক ধন্যবাদ জানিয়ে নিখোঁজ হওয়া পোস্ট টি না দেওয়ার আহবান করা গেলো।

 #আপনার_একটি_শেয়ার_নিখোঁজ_হওয়া_মাদ্রাসা_ছাত্রটিকে_পাওয়া_যেতে_পারে_প্লিজ_শেয়ার_করুন..নিখোঁজ সংবাদ... #শেয়ার_করে_একটু_সহযো...
09/07/2023

#আপনার_একটি_শেয়ার_নিখোঁজ_হওয়া_মাদ্রাসা_ছাত্রটিকে_পাওয়া_যেতে_পারে_প্লিজ_শেয়ার_করুন
..নিখোঁজ সংবাদ...

#শেয়ার_করে_একটু_সহযোগিতা_করুন।
চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর ইউনিয়ন এর কালীকৃষ্ণ নগর গ্রাম নিবাসী মোঃ জাহাঙ্গীর মিয়ার ছোট ছেলে মোঃসজিবুল ইসলাম সাকিব নামের হাফেজী মাদ্রাসায় অধ্যায়নরত এই ছাত্র টি গতকাল আনুমানিক প্রায় বিকাল ৪ ঘটিকার সময় বাড়ী থেকে বের হয়ে আর ফিরে আসেনি।

নিখোঁজ হওয়া সাকিব শ্রীপুর ইউনিয়ন এর নালঘর বাজার সংলগ্ন একটি হাফেজী মাদ্রাসার ছাত্র।
গতকাল রাত থেকে পরিবারের লোকজন তাঁকে সম্ভাব্য সকল আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ নিয়ে
সন্ধান না পেয়ে চরম হতাশার মধ্যে রয়েছে।আশেপাশে খোজাখুজি চলমান রয়েছে।

সামাজিক যোগাযোগ সাইটে থাকা কোন সহৃদয়বান ব্যক্তি এই মাদ্রাসা ছাত্র টির খোঁজ পেয়ে থাকলে দয়া করে নিম্মের নাম্বারে যোগাযোগ করার অনুরোধ জানাচ্ছি।

👇যোগাযোগ👇
মোঃ জাহাঙ্গীর মিয়া (নিখোঁজ সাকিব এর পিতা)
📲 ০১৮৮৮-১৮৯৯২২
📲 01888-189922

চৌদ্দগ্রামে মাছের প্রজেক্ট থেকে মরদেহ উদ্ধার
08/07/2023

চৌদ্দগ্রামে মাছের প্রজেক্ট থেকে মরদেহ উদ্ধার

কুমিল্লা চৌদ্দগ্রামে মাছের প্রজেক্ট থেকে মরদেহ উদ্ধার

Address

Cumilla
3500

Telephone

8801619931464

Website

Alerts

Be the first to know and let us send you an email when সাংবাদিক এম.এ হাসান posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share