
20/07/2023
""শুভ জন্মদিন""""
বাংলাদেশ সরকারের সাবেক সফল রেলপথ মন্ত্রী প্রিয় নেতা #মুজিবুল_হক_মুজিব_এমপির সুদীর্ঘ সময়ের আস্থাশীল ব্যক্তিত্ব,ছাত্রজীবনে রাজপথে আন্দোলন সংগ্রাম এর মধ্যে দিয়ে,ছাত্রলীগের রাজনীতি করাকালীন সময়ে তিনি সারা উপজেলা জুড়ে হয়েছিলেন সুপরিচিত...
আমাদের গ্রামের কৃতি সন্তান মরহুম নুরুল ইসলাম মজুমদার চেয়ারম্যান এর সুযোগ্য পুত্র চৌদ্দগ্রাম সরকারি কলেজের সাবেক আলোচিত সফল ভিপি উপজেলার ৩নং কালিকাপুর ইউনিয়ন পরিষদের ২য় বারের নির্বাচিত চেয়ারম্যান জনাব ভিপি মাহবুব হোসেন মজুমদার।
উল্লেখ্য ছাত্রজীবনে বাংলাদেশ আওয়ামী লীগের পতাকা তলে এসে ছাত্রলীগের রাজনীতির মধ্যে দিয়ে আলোচনায় আসা এই-------
#ভিপি_মাহবুব_হোসেন_মজুমদার, ছাত্রলীগের রাজনীতি করা মূহুর্তে বর্তমান সংসদ সদস্য কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক মুজিব এমপির সান্যিধ্যে থেকে রাজপথে আন্দোলন সংগ্রাম মিছিল মিটিংয়ে একজন সুদক্ষ সাংগঠনিক কর্মী হিসেবে বলিষ্ঠ ভূমিকা রাখার মধ্যে দিয়ে সারা উপজেলা জুড়ে তিনি হয়েছিলেন বেশ সুপরিচিত।রাজনৈতিক অঙ্গনে এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি উনাকে,নেতার আদর্শ অটুট রেখে, নেতার দিক নির্দেশনা অনুযায়ী সাংগঠনিক প্রতিটি দায়িত্ব কর্তব্য শতভাগ সম্পন্ন করে আসা, এই ভিপি মাহবুব হোসেন মজুমদার রাজনৈতিক অঙ্গনে ইউনিয়ন, থানা পর্যায়ে সংগঠনের বিভিন্ন দায়িত্ব সফলভাবে পালন করেছেন।বর্তমানে তিনি চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সদস্য, কালিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, এছাড়াও তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা মসজিদ সামাজিক সাংস্কৃতিক সংগঠন এর গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন।
আর তাই এমন মেধাবী সুদক্ষ রাজনৈতিক নেতার জন্ম আমাদের গ্রামে হওয়ায় আমরা নিঃসন্দেহে গর্বিত।
দোয়া করি রাজনৈতিক অঙ্গনে ধারাবাহিক কর্মকাণ্ড অটুট থাকুক।