30/08/2025
নুরুল হক নুরুর সাথে যা ঘটেছে ! সত্যিই বেদনাদায়ক !
রক্ষ|কই যদি ভ|ক্ষ|ক হয় , তবে সাধারণ পাবলিকের কি উপায়??
📜 পুলিশ বাহিনীর ইতিহাস ও উৎপত্তি
1. প্রাচীন কাল:
প্রাচীন মিশর, গ্রিস ও রোমান সাম্রাজ্যে আইন-শৃঙ্খলা রক্ষার জন্য বিশেষ প্রহরী বা টহলদার নিযুক্ত ছিল। তারা মূলত চুরি, দাঙ্গা বা অগ্নিকাণ্ড রোধে কাজ করত।
2. মধ্যযুগ:
ইউরোপে “watchmen” ও “constables” নামে রাতের প্রহরীরা কাজ করত। স্থানীয় জনগণের সহযোগিতায় অপরাধ দমন হতো।
3. আধুনিক পুলিশ ব্যবস্থার সূচনা :
(১৮শ শতক) আধুনিক পুলিশ ব্যবস্থার সূচনা হয় ইংল্যান্ডে।
১৮২৯ সালে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার রবার্ট পিল লন্ডনে Metropolitan Police গঠন করেন। এখান থেকেই “Bobbies” বা “Peelers” নামের প্রচলন শুরু হয়।
4. উপনিবেশিক প্রভাব:
ব্রিটিশরা তাদের উপনিবেশে, যেমন ভারতবর্ষে, পুলিশ ব্যবস্থা প্রবর্তন করে। ১৮৬১ সালের Indian Police Act অনুযায়ী ভারতবর্ষে আনুষ্ঠানিকভাবে পুলিশ বাহিনী গড়ে ওঠে।
5. বাংলাদেশে পুলিশ:
বাংলাদেশে পুলিশের সূচনা মূলত ব্রিটিশ আমল থেকেই।
স্বাধীনতার পর বাংলাদেশ পুলিশ রাষ্ট্রীয় আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
অথচ, আজকাল তার বিপরীতই ঘটছে !! যারা সাধারণ জনগণের পাশে দাঁড়ানোর কথা তারাই যদি তার উলটো টা করে ? জনগণ যাবে কোথায়?