25/05/2025
তরুণ সমাজের প্রতি আমার অনুরোধ এবং পরামর্শ
১. এই দেশ ক্ষণিকের ছেলের আন্ডারে ছিলো এবং ভবিষ্যতেও থাকবে। এর কোনো পরিবর্তন হবে না। কাজেই তোমাদের একমাত্র কাজ হবে নিজের এবং নিজের পরিবারের দিকে খেয়াল রাখা।
তোমার মা, তোমার বাবা, তোমার ভাই, তোমার বোন- তাদেরকে যত্ন নাও। তাদের খেয়াল রাখো।
২. বাংলাদেশের জন্য কোনো আদর্শ বা মহামানব নেই। তোমার মহামানব হয় তোমার বাবা, নয়তো তোমার মা নয়তো তোমার বড় ভাই নয়তো তোমার বড় বোন। এর বাইরে কোনো চুতিয়া তোমার আদর্শ নয়।
৩. তুমি পৃথিবীর গভীরতম চিপার মধ্যে ঢুকে আছো। কেউ কেউ এই চিপার নাম দেবে জিও পলিটিক্স, কেউ কেউ বলবে মুক্তিযুদ্ধের চেতনা, কেউ কেউ বলবে ২৪ এর চেতনা। কিন্তু তুমি যেই ম্যানহোলের মধ্যে আছো, তার একমাত্র নাম বাংলাদেশ। যেখানে শিক্ষিত লোকেরা সবাই টাউট। অশিক্ষিতরা ভোকচোদ। তোমাদের এই দুই লেয়ারের বাইরে আসতে হবে।
উপরের ৩ টা পয়েন্টের সাথে একমত হলে, তুমি তোমার আগ্রহের কথা কমেন্টে জানাও। আগ্রহী না হলে কিছু বলার দরকার নেই। অবশ্যই তুমি যদি কোনো পেইড এজেন্ট হও, তাহলে গালি দিতে পারো। কিন্তু গালি দিলেও তোমার ক্যারিয়ারের বিশেষ কোনো লাভ হবে না। কারণ আমি গালির তোয়াক্কা করি না।