Sohrab Technology

Sohrab Technology The Place For technologycal Videos and tutorials...

25/05/2025

তরুণ সমাজের প্রতি আমার অনুরোধ এবং পরামর্শ

১. এই দেশ ক্ষণিকের ছেলের আন্ডারে ছিলো এবং ভবিষ্যতেও থাকবে। এর কোনো পরিবর্তন হবে না। কাজেই তোমাদের একমাত্র কাজ হবে নিজের এবং নিজের পরিবারের দিকে খেয়াল রাখা।
তোমার মা, তোমার বাবা, তোমার ভাই, তোমার বোন- তাদেরকে যত্ন নাও। তাদের খেয়াল রাখো।

২. বাংলাদেশের জন্য কোনো আদর্শ বা মহামানব নেই। তোমার মহামানব হয় তোমার বাবা, নয়তো তোমার মা নয়তো তোমার বড় ভাই নয়তো তোমার বড় বোন। এর বাইরে কোনো চুতিয়া তোমার আদর্শ নয়।

৩. তুমি পৃথিবীর গভীরতম চিপার মধ্যে ঢুকে আছো। কেউ কেউ এই চিপার নাম দেবে জিও পলিটিক্স, কেউ কেউ বলবে মুক্তিযুদ্ধের চেতনা, কেউ কেউ বলবে ২৪ এর চেতনা। কিন্তু তুমি যেই ম্যানহোলের মধ্যে আছো, তার একমাত্র নাম বাংলাদেশ। যেখানে শিক্ষিত লোকেরা সবাই টাউট। অশিক্ষিতরা ভোকচোদ। তোমাদের এই দুই লেয়ারের বাইরে আসতে হবে।

উপরের ৩ টা পয়েন্টের সাথে একমত হলে, তুমি তোমার আগ্রহের কথা কমেন্টে জানাও। আগ্রহী না হলে কিছু বলার দরকার নেই। অবশ্যই তুমি যদি কোনো পেইড এজেন্ট হও, তাহলে গালি দিতে পারো। কিন্তু গালি দিলেও তোমার ক্যারিয়ারের বিশেষ কোনো লাভ হবে না। কারণ আমি গালির তোয়াক্কা করি না।

বৃষ্টি আসার ঠিক আগ মুহূর্তে।
17/05/2025

বৃষ্টি আসার ঠিক আগ মুহূর্তে।

11/05/2025

নির্জন দুপুরে একা বসি,
হাওয়ার কানে কানে কথা বলি।
আকাশ যেন স্বপ্ন আঁকে,
রোদ্দুর এসে গালে ডাকে।

পাখির ডানায় ভেসে চলে,
ছোট্ট মনে কল্পনা দুলে।
চুপচাপ দিন, নরম আলো,
মনটা শুধু কবিতা ভালো।

11/05/2025

জীবন হাতে নিয়ে এই সব চাকরি করে তারা,কি ভয়ংকর সমুদ্র, সবাইকে হেফাজত করুক, আমিন।

10/05/2025

ব্যাগ কালার করার পদ্ধতি দেখেন

পেজের রিচ কমে গেছে তাহলে এদের নিয়ে পোস্ট করে দাও,,,রিচ বেড়ে যাবে,,,, ✅কিন্তু ভাই আমাদের রিচ বাড়বে ঠিকই এদের কাহিনী আজ...
10/05/2025

পেজের রিচ কমে গেছে
তাহলে এদের নিয়ে পোস্ট করে দাও,,,রিচ বেড়ে যাবে,,,, ✅কিন্তু ভাই আমাদের রিচ বাড়বে ঠিকই এদের কাহিনী আজীবন চলতে থাকবে,,,🤮অন্য দেশে ক্ষমতা নিয়ে যুদ্ধ হচ্ছে,,,আর আমাদের দেশে বয়ফ্রেন্ড নিয়ে,,,,🤧🤧

01/05/2025

নতুন এ্যাপে জাদু শিখতে পারবে।নতুন নতুন ছবি নিজেই তৈরি করবেন এখন থেকে।

সকলকে মহান মে দিবসের শুভেচ্ছা।
01/05/2025

সকলকে মহান মে দিবসের শুভেচ্ছা।

28/04/2025

বরফের নিচে এতো মাছ

27/04/2025

Address

Dhaka
Cumilla
3570

Alerts

Be the first to know and let us send you an email when Sohrab Technology posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category