23/07/2023
ুরুষের_আত্মকাহিনী.!🥺
ছেলেরা মাসে ১০,০০০ টাকা বেতনে চাকরি করে!
বাবা ও মায়ের ওষুধের জন্য ১০০০ টাকা,
বউয়ের জন্য ১০০০ টাকা,
ফ্যামিলি চালানোর জন্য ৬৫০০ টাকা,
ছেলেমেয়ের জন্য ১০০০ টাকা খরচ করেও
দিব্যি ৫০০ টাকায় মাস চালিয়ে নিতে জানে।
মাসে ১০,০০০ টাকা মাইনের ছেলেটা বেতন পেয়ে! বউয়ের কাছে বলতে জানে " ওগো তোমার জন্য
কী আনবো ?
সামান্য বেতন পাওয়া, যে ছেলেটা নিজের পুরনো জুতো বদলাবে ঠিক করেছে , সেই ছেলেটাই মার্কেটে গিয়ে বউ আর ছেলেমেয়ের জন্য জুতো কিনে নিজের ছেঁড়াজুতো সেলাই করে মাসের-পর-মাস পড়তে জানে।
উপোস পেটে কাজে গিয়ে মাকে বলতে জানে আমি
মাছ দিয়ে ভাত খেয়েছি তোমরা খেয়েছো তো ?
১০৩ ডিগ্রি জ্বর নিয়ে কাজে গিয়ে বাবাকে বলে,
" আমি অনেক ভালো আছি।" তোমরা ভালো আছো তো ?
নিজের পকেট ফাঁকা জেনেও বউকে বলে, "একটু
ধৈর্য ধরো সামনের মাসে তোমার জন্য একটা শাড়ি কিনে আনবো।"
ছেলেরা এমনই অনেক অনেক কিছু জানে
সকালবেলা লোকাল বাসে বা ট্রেনে ঝুলে অফিসে যেতে জানে।
লেট হলে বসের ঝাড়ি খেতে জানে। ৭ টার অফিস রাত 10 টা পর্যন্ত করতে জানে।
অফিস থেকে ফিরতে লেট হলে বউয়ের কাছে জবাব দিতে জানে।
অটো ভাড়া বাচিয়ে হেঁটে হেঁটে বাড়ী আসার পথে ছেলেমেয়ের জন্য বই কিনতেও জানে।
শুধু জানে না প্রকাশ্য চোখের জল ফেলতে।
াম_পুরুষ
Admin _ Mashrafe Bin jabed