Comilla City-কুমিল্লা শহর

Comilla City-কুমিল্লা শহর 🏙️ জন্ম শহর: কুমিল্লা
📍ইতিহাস ঐতিহ্যের ভরা শহর
🎶 ময়নামতি, ধর্মসাগর, আর টাউন হলের গল্পে বেড়ে ওঠা
💚 "Comilla isn’t just a place, it’s a feeling!"

এটা বাংলাদেশ এখানে সবকিছুই হতে পারে 😀
29/07/2025

এটা বাংলাদেশ এখানে সবকিছুই হতে পারে 😀

কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মো. ফারুক নামের এ ব্যক্তিটি দেবিদ্বার এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছেন।  তার পক...
27/07/2025

কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মো. ফারুক নামের এ ব্যক্তিটি দেবিদ্বার এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছেন। তার পকেট থেকে এ আইডি কার্ডটি পাওয়া গেছে।

26/07/2025

আচ্ছা কুমিল্লা গৌরিপুরে জায়গার দাম নাকি খুব বেশি 🇧🇩❣️

এই বিশ্রামাগারটি কোথায় কে বলতে পারবেন?আর লাস্ট কবে গেছেন?
25/07/2025

এই বিশ্রামাগারটি কোথায় কে বলতে পারবেন?
আর লাস্ট কবে গেছেন?

নতুন শিক্ষা সচিব মজিবর রহমান।
25/07/2025

নতুন শিক্ষা সচিব মজিবর রহমান।

কুমিল্লার চৌদ্দগ্রাম সহ বিভিন্ন জায়গায় পানির ভিতর দেও ভুত ঢুকছে সবাই সবার অবস্থান থেকে সতর্ক থাকুন মানুষ বলি নিতেছে😭বা...
23/07/2025

কুমিল্লার চৌদ্দগ্রাম সহ বিভিন্ন জায়গায় পানির ভিতর দেও ভুত ঢুকছে সবাই সবার অবস্থান থেকে সতর্ক থাকুন মানুষ বলি নিতেছে😭

বাচ্ছাদের পানি থেকে দূরে রাখার জন্য ছোট বেলায় আমাদের ভয় লাগাতো
যাতে পানির কাছে আমরা না যাই

ধর্মসাগর নিয়ে পোস্ট;  একজন পাঠকের ফেসবুক থেকে নেয়া। #কুমিল্লার ধর্মসাগর পার্কে এক দুঃখজনক অভিজ্ঞতাহাসপাতালে রিপোর্ট আসত...
23/07/2025

ধর্মসাগর নিয়ে পোস্ট; একজন পাঠকের ফেসবুক থেকে নেয়া।
#কুমিল্লার ধর্মসাগর পার্কে এক দুঃখজনক অভিজ্ঞতা

হাসপাতালে রিপোর্ট আসতে দেরি হবে বলে দুপুরে একটু শান্ত হতে ধর্মসাগর পার্কে গেলাম। পার্কের ভিতরের একটা বেঞ্চে গিয়ে বসলাম। হঠাৎ বুঝলাম—রাস্তার পাশের বেলপুরিওয়ালারা সব বেঞ্চ দখল করে সেখানে ব্যবসা চালাচ্ছে!

-সে দেওয়ালের ওপার থেকে বলল, “কি দিবো?”
আমি বললাম, “কিছু না।”
সে বলল, “তাহলে এখানে বসছেন কেন? এখন বিক্রির সময়, উঠে যান!”

বললাম, “এটা কি আপনার দখল করা জায়গা নাকি?
উত্তর দিলো -হ্যাঁ সেন্ডিকেট করে নাকি কি করে দোকান নিয়েছে হাবিজাবি কি বললো..!

-আমার সাথে অসুস্থ রোগী থাকায় বাড়তি কথা বাড়াইনি—চুপচাপ উঠে গেলাম। কারণ ঝামেলায় যেতে চাই নি

প্রশ্ন হচ্ছে—কুমিল্লার প্রশাসন কোথায়?
একটা পার্কের বেঞ্চে যদি মানুষ বসতে না পারে, তাহলে এর দায় কে নেবে?
সারাদেশে কুমিল্লার মত অপরিকল্পিত শহর সম্ভবত আর দুটোও নেই। বিশ্বরোড থেকে কান্দিরপারে ঘণ্টার পর ঘণ্টা জ‍্যম এখন প্রতিদিনের ঘটনা।
অটোরিকশার সংখ্যা প্রতিদিন বাড়ছে, কিন্তু নিয়ন্ত্রণের কোনো উদ্যোগ নেই।এর আগে বাণিজ্যি মেলা নাকের ডগায় বসে জুয়া চালিয়ে গেচে কিছুই করতে পারে নি কার্যকরি পদক্ষেপ!
রাস্তার পাশে হাঁটার যায়গায় দখল করে নিয়েছে দোকানদাররা !

আমি শতভাগ নিশ্চিত না হলেও যতদূর জানি, এসব বিষয় দেখার দায়িত্ব ইউএনও (UNO) সাহেবের।
প্রশ্ন হলো, তিনি আজ পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নিয়েছেন কি?

আপনি একমত হলে শেয়ার করে ছড়িয়ে দিন।
যাতে জনগণ সচেতন হয় এবং এর বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলে।











ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয়ে বোন নাজিয়ার পর এবার মা'রা গেছে ভাই নাফিও।ফ...
23/07/2025

ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয়ে বোন নাজিয়ার পর এবার মা'রা গেছে ভাই নাফিও।
ফলো Md Eliyas Gold

একটি শোক সংবাদ 🥲😭🥲কুমিল্লার দেবিদ্বার উপজেলার ১১নং রাজামেহার ইউনিয়নের  চুলাশ ভূইয়া বাড়ির মোঃমিনহাজুর রহমান ভূূইয়ার  একমা...
22/07/2025

একটি শোক সংবাদ 🥲😭🥲
কুমিল্লার দেবিদ্বার উপজেলার ১১নং রাজামেহার ইউনিয়নের চুলাশ ভূইয়া বাড়ির মোঃমিনহাজুর রহমান ভূূইয়ার একমাএ পুএ মোঃ মাহতাব ভূইয়া মাইলস্টোন স্কুলের সপ্তম শ্রেনির ছাএ বিমান দূর্ঘটনায় ঢাকা মেডিকেল বার্ন ইউনিটের আইসিইউতে ভর্তি ছিলেন। কিছুক্ষন আগে আমাদের মাহতাব আমাদেরকে ছেড়ে চলে গেছেন (ইন্না-লিল্লাহে ওয়া ইন্না ইলাহহি রাজিউন)। মহান আল্লাহ পাক যেন মাহতাবকে শহীদের মর্যাদা দান করে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করে নেন এবং শোকসন্তপ্ত পরিবারের সকলকে ধৈর্য ধারন করার তৌফিক দান করেন আমিন!



রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজ মাঠে FT7 BG1 যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এই বিমানের দায়িত্বে ছিলেন স্কোয়াড্রন লিডার মো: ত...
21/07/2025

রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজ মাঠে FT7 BG1 যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এই বিমানের দায়িত্বে ছিলেন স্কোয়াড্রন লিডার মো: তৌকির ইসলাম। তিনি গুরুতর আহত হয়ে CMH হসপিটালে আছেন

ইন্না ইলাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

Address

Cumilla
3500

Alerts

Be the first to know and let us send you an email when Comilla City-কুমিল্লা শহর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Comilla City-কুমিল্লা শহর:

Share