Tahsan Faruk Official

Tahsan Faruk Official Welcome to the world of fantasy

01/11/2024

আমি মানুষের পায়ের কাছে কুকুর হয়ে বসে থাকি
তার ভেতরের কুকুরটাকে দেখবো বলে...

২৯-০৮-২৪ ইং গন্তব্য - মনোহরগঞ্জ, লক্ষনপুর, ভোগাই।সাতঘড়িয়া স্টুডেন্ট ফোরাম(SSF)এর পক্ষ থেকে 👉🏻৯০০+ বিরিয়ানির প্যাকেট 👉🏻পা...
29/08/2024

২৯-০৮-২৪ ইং

গন্তব্য - মনোহরগঞ্জ, লক্ষনপুর, ভোগাই।

সাতঘড়িয়া স্টুডেন্ট ফোরাম(SSF)এর পক্ষ থেকে
👉🏻৯০০+ বিরিয়ানির প্যাকেট
👉🏻পানি বোতলজাত।
👉🏻মোমবাতি।
👉🏻কয়েল।
👉🏻 ঔষধ
উপহার নিয়ে বন্যা কবলিত এলাকায় যাচ্ছে আমাদের টিম।

ধন্যবাদ সকলকে যাদের কষ্টার্জিত অর্থ বিশ্বাস করে আমাদের হাতে তুলে দিয়েছেন।
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা যারা পরামর্শ এবং শ্রম দিয়ে সহযোগিতা করিয়েন এই কাজে।

21/08/2024

বৃষ্টি বেড়েই চলেছে
আল্লাহ রহম করুন🥺🤲

07/08/2024

কেউ গদি পেতে ব্যাস্ত
কেউ দল গোছাতে ব্যাস্ত
অথচ ক্লান্ত ছাত্র ছাত্রীরা দেশ গোছাতে ব্যাস্ত💔

05/08/2024

ইন্না-লিল্লাহ
সংসদ ভবনে গণকবরের সন্ধান🥺
Check Comment box

28/07/2024

চোখ বিক্রি করে আমি এই শহরে এসেছি।

চারিদিকে তাই কাউকে দেখি না। পথের মধ্যে একজন বলেছিল, কান দুটো ও রেখে যাও। ভালো দামে রেখে এলাম। এখন আমি আর ভালো মন্দ কিচ্ছু শুনি না।

তবে মাঝে মাঝে খুব খারাপ লাগে এই শহরে। একজনকে জিজ্ঞেস করলাম, এই খারাপ লাগার কারণ কী?

বললেন, বোকা ছেলে সব বিক্রি করেছ, বিবেকটা বিক্রি না করলে তো এমন হবেই...

এরপর থেকে এই শহরে আমি একজন ভালো ক্রেতা খুজে বেড়াচ্ছি। কয়েকজনকে পেয়ে বললাম, একটা বিবেক ছিল। খুব কমে বেচতে চাই। নেবেন ভাই?

বললেন, মাথা খারাপ? মাত্র নিজেরটাই বেচে দিয়ে আসলাম।

15/07/2024

Goalllll🫶🇦🇷🇦🇷🇦🇷

28/06/2024

আমার কখনও কাউকে বলতে ইচ্ছে করে না আমার সাথে থেকে যাও। আমাকে ভালোবাসো। আমি বরং অনুভব করতে চাই কারও আমার সাথে থেকে যাওয়ার চোখে মুখে আনন্দ, উচ্ছাস, প্রাপ্তি। আমি খুঁজি যেখানে ভালোবাসি কথাটা রোজ বলার প্রয়োজনীয়তা পড়ে না, কিন্তু দুজন মানুষই জীবনের প্রতিটি মুহূর্তে একে অপরের প্রতি গভীর ভালোবাসা অনুভব করে।

ভালোবাসা ব্যাপারটায় কখনই আমার জোর করতে ইচ্ছে করে না। ভালোবাসা বলতে আমি বুঝি নিরপেক্ষ স্বাধীনতা, একটা সচ্ছল জীবন, সৌহার্দপূর্ণ একটা সুন্দর সম্পর্ক।

দ্বিধা- দ্বন্দ্বের বিধ্বস্ত অনুভূতি আর অনিশ্চিয়তা নিয়ে আমার কাউকে ভালোবাসতে ইচ্ছে করে না। ভালোবাসলে আমি খুঁজি পাশে পাওয়ার নিশ্চয়তা, খুঁজি একটা সংসার, খুঁজি ভালোবাসার মানুষের কাছে নির্ভরতা, তার চোখে খুঁজে ফিরি আমার জন্য আগ্রহ, আকর্ষণ, কান্না, মায়া।

কথা দেওয়ার চেয়ে পাশে থাকার ব্যাপারটা আমার কাছে সুন্দর। জোর করে কিংবা দায়বদ্ধতায় আটকে থাকার চেয়ে আলাদা গন্তব্যে হেঁটে যাওয়া আমার কাছে শান্তিপূর্ণ । সম্পর্ক কিংবা সম্পর্কে থাকা মানুষটাকে যদি বোঝা মনে হয়, সেই বোঝা হালকা করে কারও জীবন যদি সহজ ভাবে এগিয়ে যায় তবে তাই হওয়া উচিত।

পারফেকশন নয়, মূল্যায়নটা আমি সবসময় খুঁজি। আমি চাই সম্পর্কগুলো উপভোগ্য হোক। একে অপরের সাথে আনন্দ নিয়ে বাঁচুক, দ্বিধাহীন ভাবে পাশের মানুষটাকে বলুক আমি ভালো আছি এই মানুষটার সাথে। এই যে ভালোথাকা এবং অপর পাশের মানুষটাকে ভালোথাকার সঠিক মূল্যটুকু দেওয়া। এই জিনিসগুলো সুন্দর। এই স্বচ্ছতা এবং সম্মানটুকু একজন মানুষের জীবনে অন্যতম সেরা প্রাপ্তি।

হুমায়ূন আহমেদ স্যার বলতেন, পৃথিবী শূন্যস্থান পছন্দ করে না। তিনি বলতেন, কিছু না কিছু, কেউ না কেউ শূন্যস্থান পূর্ণ করে দেয়...
14/03/2024

হুমায়ূন আহমেদ স্যার বলতেন, পৃথিবী শূন্যস্থান পছন্দ করে না। তিনি বলতেন, কিছু না কিছু, কেউ না কেউ শূন্যস্থান পূর্ণ করে দেয় কিংবা দ-খল করে নেয়।

আমার মতে কথাটা সত্য না। কিছু শূন্যস্থান আজীবন শূন্যই রয়ে যায়। পুরো একটা পৃথিবী ঢেলে দিলেও সেসব শূন্যস্থান আর পূর্ণ হয় না। কিছুতেই হয় না, কোনোদিন হয় না!

বসন্তের দুপুরেপথ থেকে পথে পাহাড় থেকে পাহাড়ে
03/03/2024

বসন্তের দুপুরে
পথ থেকে পথে
পাহাড় থেকে পাহাড়ে

Address

Cumilla

Alerts

Be the first to know and let us send you an email when Tahsan Faruk Official posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share