Naseeha tv

Naseeha tv Naseeha tv পেইজে আপনাদের স্বাগতম।
(4)

জুয়া খুব দ্রুত ছড়িয়ে পড়ছে। দুঃখজনকভাবে, এই Trend-এর শুরুটা এসেছে আমাদের ইসলামি ঘরানার কিছু লোকের মাধ্যমে। তারা কোনো ...
29/06/2025

জুয়া খুব দ্রুত ছড়িয়ে পড়ছে। দুঃখজনকভাবে, এই Trend-এর শুরুটা এসেছে আমাদের ইসলামি ঘরানার কিছু লোকের মাধ্যমে। তারা কোনো যাচাই-বাছাই ছাড়াই এই আধুনিক জুয়াকে প্রচার করেছে। এখন এটি আরও এক ধাপ এগিয়ে গেছে। কোম্পানি বা পেজের মালিকরা হচ্ছে জেনারেল লোক, যারা হারাম উপায়ে জড়িত। কিন্তু তারা পেজের নাম দিচ্ছে ইসলামিক, অফারের নাম দিচ্ছে আরও ইসলামিক, যেমন “তাকদীরের ছোঁয়া”। প্রচার করানো হচ্ছে দুজন ইসলামিক ব্যক্তিত্বের মাধ্যমে—একজনকে যেন জোকার বানিয়ে দেওয়া হয়েছে, আরেকজন সেলিব্রিটি। ভিডিওর মাঝে উপহার দেওয়ার সময়ের ফুটেজে দেখা যায় পর্দাহীন নারী, আর মালিকের গলায় মোটা চেইন। মানে, তারা ভালোভাবেই বুঝে গেছে যে কিছু টাকা ছড়ালে এই ধরনের কিছু গায়রতহীন মুসলিমকে দিয়ে যেকোনো কিছু করানো যায়।
এখন ৬৯৯ টাকায় দেওয়া হচ্ছে কয়েকটি বাইক, উমরাহ সহ শতাধিক উপহার। প্রডাক্টের চেয়ে লটারি বেশি বিক্রি হচ্ছে। মূলত এটার আসল রূপ হচ্ছে ৬৯৯ টাকার লটারির সাথে সৌজন্যে আতর উপহার এবং ভাগ্যের খেলা।

13/06/2025

গা*যায় নেট যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন।
জানিনা কি চলছে!
ইয়া রাব্বাহ!

11/06/2025

একটি মেয়ে বলে, আমার মা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেকা ছিলেন। তিনি বেশি বেশি দরুদ পাঠ করতেন। যখন খাবার তৈরি করতেন, তখনো 'আল্লাহুম্মা সল্লি আলান নাবিয়্যি' 'আল্লাহুম্মা সল্লি আলান নাবিয়্যি' পড়তে থাকতেন। বারবার পড়তে থাকতেন। তিনি দরুদ পাঠ করে গৃহস্থালি কাজের কষ্ট হালকা করতেন। যখন তিনি অসুস্থ হতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত দুআগুলো দ্বারা আরোগ্য কামনা করতেন। তিনি আমাকে ওষুধ দিয়ে বলতেন, 'আল্লাহুম্মা সল্লি আলান নাবিয়্যি' 'আল্লাহুম্মা সল্লি আলান নাবিয়্যি'। তার এই কাজ আমার কাছে স্বস্তিদায়ক ছিল। আমার মা যখন আমাকে দুঃখী দেখতে পেতেন তখন তিনি বলতেন, 'আল্লাহুম্মা সল্লি আলান নাবিয়্যি', 'সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম'। তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দরুদ পাঠ করো। আল্লাহ তাআলা তোমার বিপদ দূর করে দেবেন। এই কথা মায়ের কাছ থেকে দশ বা এর অধিক বার শুনেছি। শুরুতে মনে হতো, তিনি অতিরঞ্জন করছেন। তিনি অন্য এক জগতের বাসিন্দা। একদিন আমি খুব বেশি দুঃখে ছিলাম। এই দুঃখকে দূর করতে সম্ভাব্য সব রকম চেষ্টা করলাম। কিন্তু ফলাফল শূন্য। আমি বসে বসে কাঁদতে শুরু করলাম। আমি আমার দুঃখের মাঝে ডুবে গিয়েছিলাম। দুঃখে চোখের অশ্রু গড়িয়ে পড়ছিল। হঠাৎ আমার মায়ের কথা স্মরণ হলো। তিনি বলতেন, তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দরুদ পাঠ করো। তিনি তোমার বিপদ দূর করে দেবেন। তারপর আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দরুদ পাঠ করা শুরু করলাম। বেশি বেশি দরুদ পাঠ করলাম। যেন আমি ওষুধের মাত্রা বাড়িয়ে দিয়ে দ্রুত সুস্থ হতে চাচ্ছি। দীর্ঘ সময় দরুদ পাঠের পর মনে হলো, আমি আমার সমস্ত দুঃখ ভুলে গিয়েছি।

এরপর আরেকবার আমি পূর্ণ বিশ্বাস ও আস্থা নিয়ে দরুদ পাঠ করেছিলাম এবং উপকৃত হয়েছিলাম। আমি দুঃখ ও বিপদ থেকে নিষ্কৃতি পেতে দরুদ শরীফের বিস্তর প্রভাব লক্ষ করেছি। আজ আল্লাহ তাআলার অনুগ্রহে সব সময় আমার জিহ্বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ পাঠে মশগুল থাকে। আমার সহপাঠীরা গান-বাজনা ইত্যাদিতে মশগুল থাকে। সম্ভবত আমিও তাদের মতো হতাম, কিন্তু আল্লাহ তাআলা আমাকে একজন আদর্শ মা দিয়েছিলেন। যিনি আমাকে দরুদ পড়ার প্রতি উৎসাহিত করেছেন। তার মাধ্যমে আমি আমার দুঃখ ও ব্যথা মোকাবিলা করতে পারি।

[নারী-জীবনের সুখ-সংগ্রাম : ১৮০-১৮১]

07/06/2025

ঈদ মুবারাক!

তাক্বব্বালাল্লাহু মিন্না ওয়া মিংকুম সলিহাল আ'মাল!

উম্মাহর প্রতিটি পিতা হয়ে উঠুক নাবি ইব্রাহীমের মত।
মা বোন স্ত্রী কন্যারা হাযেরা ও সারাহ'র মতন।
প্রতিটি সন্তান হয়ে উঠুক যবিহুল্লাহ ইসমাঈলের মতো! বিজয় আসবেই ইনশাআল্লাহ!

আলাইহিমুস সালাম!

06/06/2025
গরু নিয়ে আনন্দ মিছিলঈদ মানেই আনন্দ, আর কুরবানীর ঈদ মানেই আত্মত্যাগের মহিমায় উদ্ভাসিত হওয়া। এ ঈদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অং...
05/06/2025

গরু নিয়ে আনন্দ মিছিল

ঈদ মানেই আনন্দ, আর কুরবানীর ঈদ মানেই আত্মত্যাগের মহিমায় উদ্ভাসিত হওয়া। এ ঈদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো আল্লাহর সন্তুষ্টির জন্য পশু কুরবানী। তাই কুরবানীর পশুকে ঘিরেই গড়ে ওঠে ঈদের সকল আয়োজন। একটা পশুর জন্যও সবচেয়ে বড় সম্মানের বিষয় হলো সে নিছক খাদ্যের উৎস নয়, বরং এক মহান ইবাদতের অংশ হতে যাচ্ছে।

এই ভাবনা থেকেই কুরবানীর পশুকে ঘিরে ভালো কিছু উদ্যোগ নেওয়া যেতে পারে। তার মধ্যে খুবই সহজ, স্বতঃস্ফূর্ত ও প্রাণবন্ত একটি আয়োজন হতে পারে "গরু নিয়ে আনন্দ মিছিল"।

📍 মিছিল কেমন হতে পারে?

এটি কোনও রাজনৈতিক বা কঠোর পরিকল্পনাভিত্তিক আয়োজন নয়। তাই ব্যানার-প্ল্যাকার্ডের প্রয়োজন নেই। বরং এটি হোক আনন্দ, কৃতজ্ঞতা ও উদযাপনের স্বাভাবিক বহিঃপ্রকাশ। এটা দুইভাবে করা যেতে পারে:

🔸 এক. হাট থেকে ফেরার সময় মিছিল
যখন কেউ গরু কিনে হাট থেকে ফেরে, তখন আশপাশের বন্ধু, ছোট ভাই বা প্রতিবেশীরা একসাথে তাকে রিসিভ করতে যেতে পারে। ফেরার পথে মিলেমিশে তাকবীর, স্লোগান বা হাস্যরসাত্মক ছড়া গেয়ে এলাকাকে আনন্দে মুখরিত করে তোলা যেতে পারে। গরু ওপর অভিজ্ঞ কেউ থাকলে নিরাপত্তাও বজায় থাকবে।

🔸 দুই. ঈদের আগের দিন এলাকায় মিছিল
ঈদের আগের দিন বিকেল বা রাতে, কয়েকটি গরু ও খাসি একত্রে নিয়ে পুরো এলাকাজুড়ে একটি আনন্দ মিছিল দেওয়া যেতে পারে। এতে করে বাচ্চা, তরুণ, এমনকি মুরুব্বিদের মাঝেও ঈদের আমেজ আরও ছড়িয়ে পড়ে। IUT-তে গরু পার্টির আগের রাতে এমন মিছিল হয়, যেখানে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। এটি সত্যিই ঈদের আনন্দে এক বিশেষ মাত্রা যোগ করে।

📢 মিছিলে কিছু মজার স্লোগান হতে পারে যেমনঃ
> ডানে গরু, বামে খাসি — কুরবানীকে ভালোবাসি

> এক বড়, না দুই বড়? — কুরবানী দাতার মন বড়!
(রিয়ার আশঙ্কা না থাকলে কুরবানীদাতা বা এলাকার নামও নেওয়া যেতে পারে)

🌙 সতর্কতা ও শেষ কথা
গরু চলাচলের সময় যেন কেউ আহত না হয়, সেদিকে সবার নজর রাখতে হবে। গরুগুলো যেন শক্তভাবে ধরে রাখা হয়, এবং মিছিল যেন শান্তিপূর্ণ ও আনন্দঘন হয় সেদিকে গুরুত্ব দিতে হবে। আর মিছিলের ফাঁকে ফাঁকে তাকবীরে তাশরীক পড়তে ভুলবেন না।

আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা ঈদকে আমাদের জীবনে সত্যিকারার্থে আনন্দময় করে তুলুন। এবং ফিলি.স্তিনসহ দুনিয়ার সকল মাজলুমদের মধ্যে ঈদের আনন্দ ছড়িয়ে দিন। আমীন।

03/06/2025

গাযযার পরিস্থিতি দেখার পরও পশ্চিমাদের প্রতি কারো মুগ্ধতা থাকলে
সে আর মানুষ থাকে না।

"ভাগা কুরবানী বা কুরবানীর অংশীদার গ্রহণের ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করবেন।হারাম উপার্জনকারীর ব্যাপারে তো সতর্কতা ...
03/06/2025

"ভাগা কুরবানী বা কুরবানীর অংশীদার গ্রহণের ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করবেন।

হারাম উপার্জনকারীর ব্যাপারে তো সতর্কতা অবলম্বন করেন। এর চেয়ে আরো জরুরী হলো, প্রকৃতপক্ষে ঈমানদার কিনা যাচাই করে দেখা।

সেকুলার ও গণতন্ত্রপন্থী তথা ধর্মহীন রাজনীতিতে বিশ্বাসী কিংবা রাজনীতিতে শরিয়া আইনের বিরোধী, ফেমিনিজম তথা নাদেরা ইয়াসমিনদের মতো নারীবাদে বিশ্বাসী কিনা ভালো করে খবর নিয়ে দেখবেন।
কারণ, এমন ব্যক্তির সাথে কুরবানী করলে আদায় হবে না।"

— মুফতি সাঈদ আহমদ হাফি
সোর্স: ফেসবুক পোষ্ট, ০৩ জুন ২০২৫

Address

Cumilla

Alerts

Be the first to know and let us send you an email when Naseeha tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category