SA KI B

SA KI B A man is as big as his dreams.

10/09/2024

কারা যেনো বলেছিলো, একদিন সব হবে।

দেখতে দেখতে সব দিন ফুরিয়ে গেলো তবুও সেই দিন টা জীবনে এলোইনা।

একদিন সব হয়? না, হয় না।

মানুষের জীবনে সু'দিন বলতে কিছু নেই।

আজ আপনার সাথে যা ঘটছে তা মানিয়ে নিতে পারলে আজকের দিনটাই আপনার জন্য সু'দিন হয়ে ধরা দেবে।

মানুষের আজ যা নেই, তা একটা সময় পেয়ে যাবে এমন ধারণা নিয়ে দিন গুণে গুণে বৃদ্ধ হওয়া মস্তিষ্কটা একটা সময়ে গিয়ে বুঝতে পারে সেই শুন্যতা তার এখনো আছে; আসলে কিছুই পাওয়া হয়ে উঠেনি।

10/09/2024

গাছের মতোই এমনও মানুষ আছে যারা কিনা ভীষণ একা হওয়া সত্ত্বেও নিরন্তর অন্যকে সঙ্গ দিয়েছে!
কত পথিক এসে তার ছায়ায় বসে চলে গেছে,ফের ক্লান্তি মেটানো শেষে কিন্তু ছায়া হয়ে কেউ থাকেনি পাশে!
দুঃখের গল্প শুনিয়ে, মন ভার করে কত পাখি অজানায় গিয়েছে উড়ে, ফিরবে বলে কেউ ফিরেনি, শুনেনি কেউ তারে।

07/09/2024
05/09/2024

আমাদের একসাথে পায়ে পা মিলিয়ে হেঁটে সমুদ্র দেখার কথা ছিলো।

05/09/2024

দেখা হয় না, কথা হয় না তবুও! কোথাও না কোথাও তুমি আমার সাথেই থাকো - স্মৃতিতে,দুঃস্বপ্নে,অসম্ভব যন্ত্রনায়, মন খারাপ করা গানের লাইনে,মাঝরাত্তিরের বুকের ব্যথায়; তুমি আছো।
এই এলোমেলো বইটা তোমার জন্য।
আমাদের যা কিছু ভালো হওয়ার কথা ছিলো সেসব ভালো তোমার হোক।

05/09/2024

এই যে আমি নিজের সাথে যুদ্ধ করতে করতে বিলীন হয়ে যাচ্ছি,
সে কথা বলবো কাকে?

03/07/2024

I want her to choose me!🙂

10/02/2024

প্রত্যেকের বুকের নিভৃতে কিছু দগ্ধ ক্ষত থাকে লুকানো,
কিছু অসম্পূর্ণ নির্মাণ, ভাংগাচোরা গেরস্হালি ঘরদোর,
প্রত্যেকের নিজস্ব কিছু নিদ্রাহীন রাত্রি থাকে
যাকে চিরদিন নষ্ট নোখের মতো রেখে দিতে হয় কোমল অনিচ্ছার বাগানে
যাকে শুধু লুকিয়ে রাখাতেই সুখ, নিজের নিভৃতে রেখে
গোপনে পোড়াতেই একান্ত পাওয়া।

Address

Cumilla

Alerts

Be the first to know and let us send you an email when SA KI B posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share