10/09/2024
কারা যেনো বলেছিলো, একদিন সব হবে।
দেখতে দেখতে সব দিন ফুরিয়ে গেলো তবুও সেই দিন টা জীবনে এলোইনা।
একদিন সব হয়? না, হয় না।
মানুষের জীবনে সু'দিন বলতে কিছু নেই।
আজ আপনার সাথে যা ঘটছে তা মানিয়ে নিতে পারলে আজকের দিনটাই আপনার জন্য সু'দিন হয়ে ধরা দেবে।
মানুষের আজ যা নেই, তা একটা সময় পেয়ে যাবে এমন ধারণা নিয়ে দিন গুণে গুণে বৃদ্ধ হওয়া মস্তিষ্কটা একটা সময়ে গিয়ে বুঝতে পারে সেই শুন্যতা তার এখনো আছে; আসলে কিছুই পাওয়া হয়ে উঠেনি।