Kazi Alamgir

Kazi Alamgir যতদিন বেঁচে আছি বুকে আছে শ্বাস
মালিকের কাছে করি রিজিক তালাশ
তাঁর কাছে ফিরে যাবো আসে যদি ডাক
হাসিমুখে

ইফতারের সময় পানি পান করলে বুঝা যায় পানি আল্লাহ তায়ালার দেয়া কত বড় নেয়ামত...!আলহামদুলিল্লাহ
13/03/2024

ইফতারের সময় পানি পান করলে বুঝা যায় পানি আল্লাহ তায়ালার দেয়া কত বড় নেয়ামত...!

আলহামদুলিল্লাহ

اِنَّ الَّذِیۡنَ فَتَنُوا الۡمُؤۡمِنِیۡنَ وَ الۡمُؤۡمِنٰتِ ثُمَّ لَمۡ یَتُوۡبُوۡا فَلَهُمۡ عَذَابُ جَهَنَّمَ وَ لَهُمۡ ع...
07/03/2024

اِنَّ الَّذِیۡنَ فَتَنُوا الۡمُؤۡمِنِیۡنَ وَ الۡمُؤۡمِنٰتِ ثُمَّ لَمۡ یَتُوۡبُوۡا فَلَهُمۡ عَذَابُ جَهَنَّمَ وَ لَهُمۡ عَذَابُ الۡحَرِیۡقِ
যারা বিশ্বাসী নর নারীকে বিপদাপন্ন করেছে এবং তাওবা করেনি, তাদের জন্য জাহান্নামের শাস্তি দহন যন্ত্রণা নির্ধারিত!
(সূরা: বুরুজ, আয়াত:১০)

ফর্সা আর সৌন্দর্য কখনোই এক কথা নয়। ফর্সা কেবল চামড়ার মধ্যে ফুটে উঠলেও সৌন্দর্য ফুটে উঠতে প্রয়োজন আল্লাহর আনুগত্য ও উত...
05/03/2024

ফর্সা আর সৌন্দর্য কখনোই এক কথা নয়। ফর্সা কেবল চামড়ার মধ্যে ফুটে উঠলেও সৌন্দর্য ফুটে উঠতে প্রয়োজন আল্লাহর আনুগত্য ও উত্তম চরিত্র।

রাসূল (ﷺ) বলেছেন-
তোমরা সাফল্যের জন্য দ্বীনদার জীবনসঙ্গী নির্বাচন কর নতুবা তুমি ক্ষতিগ্রস্ত হবে।
(বুখারি: ৫০৯০)

نَحۡنُ قَدَّرۡنَا بَیۡنَکُمُ الۡمَوۡتَ وَ مَا نَحۡنُ بِمَسۡبُوۡقِیۡنَ ﴿ۙ۶۰﴾প্রত্যেক ব্যক্তির মৃত্যুকাল আমি নির্ধারিত করে...
04/03/2024

نَحۡنُ قَدَّرۡنَا بَیۡنَکُمُ الۡمَوۡتَ وَ مَا نَحۡنُ بِمَسۡبُوۡقِیۡنَ ﴿ۙ۶۰﴾
প্রত্যেক ব্যক্তির মৃত্যুকাল আমি নির্ধারিত করেছি। তা কেউ অতিক্রম করতে পারবে না।
কে শৈশবে, কে যৌবনে এবং কে বার্ধক্যে মৃত্যুবরণ করবে সে সিদ্ধান্ত আমিই নিয়ে থাকি।

_(সূরা: আল-ওয়াকিয়া, আয়াত: ৬০)

রাসূল (সাঃ) বলেন, আমি কি তোমাদের বলব না কোন কাজটি সালাত, সিয়াম এবং সদকার চেয়েও উত্তম ? তারা বললেন, জ্বী বলুন,  রাসূল স...
29/02/2024

রাসূল (সাঃ) বলেন, আমি কি তোমাদের বলব না কোন কাজটি সালাত, সিয়াম এবং সদকার চেয়েও উত্তম ? তারা বললেন, জ্বী বলুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, "সেটা হচ্ছে মানুষের মধ্যকার বিবাদ মিটিয়ে দেয়া..!

(মুসনাদে_আহমাদ ২৭৫০৮)

খুব পছন্দের একটি আয়াত..!!رَبَّنَا وَ تَقَبَّلۡ دُعَآءِরব্বানা ওয়া তাকাব্বাল..!!হে আমার প্রতিপালক! আমার  প্রার্থনা কবুল...
28/02/2024

খুব পছন্দের একটি আয়াত..!!
رَبَّنَا وَ تَقَبَّلۡ دُعَآءِ
রব্বানা ওয়া তাকাব্বাল..!!
হে আমার প্রতিপালক! আমার প্রার্থনা কবুল করুন!
সুম্মা আমীন।
(সূরা: ইব্রাহিম, আয়াত:৪০)

اِنَّ اللّٰهَ وَ مَلٰٓئِکَتَهٗ یُصَلُّوۡنَ عَلَی النَّبِیِّ ؕ یٰۤاَیُّهَا الَّذِیۡنَ اٰمَنُوۡا صَلُّوۡا عَلَیۡهِ وَ سَلِ...
24/02/2024

اِنَّ اللّٰهَ وَ مَلٰٓئِکَتَهٗ یُصَلُّوۡنَ عَلَی النَّبِیِّ ؕ یٰۤاَیُّهَا الَّذِیۡنَ اٰمَنُوۡا صَلُّوۡا عَلَیۡهِ وَ سَلِّمُوۡا تَسۡلِیۡمًا ﴿۵۶﴾
হে মুমিনগণ, তোমরা নবীর উপর দরূদ পাঠ কর এবং তাকে যথাযথভাবে সালাম জানাও।
(সূরা: আল-আহযাব, আয়াত ৫৬)

فَمَنۡ تَابَ مِنۡۢ بَعۡدِ ظُلۡمِهٖ وَ اَصۡلَحَ فَاِنَّ اللّٰهَ یَتُوۡبُ عَلَیۡهِ ؕ اِنَّ اللّٰهَ غَفُوۡرٌ رَّحِیۡمٌকোন ব...
23/02/2024

فَمَنۡ تَابَ مِنۡۢ بَعۡدِ ظُلۡمِهٖ وَ اَصۡلَحَ فَاِنَّ اللّٰهَ یَتُوۡبُ عَلَیۡهِ ؕ اِنَّ اللّٰهَ غَفُوۡرٌ رَّحِیۡمٌ
কোন ব্যক্তি পাপ করার পর তওবা করে এবং নিজেকে সংশোধন করলে, আল্লাহ তার তওবা কবুল করবেন।
নিশ্চয় আল্লাহ মহা ক্ষমাশীল, পরম দয়ালু।
(সূরা: আল-মায়েদা, আয়াত: ৩৯)

وَ لِلّٰهِ الۡمَشۡرِقُ وَ الۡمَغۡرِبُ ٭ فَاَیۡنَمَا تُوَلُّوۡا فَثَمَّ وَجۡهُ اللّٰهِ ؕ اِنَّ اللّٰهَ وَاسِعٌ عَلِیۡمٌ ﴿...
20/02/2024

وَ لِلّٰهِ الۡمَشۡرِقُ وَ الۡمَغۡرِبُ ٭ فَاَیۡنَمَا تُوَلُّوۡا فَثَمَّ وَجۡهُ اللّٰهِ ؕ اِنَّ اللّٰهَ وَاسِعٌ عَلِیۡمٌ ﴿۱۱۵﴾
পূর্ব ও পশ্চিম আল্লাহরই। সুতরাং তোমরা যে দিকেই মুখ ফিরাও, সে দিক'ই আল্লাহর দিক। নিশ্চয় আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞ।
(সূরা: আল-বাকারা, আয়াত: ১১৫)

وَ مَنۡ اَظۡلَمُ مِمَّنۡ ذُکِّرَ بِاٰیٰتِ رَبِّهٖ ثُمَّ اَعۡرَضَ عَنۡهَا ؕ اِنَّا مِنَ الۡمُجۡرِمِیۡنَ مُنۡتَقِمُوۡنَ ﴿۲...
19/02/2024

وَ مَنۡ اَظۡلَمُ مِمَّنۡ ذُکِّرَ بِاٰیٰتِ رَبِّهٖ ثُمَّ اَعۡرَضَ عَنۡهَا ؕ اِنَّا مِنَ الۡمُجۡرِمِیۡنَ مُنۡتَقِمُوۡنَ ﴿۲۲﴾
তার চেয়ে বড় যালিম আর কে, যাকে তার প্রতিপালকের আয়াতসমূহের মাধ্যমে উপদেশ দেয়ার পর তা থেকে মুখ ফিরিয়ে নেয়?

(সূরা: আস-সাজদাহ, আয়াত:২২)

রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন,সবচেয়ে উত্তম সাদাকাহ হচ্ছে, কষ্টে অর্জিত অল্প সম্পদ থেকে দান করা..!(আবু_দাউদ: ১৬৭৭)
11/02/2024

রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন,
সবচেয়ে উত্তম সাদাকাহ হচ্ছে, কষ্টে
অর্জিত অল্প সম্পদ থেকে দান করা..!
(আবু_দাউদ: ১৬৭৭)

Address

Debidwar
Cumilla

Alerts

Be the first to know and let us send you an email when Kazi Alamgir posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kazi Alamgir:

Share