21/07/2025
সম্প্রতি Ananymous নামের এক পেইজ থেকে প্রেডিকশন টাইপ পোস্ট ব্যাপক ভাইরাল হচ্ছে আজকের ইস্যুতে!
তারা একদিন আগে বলেছিলো কোনো এক বিল্ডিং-এ ত্রুটিজনিত কারণে অনেক শিশু মারা যাবে!
আমরা, বাঙালীরা সেটাকেই আজকের দিনের ঘটনার সাথে মিলিয়ে ধুমসে শেয়ার দিয়ে যাচ্ছি, আর মেকি অবাক হচ্ছি এই ভেবে "ওমাইগদ ওই পেইজ কিভাবে আগেই সব জানলো"!!
ভাই, এসব পোস্ট শেয়ার করার আগে কমনসেন্স ব্যবহার করেন!
আজকের দুর্ঘটনা বিমান বিধ্বস্ত হওয়ার, হয়েছে বিল্ডিং এর সমস্যায় না, এছাড়াও পোস্টে কোনো দেশের কথা উল্লেখ নেই।
শুধু শুধু হাইপ তুলে, ওদের ফালতু প্রেডিকশনকে দেশের সিকিউরিটি থ্রেটে পরিনত কইরেন না।
পরে দেখা যাবে, ওরা ওদের প্রেডিকশন বাস্তবায়নে বোম্বিং, হত্যা সহ নানাবিধ অপকর্ম নিজেরাই বাস্তবায়ন করবে আর বলবে এই যে আমাদের প্রেডিকশন সত্য!!
আর ওদের পেইজের এডমিনলিস্ট বের করার জন্য বাংলাদেশের সাইবার টিমগুলোও কাজ করছে, বাহ্যিকভাবে দেখা যচ্ছে তিনজন এডমিনের একজন নাইজেরিয়ার, একজন আমেরিকান এবং অন্যজনের লোকেশন হাইড করা।
আপনাদের বোকা বানিয়ে, ওরাও লাখ লাখ ফলোয়ার বাড়িয়ে নিচ্ছে, নিজেকে বোকা মনে না করলে অন্তত তাদের কথায় নাইচেন না।
আল্লাহ আমাদের এসব অবান্তর ভবিষ্যৎবানী বিশ্বাস করা থেকে দূরে রাখুক।
আমিন
Abdullah Al imran