Neaz Morshed

Neaz Morshed বাঙালির অর্ধেক জীবন পার হয়ে যায় জন্ম নিবন্ধন,এন আইডি,কাবিন নামা, পাসপোর্ট। সমাধানের লক্ষ্যে এই পেইজ
(2)

এই পেজটি একটি সেবামূলক পেজ। এর মাধ্যমে মানুষকে পাসপোর্ট, এনআইডি, জন্মনিবন্ধন এবং ভিসা , বিষয়ে তথ্য সরবরাহ করে থাকি। বৃহৎ আকারে সেবা প্রদানের উদ্দেশ্য
নতুন, পুরাতন, প্রয়োজনীয় বৈধ নথি তৈরি করতে সহায়তা ও পরামর্শ দাতা।
ইদানিংকালে আমাদের কাগজ পত্র নিয়ে সবচেয়ে ভেশি যেই সমস্যা গুলা মুখামুখি হই তারমধ্যে অন্যতম হলো পাসপোর্ট, এনআইডি এবং জন্মনিবন্ধন এর সমস্যা গুলা।

ইতিমধ্যে বাংলাদেশ সরকার এই য

াবতীয় সকল সমস্যা দ্রুত সমাধানের জন্য সব কিছু অনলাইনে নিজে করার ব্যাবস্থা করে দিয়েছে। কিন্তু আমারা সাধারন মানুষ ইন্টারনেটের সঠিক ব্যবহার না জানায় নিজেরা করে নিতে পারি না।

মূলত আমারা এই যাবতীয় সমস্যা গুলা আপনাদের সমাধান দেয়াড় জন্য এই পেইজে খোলা হয়েছে। আপনারা আপনাদের সমস্যা গুলা সুন্দর করে লিখে কমেন্ট/ইনবক্সে মেসেজে করবেন, আপনাদের সহযোগিতা করার জন্য থেকে যেটুকু সম্ভব তথ্য দিয়ে সহযোগিতা করা হবে।
এই সমস্যাগুলোর সমাধান হিসেবে নাগরিকগনের মৌলিক প্রয়োজনের সকল সনদ বাংলাদেশের যেকোন নাগরিক আবেদন করতে পারবেন ঘরে বসেই সেবা গ্রহণ করতে পারবেন।
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মাননীয় ও প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এর নির্দেশিত ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাস্তবায়নে “জনগণের দোরগোড়ায় সেবা“ পৌছে দেয়ার উদ্ভাবনী উদ্যোগে সরকারী সেবায় নাগরিকগণের আস্থা ও সন্তুষ্টি বৃদ্ধি পাবে বলে আমি আশাবাদ ব্যক্ত করছি।
পাসপোর্ট অফিস,জাতীয় পরিচয় পএ জেলা জনশক্তি অফিস
আপনি কি পাসপোর্ট, এন আইডি এবং অনলাইনে যাবতীয় কাজ করতে বিশ্বস্ত প্রতিষ্ঠান খুচ্ছেন? তাহলে এই পেইজটি আপনার জন্য। আপনার সুবিধার্থে আমরা প্রতিনিয়ত সরকারি নিয়মানুসারে সকল প্রকার অনলাইন আবেদন প্রক্রিয়া ফেসবুক পোস্টের মাধ্যমে বুঝিয়ে দিবো যাতে করে ঘরে বসে নিজেই সঠিক ভাবে আবেদন করতে পারেন। নয় কোন প্রতারকের শিকার।

সার্বক্ষণিক কল সেন্টার এবং চ্যাট সেবা।
বিদেশযাত্রার ধাপগুলো আরও সহজ করতে সঠিক তথ্য ও পদ্ধতিসহ আরও অনেক কিছু!

বাড়ি কিনে পরিবারসহ নাগরিকত্ব পাওয়া যায় বিশ্বের যে৫ দেশে! বাড়ি কিনে বা বিনিয়োগের মাধ্যমে পরিবারসহ নাগরিকত্ব (Citizenship ...
14/05/2025

বাড়ি কিনে পরিবারসহ নাগরিকত্ব পাওয়া যায় বিশ্বের যে৫ দেশে!

বাড়ি কিনে বা বিনিয়োগের মাধ্যমে পরিবারসহ নাগরিকত্ব (Citizenship by Investment) পাওয়া যায় এমন কিছু দেশ রয়েছে যারা অর্থনৈতিক বিনিয়োগের বিনিময়ে নাগরিকত্ব বা স্থায়ী বসবাসের সুবিধা দিয়ে থাকে। নিচে ৫টি জনপ্রিয় দেশের তালিকা দেওয়া হলো:

🌍 বাড়ি কিনে পরিবারসহ নাগরিকত্ব পাওয়া যায় এমন ৫টি দেশ

১. ডমিনিকা (Dominica)
প্রোগ্রাম: Citizenship by Investment (CBI)
ন্যূনতম বিনিয়োগ:
সরকারি ডোনেশন: $100,000 (একজনের জন্য)
রিয়েল এস্টেট: $200,000+
সময়সীমা: ৩–৬ মাসে নাগরিকত্ব
পরিবারসহ আবেদন: হ্যাঁ (স্বামী/স্ত্রী, সন্তান, নির্ভরশীল বাবা-মা)
পাসপোর্ট পাওয়ার সুযোগ: হ্যাঁ, সরাসরি

২. সেন্ট লুসিয়া (St. Lucia)
ন্যূনতম বিনিয়োগ:
সরকারি ডোনেশন: $100,000+
রিয়েল এস্টেট: $300,000+
সময়সীমা: ৪–৬ মাস
পরিবার অন্তর্ভুক্ত: হ্যাঁ
ভিসা-ফ্রি দেশ: ১৪০+ দেশ (শেনজেন, ইউকে ইত্যাদি)

৩. তুরস্ক (Turkey)
ন্যূনতম রিয়েল এস্টেট বিনিয়োগ: $400,000
নাগরিকত্ব সময়সীমা: ৩–৬ মাস
পরিবার অন্তর্ভুক্ত: হ্যাঁ
ইউরোপিয়ান ভিসা সুবিধা নেই, তবে ব্যবসা ও ট্রাভেল সুবিধা অনেক।

৪. মাল্টা (Malta)
প্রোগ্রাম: Citizenship for Exceptional Services
ন্যূনতম বিনিয়োগ: প্রায় €690,000+
রিয়েল এস্টেট ভাড়া/ক্রয় + সরকারি অনুদান + দান
নাগরিকত্ব সময়সীমা: ১২–৩৬ মাস
পরিবার অন্তর্ভুক্ত: হ্যাঁ
ইউরোপিয়ান ইউনিয়নের নাগরিকত্ব পাওয়া যায়

🇦🇬 ৫. অ্যান্টিগুয়া ও বারবুডা (Antigua & Barbuda)
ন্যূনতম বিনিয়োগ:
সরকারি অনুদান: $100,000 (পরিবারসহ ৪ জন পর্যন্ত)
রিয়েল এস্টেট: $200,000+
নাগরিকত্ব সময়সীমা: ৩–৬ মাস
পরিবার অন্তর্ভুক্ত: হ্যাঁ
ভিসা-ফ্রি দেশ: ১৫০+ দেশ

📝 গুরুত্বপূর্ণ বিষয়:
এসব দেশে নাগরিকত্ব পেতে আবাসনের প্রয়োজন কম বা একেবারেই নেই।
অনেক দেশে আপনি ও আপনার পরিবার সরাসরি পাসপোর্ট পেয়ে যান।

এই প্রক্রিয়াগুলো আইনি ও বৈধ, কিন্তু নির্ভরযোগ্য আইনজীবী বা এজেন্টের মাধ্যমে করা উত্তম।

15/04/2025

কুমিল্লা শিবের বাজার রোড

13/04/2025

গোমতী নদীর রাতের সৌন্দর্য 

13/04/2025

🤗আসুন SSC Batch খুঁজি 🫰
মিললে কিন্তু ফ্রেন্ডশীপ করতে হবে
ami ssc:2019

10/04/2025

কাঁটার ব্যথা কিছু সময়ের জন্য থাকে আর কথার বেথা সারাজীবনের জন্য থাকে

28/03/2025
ব্রেকিং নিউজ...!!কৃষি ভিসায় ৩ লক্ষ কর্মী নেবে জার্মানি। বাংলাদেশিদের জন্য রয়েছে সুবর্ণ সুযোগ।দালাল ছাড়া জার্মানিতে সর...
11/03/2025

ব্রেকিং নিউজ...!!
কৃষি ভিসায় ৩ লক্ষ কর্মী নেবে জার্মানি। বাংলাদেশিদের জন্য রয়েছে সুবর্ণ সুযোগ।
দালাল ছাড়া জার্মানিতে সরাসরি জব ভিসার আবেদন করুন

জন্মনিবন্ধন দিয়েই পাসপোর্ট করতে পারবেন প্রবাসীরা....
06/03/2025

জন্মনিবন্ধন দিয়েই পাসপোর্ট করতে পারবেন প্রবাসীরা....

সকল প্রকার ভিসা নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। সরকারীভাবে বিদেশে যাওার বিভিন্ন নিউজ ইমিগ্রেশন নিউজ পেতে লাইক ও ফলো দিয়ে স...
04/03/2025

সকল প্রকার ভিসা নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। সরকারীভাবে বিদেশে যাওার বিভিন্ন নিউজ ইমিগ্রেশন নিউজ পেতে লাইক ও ফলো দিয়ে সাথেই থাকুন।

বাংলাদেশে পাসপোর্ট করার পুরো প্রক্রিয়া নিম্নরূপ: # # # ১. আবেদন ফরম পূরণ ✍️- *অনলাইনে আবেদন ফরম পূরণ*: প্রথমে পাসপোর্ট ব...
20/02/2025

বাংলাদেশে পাসপোর্ট করার পুরো প্রক্রিয়া নিম্নরূপ:

# # # ১. আবেদন ফরম পূরণ ✍️
- *অনলাইনে আবেদন ফরম পূরণ*: প্রথমে পাসপোর্ট বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে (e-passport.gov.bd) গিয়ে আবেদন ফরম পূরণ করতে হবে।
- *আবেদন ফরম প্রিন্ট*: ফরম পূরণের পর আবেদন ফরম প্রিন্ট করতে হবে।

# # # ২. প্রয়োজনীয় কাগজপত্র 📄
- *জাতীয় পরিচয়পত্রের ফটোকপি*: ভোটার আইডি কার্ডের ফটোকপি।
- *জন্ম নিবন্ধন সনদের ফটোকপি*: জন্ম নিবন্ধন সনদের ফটোকপি।
- *পাসপোর্ট সাইজ ছবি*: ১ কপি পাসপোর্ট সাইজ ছবি।
- *পূর্বের পাসপোর্টের ফটোকপি* (যদি থাকে)।
- *অন্যান্য ডকুমেন্ট*: যদি আবেদনকারী সরকারী চাকুরিজীবী হন, তবে এনওসি (NOC) প্রয়োজন হতে পারে।

# # # ৩. ফি জমা 💰
- *ফি*: পাসপোর্ট ফি অনলাইনে বা নির্দিষ্ট ব্যাংকের মাধ্যমে জমা দিতে হবে।
- *ফি রসিদ*: ফি জমা দেওয়ার পর রসিদটি সংরক্ষণ করতে হবে।

# # # ৪. আবেদন জমা 📬
- *আবেদন জমা*: নিকটস্থ পাসপোর্ট অফিসে নির্দিষ্ট সময়ে গিয়ে আবেদন ফরম ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।

# # # ৫. বায়োমেট্রিক তথ্য প্রদান 🖐️
- *ফিঙ্গারপ্রিন্ট এবং ছবি*: পাসপোর্ট অফিসে গিয়ে আঙ্গুলের ছাপ এবং ছবি তোলা হবে।

# # # ৬. পাসপোর্ট সংগ্রহ 🛂
- *এসএমএস বা ইমেইল*: আবেদন গৃহীত হলে এবং পাসপোর্ট প্রস্তুত হলে এসএমএস বা ইমেইল পাওয়া যাবে।
- *সংগ্রহ*: নির্দিষ্ট পাসপোর্ট অফিস থেকে পাসপোর্ট সংগ্রহ করতে হবে।

এছাড়া আরও বিস্তারিত তথ্যের জন্য পাসপোর্ট অফিসের ওয়েবসাইট দেখতে পারেন অথবা সরাসরি পাসপোর্ট অফিসে যোগাযোগ করতে পারেন।

Address

Cumilla

Alerts

Be the first to know and let us send you an email when Neaz Morshed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share